1369. একটি-বাঁধের উপরি গ্রন্থ ৬মি, উচ্চতা ২মি এবং ঢাল ১: ২ হলে বাঁধের নিচের প্রস্থ কত?
note: একটি বাঁধের উপরি প্রন্থ 16m, উচ্চতা 2m এবং ঢাল 1:2 হলে বাঁধের নিচের গ্রন্থ কত- 24m.
উত্তর সহ কয়েকটি অনুরুপ অরুত্বপুন প্রশ্ন
1. একটি বাঁধের উপরি প্রস্থ 16 m, উচ্চতা 2m এবং ঢাল 1:2 হলে বাঁধের নিচের প্রন্থ কত - 24m.
2. যে তল বরাবর রাস্তার মাটি খনন ও ভরাট করা হয় তাকে বলে গঠন তল।
3. রাস্তার পার্শ্বে ঘাসের চাপড়া বসানো হলে তাকে বলে টার্ফ।
4. মাটির ভাঙ্গন ও শিয়ার প্রতিরোধের জন্য যে কোণে তীর্যকভাবে তৈরি করা হয় তাকে বলে পার্শ্বটাল।
5. স্বাভাবিকভাবে মাটির স্তুপের পার্শ্বতল আনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলে স্থিরতা কোণ / Angle of repose.
6. 1:2 পার্শ্বটালের 2 দ্বারা কি বুঝায় - অনুভূমিক দৈর্ঘ্য।
7. 120 m দৈর্ঘ্যের একটি রাস্তার পার্শ্বঢাল 1.5:1 এবং উচ্চতা 3 m হলে টার্ফের কাজের পরিমাণ কত- 1298 m^2.