Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
461. মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি?
ব্যাখ্যা বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার ১৯০০ সালে মানুষের রক্তের গ্রুপ আবিষ্কার করেন। অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতির ওপর ভিত্তি করে মানবদেহের রক্তকে চারটি গ্রুপে ভাগ করা হয়। যথা- A, B, AB O'O' রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা এবং 'AB' গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়।
চারটি
পাঁচটি
তিনটি
দুইটি
462. মানুষের দেহকোষে ক্রোমোজমের সংখ্যা-
ব্যাখ্যা মানুষের দেহকোষে ক্রোমোজোম ২৩ জোড়া বা ৪৬টি। এদের মধ্যে ২২ জোড়া অটোজোম, যা সব পুরুষ ও স্ত্রীলোকের মধ্যে একই। বাকি ১ জোড়া হলো সেক্স বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম, যা স্ত্রী ও পুরুষ দেহে ভিন্ন ভিন্ন।
৪২টি
৪৪টি
৪৬টি
৪৮টি
463. In fear of ... he escaped elsewhere.
arresting
arrested
being arrested
having arrested
464. নিচের কোনটি সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল?
ব্যাখ্যা সিরামিক বলতে মৃৎশিল্প, টেবিলসামগ্রী, চীনামাটির বাসনপত্র, স্যানিটারিসামগ্রী, ঘরসজ্জার চীনামাটির পাত্র ইত্যাদিকে বোঝায়। সিরামিকসামগ্রী উৎপাদনের প্রধান তিনটি কাঁচামাল হচ্ছে: (i) চায়না কে (কেওলিন বা কাদা মাটি), (ii) সিলিকা (SiO₂) বা কোয়ার্টজ বা ফ্রিন্ট এবং (iii) ফেলম্পার (felspar)।
SiO2
Na₂CO3
Fe2O3
NaNO3
465. সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত?
৪:১:১
৪:২:৩
৪:২:২
৪:৩:২
466. আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?
ব্যখ্যা কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ঐ মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বলা হয়। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা ৩৩।
৩৩
৩৮
৩৬
88
467. GPU-এর পূর্ণরূপ কী?
Graph Processing Unit
Graphic Processing Unit
Graphics Processing Unit
Geographical Processing Unit
469. বাতাস একটি--
ব্যাখ্যা বাতাস বা বায়ু যে উপাদানগুলো নিয়ে গঠিত তার মধ্যে অক্সিজেন প্যারাচুম্বকীয় পদার্থ এবং নাইট্রোজেন, আর্গন, কার্বন ডাই-অক্সাইড হলো ডায়াচুম্বকীয় পদার্থ। অক্সিজেনের প্যারাচুম্বকীয় বৈশিষ্ট্য অন্যান্য গ্যাসগুলোর ডায়াচুম্বকীয় বৈশিষ্ট্যের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তাই সামগ্রিকভাবে বায়ুকে প্যারাচুম্বকীয় পদার্থ হিসেবে বিবেচনা করা হয়।
ডায়াচুম্বকীয় পদার্থ
প্যারাচুম্বকীয় পদার্থ
ফেরেচুম্বকীয় পদার্থ
অ্যান্টিফেরেচুম্বকীয় পদার্থ
470. HPLC-এর পূর্ণরূপ কী?
High Pressure Liquid Chromatography
High Power Liquid Chromatography
High Plant Liquid Chromatography
High Performance Liquid Chromatography
471. নিচের কোনটি প্রাইমারি দূষক?
ব্যাখ্যা যে সকল পদার্থ পরিবেশ দূষণের জন্য দায়ী তাদেরকে দূষক বলে। যেসব দূষক কোনো উৎস থেকে নির্গত হয়ে অপরিবর্তিত অবস্থায় পরিবেশে মিশে দূষণ ঘটায় তাদের প্রাইমারি দূষক বলে। যেমন- SO2, NO, NO2, CO, CO₂, হাইড্রোকার্বনসমূহ, ছাই, ধুলিকণা ইত্যাদি। প্রাইমারি দূষক থেকে সৃষ্ট দূষকগুলোকে সেকেন্ডারি দুষক বলে। যেমন SO3, NO2, N2O5 HNO3, H2SO4 ইত্যাদি।
HNO3
SO2
NO
NO2
472. সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়?
ব্যাখ্যা সূর্য থেকে আগত ক্ষতিকর LIV (আল্ট্রাভায়োলেট) রশিশ্ম প্রতিহত করতে ZnO ও TiO₂-এর ন্যানো কণা সানস্ক্রিন লোশনে ও ক্রিমে ব্যবহৃত হয়।
Na₂O
ZnO
Ai₂O3
CuO
473. সোডিয়াম ক্লোরাইড (NaCl) কেলাসের গঠন কীরূপ?
পৃষ্ঠতল-কেন্দ্রিক ঘনকাকৃতির
দেহ-কেন্দ্রিক ঘনকাকার
সংঘবদ্ধ-ঘনকাকার
সংঘবদ্ধ ষড়কৌণিক আকার
474. অণুজীব বিজ্ঞানের জনক কে?
রবার্ট কক্
এডওয়ার্ড জেনার
লুইস পাস্তুর
এন্টনি ভন লিউয়েন হুক।
475. নিচের কোনটি ALU-এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়?
Register
Flags
ROM
RAM
476. I didn't follow who passed by me. It Shajib.
were
must be
might be
was
477. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী?
ব্যাখ্যা উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম ট্যাকোমিটার। উচ্চতা নির্ণায়ক যন্ত্র অলটিমিটার, মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র ওডোমিটার এবং শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র অডিওমিটার।
ট্যাকোমিটার
অ্যালটিমিটার
ওডোমিটার
অডিওমিটার
478. বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হল-
অক্সিজেন
নাইট্রোজেন
কার্বন ডাই-অক্সাইড
হাইড্রোজেন
479. Samin is my colleague. I ... him for ten years.
know
knew
have known
have been known
480. টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহৃত হয়-
ব্যাখ্যা তড়িৎচৌম্বক বিকিরণের তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা 10-m থেকে 5 x 10m হলে সেটি বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ। বেতার তরঙ্গের কয়েকটি উপবিভাগ হলো মাইক্রোওয়েভ বা মাইক্রো তরঙ্গ, রাডার তরঙ্গ এবং টেলিভিশন তরঙ্গ। দূরবর্তী স্থানে শব্দ বা ছবি প্রেরণের জন্য বেতার তরঙ্গ ব্যবহার করা হয়। সুতরাং টেলিভিশনে রেডিও ওয়েভ তরঙ্গ ব্যবহৃত হয়।
রেডিও ওয়েভ
অবলোহিত রশ্মি
আল্ট্রা ভায়োলেট
দৃশ্যমান রশ্মি