মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন ১০ পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত। এক সময় মহাস্থানগড় ১২ গ বাংলার রাজধানী ছিল। যিশুখ্রিষ্টের জন্মেরও আগে ১৩ খ অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য ১৪ ঘ জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিকভাবেই তার ১৫ খ প্রমাণ মিলেছে। ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।
1745. Which of the following is spelt incorrectly?
উপরের Answer অপশনগুলোর সঠিক spelling ৩টি। কিন্তু প্রশ্নে বলা হয়েছে কোন spelling-টি ভুল আর তার কোনটির অর্থ নেই। এই দৃষ্টিকোণে (গ) bourgeois শব্দটির অর্থ নেই। তাই (গ) উত্তরটি সঠিক।
বাংলাদেশে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এখানে বর্ষাকাল, যার ফলে প্রায় প্রতিদিন প্রচণ্ড ভারী বৃষ্টিপাত এবং ঝড়-বাতাসসহ আবহাওয়ায় গরম এবং আর্দ্র (Humed) থাকে, যদিও নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত স্বল্প শুকনো মৌসুম খুব উষ্ণ (Warm) এবং আকাশ মোটামুটি পরিষ্কার থাকে।
চন্দ্রাবতী ষোড়শ শতাব্দীর কবি এবং বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি মহিলা কবি। এই বিদূষী নারী অন্যান্য কাব্য ছাড়াও পিতার আদেশে বাংলা ভাষায় রামায়ন রচনা করেছিলেন।
Agenda এর plural form হবে agendum. Modern grammarian-রা এটার Plural করেন agendas লিখে। Lice শব্দটি singular noun হবে louse, alumnus-এর singular noun হবে alumna এবং antennae-এর singular form হবে antenna.