Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1741. প্রাচীন শহর পুণ্ড্রনগর কোথায় অবস্থিত?
মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন ১০ পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত। এক সময় মহাস্থানগড় ১২ গ বাংলার রাজধানী ছিল। যিশুখ্রিষ্টের জন্মেরও আগে ১৩ খ অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য ১৪ ঘ জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিকভাবেই তার ১৫ খ প্রমাণ মিলেছে। ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।
ভারত
পাকিস্তান
বাংলাদেশ
থাইল্যান্ড
1742. কোন বানানটি শুদ্ধ?
সঠিক বানানটি হলো পিপীলিকা, যার অর্থ পিঁপড়া।
পিপীলিকা
পিপিলিকা
পিপিলীকা
পিপীলীকা
1743. সাধারণ Aluminium জানালার কাঁচের মাপ বা Thickness কত?
বসতবাড়িতে ব্যবহৃত অ্যালুমিনিয়াম জানালার গ্লাসের পুরুত্ব ৫-১০ মিমি হয়ে থাকে। তবে সাধারণত ৫ মিমি অথবা ৬ মিমি পুরুত্বের গ্লাস ব্যবহার করা হয়।
3 mm
4 mm
5 mm
8 mm
1744. 'নেই আঁকড়া' বাগধারাটির অর্থ-
দলপতি
একগুঁয়ে
কপট ব্যক্তি
সৎ মানুষ
1745. Which of the following is spelt incorrectly?
উপরের Answer অপশনগুলোর সঠিক spelling ৩টি। কিন্তু প্রশ্নে বলা হয়েছে কোন spelling-টি ভুল আর তার কোনটির অর্থ নেই। এই দৃষ্টিকোণে (গ) bourgeois শব্দটির অর্থ নেই। তাই (গ) উত্তরটি সঠিক।
aggravation
air freshner
bourgeois
maintenance
1746. 'তোমাকে অভিবাদন, বাংলাদেশ' কে বাংলাদেশকে অভিবাদন জানিয়েছেন?
আল মাহামুদ
সৈয়দ শামসুল হক
সৈয়দ আলী আহসান
সুকান্ত ভট্টাচার্য
1747. 'ইউসুফ জোলায়খা'র কাহিনী কাব্য কোন কবি লিখেছেন?
ব্যাখ্যাঃ পনেরো শতকে শাহ মুহম্মদ সগীর ইউসুফ জোলেখা'র কাহিনী কাব্য রচনা করেন। এটি একটি বাংলা রোমান্টিক কাব্য।
শাহ মুহাম্মদ সগীর
দৌলত উজীর বাহারাম খাঁ
আব্দুল করিম খোন্দকার
মুহম্মদ উজীর আলী
1748. বাংলাদেশের আবহাওয়া হলো-
বাংলাদেশে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এখানে বর্ষাকাল, যার ফলে প্রায় প্রতিদিন প্রচণ্ড ভারী বৃষ্টিপাত এবং ঝড়-বাতাসসহ আবহাওয়ায় গরম এবং আর্দ্র (Humed) থাকে, যদিও নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত স্বল্প শুকনো মৌসুম খুব উষ্ণ (Warm) এবং আকাশ মোটামুটি পরিষ্কার থাকে।
ট্রপিক্যাল
ওয়ার্ম-হিউমিড
শুষ্ক
শীতল
1749. Please, stop - so many mistakes.
উপরের বাক্যটির শূন্যস্থানে সঠিক উত্তর হবে- making. কারণ, Imperative sentence-এর মূল verb-এর পরের word-টি present participle আকারে হবে।
to make
make
making
makes
1750. He got too tired - over work.
Because of দ্বারা কারণ বুঝায়। He got too tired because of over work. বাক্যটির অর্থ হলো-অতিরিক্ত পরিশ্রমের কারণে/ফলে সে খুবই ক্লান্ত হয়ে পড়লো।
because of
on
because off
for
1751. Choose the correct sentence:
Cows are sold dear
He gave me many good advices
They want your reply
I live here for five days
1752. বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
ব্যাখ্যাঃ বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরও কয়েকটি উপন্যাস হলো দুর্গেশনন্দিনী, কপাল কুন্ডলা, রজনী, রাজসিংহ, কৃষ্ণকান্তের উইল
স্বর্ণলতা
বিষবৃক্ষ
নৌকাডুবি
গৃহদাহ
1753. চন্দ্রাবতী কে?
চন্দ্রাবতী ষোড়শ শতাব্দীর কবি এবং বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি মহিলা কবি। এই বিদূষী নারী অন্যান্য কাব্য ছাড়াও পিতার আদেশে বাংলা ভাষায় রামায়ন রচনা করেছিলেন।
পদ্মাবতী' কাব্যের চরিত্র
বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার
'কঙ্কাবতী' নাটকের চরিত্র
বাংলা সাহিত্যের প্রথম নারীকবি
1754. 'লোকে বলে, বলে রে ঘরবাড়ি ভালা না আমার' চরণটির রচয়িতা কে?
লালন শাহ
মদন বাউল
পাগলা কানাই
হাসন রাজা
1755. বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত?
বরেন্দ্র ভূমি হলো বেঙ্গল বেসিনের বৃহত্তম প্লাইস্টোসিন যুগের ফিজিওগ্রাফিক ইউনিট। এটি বাংলাদেশের রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চল নিয়ে গঠিত।
উত্তর
দক্ষিণ
পূর্ব
পশ্চিম
1757. Identify the correct singular form:
Agenda এর plural form হবে agendum. Modern grammarian-রা এটার Plural করেন agendas লিখে। Lice শব্দটি singular noun হবে louse, alumnus-এর singular noun হবে alumna এবং antennae-এর singular form হবে antenna.
lice
agenda
alumnus
antennae
1758. Please, do not laugh those beggars.
কাউকে অবজ্ঞা করা, ছোট ভাবা অর্থে laugh at phrase-টি ব্যবহৃত হয়।
for
against
at
from
1759. রক্ত তঞ্চনে (Blood Coagulation) সাহায্য ৬৬ করে কোন খনিজ মৌল?
ক্যালসিয়াম
ম্যাগনেশিয়াম
সালফার
ফসফরাস