হায়া সোফিয়া' পৃথিবীর এক অনন্য স্থাপত্য কর্মটি দাঁড়িয়ে আছে তুরস্কের ইস্তাম্বুল শহরে। বসফরাস প্রণালি দ্বারা বিভাজিত ইস্তাম্বুল শহরটি যুক্ত করেছে এশিয়া ও ইউরোপ দুটি মহাদেশকে। এই ইস্তাম্বুল শহরেরই ইউরোপ অংশে অবস্থান করছে প্রাচীন বাইজেন্টাইন শাসনামলের এ অনন্য স্থাপনাটি।
1711. বিনত বিবির মসজিদ কোন স্থাপত্য শৈলীর অন্তর্গত?
ঢাকা নারিন্দা পুলের উত্তর দিকে অবস্থিত এই মসজিদটির গায়ে উৎকীর্ণ শিলালিপি অনুসারে ৮৬১ হিজরি সালে অর্থাৎ ১৪৫৭ খ্রিষ্টাব্দে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের শাসনামলে তার কন্যা মুসাম্মাত বখত বিনত বিবি এটি নির্মাণ করেন।