519. কোন দেশে সমুদ্রবন্দর নেই?
ব্যাখ্যা যে দেশসমূহের নিজস্ব সমুদ্রবন্দর নেই, তাদের স্থলবেষ্টিত রাষ্ট্র বলা হয়। সার্কভুক্ত Land Locked বা স্থলবেষ্টিত দেশ হিসেবে পরিচিত নেপাল, ভুটান ও আফগানিস্তানের কোনো সমুদ্রবন্দর নেই। কিন্তু, মালদ্বীপ, গ্রিস ও ভেনিজুয়েলায় সমুদ্র বন্দর রয়েছে। উল্লেখ্য, বিশ্বে মোট সমুদ্রবন্দরবিহীন স্থলবেষ্টিত দেশের সংখ্যা ৪৫টি। এর মধ্যে এশিয়ায় ১০টি, ইউরোপে ১৭টি, আফ্রিকায় ১৬টি এবং দক্ষিণ আমেরিকায় ২টি সমুদ্রবন্দরবিহীন দেশ রয়েছে। ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ হাঙ্গেরি।