415. নোবেল বিজয়ী নারী কয়জন?
[Note: নোবেল পুরস্কার-২০২২ পর্যন্ত নোবেল বিজয়ী নারীর সংখ্যা ৬০ জন (৬১ বার)। উল্লেখ্য, নোবেল। বিজয়ী প্রথম নারী মেরি কুরি। অর্থনীতি, সাহিত্য, শান্তি, চিকিৎসায় নোবেল বিজয়ী প্রথম নারী হলেন যথাক্রমে ইলিনর অস্ট্রম (যুক্তরাষ্ট্র), সেলমা লাগেরলফ (সুইডেন), বার্থাভন সুটনার (অস্ট্রিয়া) এবং গার্টি কোরি (যুক্তরাষ্ট্র)।।