Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
3301. নিচের কোনটি প্রবাহের বেগ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়?[MOLE-19]
ব্যাখ্যা: নদী বা স্রোতস্বিনীর পানি প্রবাহের পরিমাণ নির্ণয়ের জন্য Current মিটার ব্যবহার করা হয়। এটি পানি প্রবাহের মুখোমুখি কোনো রশি বা রডের সাথে আটকাতে হয়, যাতে পানির প্রবাহ মিটারের উপর দিয়ে যেতে পারে।
কারেন্টমিটার
ম্যানোমিটার
ব্যারোমিটার
থার্মোমিটার
3302. পানির চাপমান যন্ত্রে পারদ ব্যবহৃত হয় কারণ-
ব্যাখ্যা: ম্যানোমিটারে পানির চাপ মাপার জন্য ভারী পদার্থ হিসেবে পারদ ব্যবহৃত হয়। কারণ অন্যান্য ভারী পদার্থের তুলনায় এর ঘনত্ব বেশি। পারদ পানি অপেক্ষা 13.6 গুণ ভারী, যার জন্য এর সাহায্যে উচ্চ চাপ মাপা সুবিধাজনক।
রং কালো হওয়ায় পাঠ সহজ
চাপে সহজে সংকুচিত হয় না
ঘনত্ব বেশি
পানির সাথে মিশে না
3303. তরল পদার্থ সরলপথে ও মসৃণ পাইপ দিয়ে প্রবাহিত হলে শুধু বাধাপ্রাপ্ত হয়-
তরল পদার্থ সরল ও মসৃণ পাইপ দিয়ে প্রবাহিত হলে তরলে প্রতিরোধী বলই ক্রিয়া করে, যা তরল পদার্থের অণুসমূহের আকর্ষণের জন্য হয়ে থাকে। শুধু সান্দ্রতা অর্থাৎ তরলের দুটি তলে অনুভূত শিয়ার পীড়ন
ভিসকোসিটি
ওজনের জন্য
গায়ে লাগে
সব কয়টি
3304. তরল পদার্থের গড় পার্শ্বচাপ পাত্রের তলদেশের চাপের-
অর্ধেক
দ্বিগুণ
সমান
তিনগুণ
3305. পানি প্রবাহের গতিবেগ নির্ণয়ের পদ্ধতি কয়টি? [BBA-19]
১টি
২টি
৩টি
৪টি
কোনোটিই নয়
3306. একটি হাইড্রোলিক প্রেসের রমের ব্যাস 40cm ও লিভারেজ 1: 10; যদি 600kg উত্তোলন করতে 0.5kg বল প্রয়োগ করতে হয় তবে প্লাজারের ব্যাস কত হবে?
ব্যাখ্যা: F_1/(A_1x) = F_2/(A_2y) = 0.50 / π/(4 ) x d^2 x 1 = 600 / π/(4 ) x 〖40〗^2 x 10 AZGe , d = 3.65 cm
1.65cm
2.65cm
3.65cm
4.65cm
3307. H গভীরতায় তরল পদার্থের চাপ-
ব্যাখ্যা: আমরা জানি, তরলের চাপ= তরলের আপেক্ষিক ওজন x তরলের গভীরতা P=ωH H= P /ω
W/P
PW
ρ/ω
P/R
3308. ইনটেনসিটি অব প্রেসারের সূত্র-
ব্যাখ্যা: চাপের তীব্রতা: তরলের অভ্যন্তরে একক ক্ষেত্রের উপর যে চাপ প্রযুক্ত হয়, তাকে চাপের তীব্রতা বলে। ধরি, H = তরলের গভীরতা। ω= তরলের আপেক্ষিক ওজন। .. পাত্রের তরলের আয়তন = AXH এবং পাত্রে তরলের ওজন= AxHxω .: চাপের তীব্রতা = তরলের ওজন/ পাত্রের তলদেশের ক্ষেত্রফল ρ=(ωAH)/A= ωH
P = WH
P=WH’
ρ=ωH
P=mh
3309. দীর্ঘ জ্যা থেকে অফসেট নিয়ে বাঁক সংস্থাপন করা হয়-[BBA-19]
ব্যাখ্যা: দীর্ঘ জ্যা-এর মধ্যবিন্দু হতে উভয় পার্শ্বে সমদূরত্বে অফসেট নিয়ে বাঁক সংস্থাপন করা হয়ে থাকে। এটি সাধারণত রোড কার্ডের জন্য করা হয়।
প্রধান রেলপথে
শাখা রেলপথে
রোড কার্ডে
গুরুত্বপূর্ণ সড়কে
3310. চাপের তীব্রতা তরল পদার্থের গভীরতার-
চাপের তীব্রতা: তরলের অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত চাপকে চাপের তীব্রতা বলে। মূলত চাপ এবং চাপের তীব্রতা একই। মোট চাপ (P) চাপের তীব্রতা = ক্ষেত্রফল (A) চাপের তীব্রতার ধর্ম: (i) তরলের সকল বিন্দুতে চাপের তীব্রতা সমান। (ii) চাপের তীব্রতা তরলের উচ্চতা বা গভীরতার সমানুপাতিক। অর্থাৎ, গভীরতা বাড়ার সাথে সাথে চাপের তীব্রতাও বাড়বে। (iii) যে-কোনো তরল পদার্থের উপরিতলে চাপের তীব্রতা শূন্য এবং তলদেশে সর্বাধিক। (iv) একই অনুভূমিক সরল রেখায় সকল বিন্দুতে চাপের তীব্রতা সমান। .: সঠিক উত্তর: (গ)।
ব্যস্তানুপাতিক
গুণানুপাতিক
সমানুপাতিক
সবগুলো
3311. অতি উচ্চ চাপ মাপার জন্য কী গেজ ব্যবহার করা হয়?
ব্যাখ্যা: বার্ডন টিউব প্রেসার গেজ। বাতাসের চাপ হতে কম বা বেশি চাপ নির্ণয়ের জন্য এটি ব্যবহৃত হয়। এ গেজের মূলনীতি হলো, যেহেতু প্রবাহী সকল দিকে সমান চাপ দেয় সেহেতু বার্ডনস টিউবের ভেতরে সমপরিমাণ চাপ প্রযুক্ত হবে। বাইরের প্রবাহীর চাপ বৃদ্ধিতে টিউবের ভিতরের চাপও সমপরিমাণে বৃদ্ধি পায়।
পিজোমিটার
স্টেটিক
বার্ডন টিউব
কোনোটিই নয়
3312. মুক্ততলে তরল পদার্থের চাপের তীব্রতা-
ব্যাখ্যা : চাপের তীব্রতা: তরলের অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত চাপকে চাপের তীব্রতা বলে। মূলত চাপ এবং চাপের তীব্রতা একই। চাপের তীব্রতা=মোট চাপ (P) /ক্ষেত্রফল (A) চাপের তীব্রতার ধর্ম: (i) তরলের সকল বিন্দুতে ১৮ চাপের তীব্রতা সমান। (ii) চাপের তীব্রতা তরলের উচ্চতা বা গভীরতার সমানুপাতিক। অর্থাৎ, গভীরতা বাড়ার সাথে সাথে চাপের তীব্রতাও বাড়বে। (iii) যে-কোনো তরল পদার্থের উপরিতলে চাপের তীব্রতা শূন্য এবং তলদেশে সর্বাধিক। (iv) একই অনুভূমিক সরল রেখায় সকল বিন্দুতে চাপের তীব্রতা সমান।
বেশি
কম
শূন্য
সমান
3313. কোন ম্যানোমিটারের উভয় প্রান্ত পাইপের সাথে সংযুক্ত থাকে?
ব্যাখ্যা: ডিফারেনশিয়াল ম্যানোমিটার: এই পাইপ দ্বারা একই পাইপের দুই বিন্দুর মধ্যে অথবা দুইটি ভিন্ন পাইপের মধ্যে চাপের পার্থক্য নির্ণয় করা হয়। একটি পাইপের চাপের পরিমাণ জানা থাকলে অন্য পাইপের চাপের পরিমাণ এর সাহায্যে নির্ণয় করা যায়। ডিফারেনশিয়াল ম্যানোমিটার ভারী তরল পদার্থধারী একটি।' U আকৃতির নল দিয়ে গঠিত।
পিজোমিটার
সরল ম্যানোমিটার
মেনো ম্যানোমিটার
ডিফারেনশিয়াল
3314. Open channel-এ flow কখন sub-critical হয়? (Fr = Froude number) (MOCA-19]
Fr < 1
Fr = 1
Fr> 1
Fr> 2
3315. অল্প চাপ সূক্ষ্মভাবে পরিমাপ করতে ব্যবহার করা হয়-
ব্যাখ্যা: সঠিক উত্তর অপশনে নেই। সঠিক উত্তর: ইনভারটেড ডিফারেনশিয়াল ম্যানোমিটার : উল্টাভাবে সংযুক্ত ডিফারেনশিয়াল ম্যানোমিটারকে ইনভার্টেট ডিফারেনশিয়াল ম্যানোমিটার বলে, যা কেবল কম চাপের পার্থক্য সূক্ষ্মভাবে পরিমাপে ব্যবহৃত হয়। এ ছাড়াও ডেড ওয়েট প্রেসার গেজ দিয়েও অতি সূক্ষ্ম ও সঠিকভাবে চাপ পরিমাপ করা হয়। পিজোমিটার: এর সাহায্যে মডারেট প্রেসার / মিডিয়াম প্রেসার মাপা যায়।
পিজোমিটার
ইউটিউব
বার্ডন টিউব
ম্যানোমিটার
3316. নিচের কোনটি বেশি সংকুচিত হয়?
আমরা জানি, চাপে অন্যান্য পদার্থের চেয়ে গ্যাসের সংকোচন সবচেয়ে বেশি হয়।
গ‌্যাস
তৈল
পানি
কেরোসিন
3317. সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ-
ব্যাখ্যা: সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের গড় চাপ প্রতি বর্গ সেমি- তে 1.033kg. যা পানির 10.336m ও পারদের 76cm উচ্চতার সমান।
10.33 kg/cm²
1.033 kg/cm²
1.03 kg/cm²
10.3 kg/cm²
3318. চাপ তরল সংলগ্ন পাত্রের ওপর কীভাবে ক্রিয়া করে?
আড়াআড়ি
লম্বভাবে
সমান্তরাল
সব কয়টি
3319. Hydraulic radius-এর সংজ্ঞা কী? [MOCA-19]
ব্যাখ্যা: ওপেন চ্যানেলের ক্ষেত্রফল (A) এবং ভিজা পরিসীমার (P) অনুপাতকে হাইড্রোলিক রেডিয়াস বা হইড্রোলিক গড় গভীরতা বলে। হাইড্রোলিক রেডিয়াম, R = A/(P )।
Wetted area / Wetted perimeter
Wetted perimeter / Wetted area
Total area / Wetted perimeter
Wetted perimeter / Depth of channel
3320. পিজোমিটার টিউবের নির্ণয় অসুবিধা হলো-
ব্যাখ্যা: পিজোমিটার একটি সহজ ধরনের টিউব গেজ। এটি শুধুমাত্র স্টেটিক প্রেসার পজেটিভ (+ve) চাপ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়।
পজিটিভ প্রেসার
গেজ প্রেসার
নেগেটিভ প্রেসার
স্টেটিক প্রেসার