3266. পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে ভিজা তলের পরিসীমা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায়, তাকে হাইড্রলিক-
ব্যাখ্যা: হাইড্রোলিক গড় গভীরতা: চ্যানেল বা নালার ভেজা অংশের ক্ষেত্রফল এবং ভেজা পরিসীমার অনুপাতকে হাইড্রোলিক গড় গভীরতা বলে। একে হাইড্রোলিক ব্যাসার্ধও বলে। চেজির সূত্রে
একে m এবং ম্যানিং-এর সূত্রে একে R দ্বারা প্রকাশ করা হয়।
ব্যাখ্যা: বোর্ডার মাউথপিস/অভ্যন্তরীণ মাউথপিস: এটি ফরাসি গণিতজ্ঞ এবং প্রকৌশলী চার্লস বোর্ড টিউবের মাধ্যমে পানির প্রবাহের উপর অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা করেন। তার নামানুসারে এ মাউথপিস এর নাম রাখা হয় বোর্ডের মাউথপিস। এ মাউথপিস দুই প্রকার, যথা-
(i) প্রবাহমুক্ত মাউথপিস
(ii) প্রবাহপূর্ণ মাউথপিস।
3270. ভেনাকন্ট্রাক্টাতে জেটের প্রকৃত গতিবেগ ও কাল্পনিক গতিবেগকে বলা হয়-
ব্যাখ্যা: ভেনা কন্ট্রাক্টতে জেটের প্রকৃত গতিবেগ ও কল্পনিক গতিবেগের অনুপাতকে বেগের সহগ বলে।
বেগের সহগ (Cv) = ভেনা কন্ট্রাক্টাতে প্রকৃত বেগ/কাল্পনিক বেগ
এর মান 0.95 হতে 0.995 পর্যন্ত হয়। এর গড় মান= 0.971
ব্যাখ্যা। অবস্থান অনুযায়ী মাউথপিস দুই প্রকার, যথা-
(i) অভ্যন্তরীণ মাউথপিস: এটি অরিফিসের ভিতরের দিকে সংযুক্ত থাকে। একে বোর্ডার মাউথপিস/পুনপ্রবেশ মাউথপিসও বলা হয়।
(ii) বাহ্যিক মাউথপিস। এ ধরনের মাউথপিস অরিফিস/ বহিঃদেওয়ালে সংযুক্ত করা হয়।
3273. তরল পদার্থ প্রবাহের সময় যে শক্তি অপচয় হয়, তাকে বলে-
ব্যাখ্যা: প্রবহমান তরলের গতিপথ, ঘর্ষণ, ব্যাস, দিক পরিবর্তন বাধাজনিত কারণে শক্তির যে অপচয় হয়, তাকে হেডলস বলে। একে তরলের Velocity head দ্বারা প্রকাশ করা হয়।
3277. তরলের আয়তনকে প্রবাহের হার দ্বারা ভাগ করে পাওয়া যায়-
ব্যাখ্যা: প্রবাহের হারঃ একক সময়ে কোনো সেকশন দিয়ে অতিক্রান্ত তরলের পরিমাণকে বুঝায়। একে θ দ্বারা প্রকাশ করা হয়।
প্রবাহের হার = প্রবাহের আয়তন /একক সময়
θ = V/7
V/θ =T