'ক্রীতদাসের হাসি' কথা সাহিত্যিক শওকত ওসমান রচিত উপন্যাস। উপন্যাসটি ১৯৬৩ সালে প্রথম প্রকাশিত হয়। তৎকালীন পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের শাসন ব্যবস্থাকে ব্যঙ্গ করে উপন্যাসটি রচিত হয়।
যে ব্যক্তি নিয়মনীতির বাইরে গিয়ে চলে, তাকে bohemian বলে, যার বাংলা অর্থ ভবঘুরে। Option (গ)-এর অর্থ রীতিবিরুদ্ধ ব্যক্তি। Option (ঘ)-এর অর্থ নিয়ম মেনে চলা ব্যক্তি। এটি bohemian-এর antonym, Option (ঘ) সঠিক উত্তর।
239. বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর আয়তনের কত ভাগের এক ভাগের সমান?
পৃথিবীর মোট আয়তন ৫১,০০,৭২,০০০ বর্গ কিমি। বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিমি। সুতরাং বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর
আয়তনের ১,৪৭,৫৭০/৫১,০০,৭২,০০০ ভাগ = ১/৩৪৫৬ ভাগ (প্রায়)