Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1661. বাংলা ভাষায় কয় প্রকারের উপসর্গ আছে?
ব্যাখ্যাঃ বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথাঃ (ক) খাঁটি বাংলা উপসর্গ, (খ) সংস্কৃত উপসর্গ ও (গ) বিদেশি উপসর্গ।
দুই প্রকার
চার প্রকার
পাঁচ প্রকার
তিন প্রকার
1662. 'অচলা' কোন উপন্যাসের চরিত্র?
ব্যাখ্যাঃ অচলা' উপন্যাসটি মাসিক 'ভারতবর্ষ' পত্রিকায় প্রকাশিত হয়। চরিত্র মহিম, সুরেশ, অচলা প্রভৃতি।
দত্তা
দেনা পাওনা
চরিত্রহীন
গৃহদাহ
1663. 'সবুজপত্র' পত্রিকা বাংলা সাহিত্যে কোন ভাষারীতির প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে?
ব্যাখ্যাঃ প্রমথ চৌধুরীর সম্পাদনার ১৯১৪ সালে মাসিক 'সবুজপত্র' প্রকাশিত হয়। সাধু গদ্যরীতির পরিবর্তে চলিত গদ্যরীতি প্রচলনের মাধ্যমে বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম। সাহিত্যজগতে এই পত্রিকা 'সবুজপত্র গোষ্ঠী' তৈরি করে।
সাধু ভাষা
উপভাষা
চলিত ভাষা
আঞ্চলিক ভাষা
1664. ভারতচন্দ্র রায়গুণকর কোন কাব্য রচনা করেছেন?
ব্যাখ্যাঃ অন্নদামঙ্গল রায়ণাকর ভারতচন্দ্র রচিত একটি মঙ্গলকাব্য। কাব্যটি দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য্যব্যঞ্জক। ১৭৫২ খ্রিষ্টাব্দে ভারতচন্দ্র এই কাব্য রচনা করেছিলেন। ভারতচন্দ্রের পৃষ্ঠপোষক নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় বাংলায় প্রতিমায় দেবী অন্নপূর্ণার পূজা প্রচলন করেন।
অভয়া মঙ্গল
অন্নদা মঙ্গল
শিব মঙ্গল'
চণ্ডী মঙ্গল
1665. বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি হচ্ছে-
ব্যাখ্যাঃ বাঙালি মুসলমান কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কবি শাহ মুহম্মদ সগীর। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৯৩-১৪০৯ খ্রি.) 'ইউসুফ-জুলেখা' প্রণয়োপাখ্যান (কাব্যগ্রন্থ) রচনা করেন।
দৌলত উজির বাহরাম খান
আলাওল
শাহ মুহাম্মদ সগীর
দৌলত কাজী
1666. 'কলম' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
আরবি
ফারসি
তুর্কি
ফরাসি
1668. স্বাগত' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
সু + আগত
স্ব+ আগত
সা + আগত
সৃ+ আগত
1669. 'পহেলা' কোন ধরণের শব্দ?
সংখ্যা বাচক
গণনা বাচক
পূরণ বাচক
তারিখ বাচক
1670. 'চন্দ্র' কোন শব্দের উদাহরণ?
তৎসম
তদ্ভব
দেশি
বিদেশি
1671. কোনটি বিরাম চিহ্ন নয়?
বাংলা ভাষায় বিরাম চিহ্নগুলো হলো- (,) কমা, (:) কোলন, (;) সেমিকলন, (।) দাঁড়ি, (-) হাইফেন, (?) প্রশ্নবোধক চিহ্ন ইত্যাদি, (ঃ) বিসর্গ এটি একটি ব্যঞ্জন বর্ণ।
-
,
:
;
1673. 'কাদম্বিনী' শব্দের অর্থ কি?
ব্যাখ্যাঃ কাদম্বিনী (বিশেষ্য পদ) মেঘমালা (যাহার অনুগামী রূপে কদম্ব পুষ্প বিকসিত হয়)।
নদী
হীত কামনা
মেঘমালা
বলহীনা
1674. কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধ ভিত্তিক?
ব্যাখ্যাঃ হাঙর নদী গ্রেনেড বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক সেলিনা হোসেন রচিত একটি বাংলা ভাষার উপন্যাস। উপন্যাসটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কালের যশোরের কালীগঞ্জ গ্রামের এক মায়ের
ক্রীতদাসের হাসি
হাঙর নদী গ্রেনেড
আব্দুল্লাহ
লালসালু
1675. ষাট গম্বুজ মসজিদ কোন স্থাপত্য শৈলীতে নির্মিত?
ষাট গম্বুজের মসজিদের গম্বুজ সংখ্যা ৮১টি। সাত লাইনে ১১টি করে ৭৭টি এবং চার কোণায় ৪টি মোট ৮১টি। কালের বিবর্তনে লোকমুখে ৬০ গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায়।
হিন্দু রীতি
মোঘল
সুলতানি
আধুনিক
1676. 'বই পড়া' প্রবন্ধটি কার লেখা?
ব্যাখ্যাঃ 'বই পড়া' প্রবন্ধের রচয়িতা প্রমথ চৌধুরী তাঁর রচনায় আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থার নানা ত্রুটিপূর্ণ দিক তুলে ধরেছেন। তাঁর মতে, স্কুল-কলেজ থেকে প্রাপ্ত শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা নয়। এই শিক্ষার পূর্ণতা প্রাপ্তি হয় ব্যাপকভাবে বিভিন্ন স্বাদের বই পড়ে। আর বই পড়ার অভ্যাস তৈরি করার জন্য প্রয়োজন লাইব্রেরির।
রবীন্দ্রনাথ ঠাকুর
মোতাহের হোসেন চৌধুরী
প্রমথ চৌধুরী
হায়াত মাহমুদ
1677. প্রথম বাংলা সাময়িক পত্র কোনটি?
ব্যাখ্যাঃ দিগদর্শন (বাংলা) বঙ্গভূমি থেকে প্রকাশিত বাংলা ভাষায় প্রথম সাময়িকী ছিল। এটি একটি মাসিক পত্রিকা ছিল।
বেঙ্গল গেজেট
দিগদর্শন
বঙ্গদূত
সমাচার দর্পণ
1678. 'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি' এটি কোন ধরণের বাক্য?
সরল বাক্য
মিশ্র বাক্য
যৌগিক বাক্য
বৈপরিত্যমূলক বাক্য
1679. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-
ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বা ক্রিয়ামূল বলে। ধাতু তিন প্রকার। যথা-১। মৌলিক ধাতু, ২। সাধিত ধাতু, ৩। যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু।
প্রত্যয়
ধাতু
অনুসর্গ
বিভক্তি
1680. কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি?
ব্যাখ্যাঃ কাজী নজরুল ইসলাম (২৪ মে, ১৮৯৯ - ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।
১১ জ্যৈষ্ঠ
১২ ভাদ্র
২২ শ্রাবণ
২৫ বৈশাখ