242. ACI Code অনুযায়ী Reinforced concrete beam এ steel reinforcement এর minimum clear cover কত-
তথ্য: কোড অনুযায়ী কনক্রিটের নূন্যতম কভারিং নিম্নরূপ: ১. স্ল্যাব এবং দেয়ালের জন্য মুক্ত কভারিং সেমি = ইঞ্চি ২. বীম এবং কলামের ক্ষেত্রে মুক্ত কভারিং = সেমি = ১.৫ ইঞ্চি। সঠিক উত্তর: (c) 1.5 inch
247. দুটি সম স্প্যান বিশিষ্ট continuous slab এর প্রত্যেক span-এ center এর নিকট সর্বোচ্চ bending moment হবে-
তথ্য: প্রশ্ন দেখে নিশ্চই ভয় পেয়েছেন। এ গুলোকে বলে গুগলি টাইপের প্রশ্ন। মূল ব্যাপার হলো- দুটি সম স্প্যান বিশিষ্ট continuous slab কে বলে আংশিক অবিচ্ছিন্ন বীম। যার প্রত্যেক WL span এ সর্ব্বোচ্চ bending moment = হবে WL²/10.
সঠিক উত্তর: B
নোট: দুটি না বলে যদি ৩টি স্প্যান বলতো তবে পুরোপুরি
অবিচ্ছিন্ন বীম হিসাবে সর্ব্বোচ্চ moment WL²/12 হতো।
252. The liquid limit minus plastic is termed as (লিকুইড লিমিট হতে প্লাস্টিক লিমিট বিয়োজনকে বলে -)
তথ্য: প্লাস্টিকতা সূচক মাটির নমুনা মুকনো ওজনের শতাংশে প্রকাশ করা হয়। এটি আদ্রতার পরিসরের আকার দেখায় যেখানে মাটি প্লাস্টিক থাকে। সাধারণভাবে প্লাস্টিকতা সূচক শুধুমাত্র উপস্থিত কাদামাটির পরিমানের উপর নির্ভর করে।
লিকিইড লিমিট হতে প্লাস্টিক লিমিট বিয়োজনকে
plasticity index বলে।
উত্তর: (b)
তথ্য: সিমেন্টের যেকোন property নির্ণয় করার জন্য করা প্রথম পরীক্ষাটি consistency test যা ২৭ থেকে ২৯ এর মধ্যে থাকে। সিমেন্টের সব থেকে প্রয়োজনীয় টেস্ট হলো setting time Compressive strength। কনক্রিন্ট এবং মার্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট। Tensile strength হলো রডের সবচেয়ে প্রয়োজনীয় টেস্ট।
সঠিক উত্তর: (d)