3301. নিচের কোনটি প্রবাহের বেগ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়?[MOLE-19]
ব্যাখ্যা: নদী বা স্রোতস্বিনীর পানি প্রবাহের পরিমাণ নির্ণয়ের জন্য Current মিটার ব্যবহার করা হয়। এটি পানি প্রবাহের মুখোমুখি কোনো রশি বা রডের সাথে আটকাতে হয়, যাতে পানির প্রবাহ মিটারের উপর দিয়ে যেতে পারে।
ব্যাখ্যা: ম্যানোমিটারে পানির চাপ মাপার জন্য ভারী পদার্থ হিসেবে পারদ ব্যবহৃত হয়। কারণ অন্যান্য ভারী পদার্থের তুলনায় এর ঘনত্ব বেশি। পারদ পানি অপেক্ষা 13.6 গুণ ভারী, যার জন্য এর সাহায্যে উচ্চ চাপ মাপা সুবিধাজনক।
3303. তরল পদার্থ সরলপথে ও মসৃণ পাইপ দিয়ে প্রবাহিত হলে শুধু বাধাপ্রাপ্ত হয়-
তরল পদার্থ সরল ও মসৃণ পাইপ দিয়ে প্রবাহিত হলে তরলে প্রতিরোধী বলই ক্রিয়া করে, যা তরল পদার্থের অণুসমূহের আকর্ষণের জন্য হয়ে থাকে। শুধু সান্দ্রতা অর্থাৎ তরলের দুটি তলে অনুভূত শিয়ার পীড়ন
চাপের তীব্রতা: তরলের অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত চাপকে চাপের তীব্রতা বলে। মূলত চাপ এবং চাপের তীব্রতা একই।
মোট চাপ (P)
চাপের তীব্রতা = ক্ষেত্রফল (A)
চাপের তীব্রতার ধর্ম: (i) তরলের সকল বিন্দুতে চাপের তীব্রতা সমান।
(ii) চাপের তীব্রতা তরলের উচ্চতা বা গভীরতার সমানুপাতিক। অর্থাৎ, গভীরতা বাড়ার সাথে সাথে চাপের তীব্রতাও বাড়বে। (iii) যে-কোনো তরল পদার্থের উপরিতলে চাপের তীব্রতা শূন্য এবং তলদেশে সর্বাধিক।
(iv) একই অনুভূমিক সরল রেখায় সকল বিন্দুতে চাপের তীব্রতা সমান।
.: সঠিক উত্তর: (গ)।
3311. অতি উচ্চ চাপ মাপার জন্য কী গেজ ব্যবহার করা হয়?
ব্যাখ্যা: বার্ডন টিউব প্রেসার গেজ। বাতাসের চাপ হতে কম বা বেশি চাপ নির্ণয়ের জন্য এটি ব্যবহৃত হয়। এ গেজের মূলনীতি হলো, যেহেতু প্রবাহী সকল দিকে সমান চাপ দেয় সেহেতু বার্ডনস টিউবের ভেতরে সমপরিমাণ চাপ প্রযুক্ত হবে। বাইরের প্রবাহীর চাপ বৃদ্ধিতে টিউবের ভিতরের চাপও সমপরিমাণে বৃদ্ধি পায়।
ব্যাখ্যা : চাপের তীব্রতা: তরলের অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত চাপকে চাপের তীব্রতা বলে। মূলত চাপ এবং চাপের তীব্রতা একই।
চাপের তীব্রতা=মোট চাপ (P) /ক্ষেত্রফল (A)
চাপের তীব্রতার ধর্ম:
(i) তরলের সকল বিন্দুতে ১৮ চাপের তীব্রতা সমান।
(ii) চাপের তীব্রতা তরলের উচ্চতা বা গভীরতার সমানুপাতিক। অর্থাৎ, গভীরতা বাড়ার সাথে সাথে চাপের তীব্রতাও বাড়বে।
(iii) যে-কোনো তরল পদার্থের উপরিতলে চাপের তীব্রতা শূন্য এবং তলদেশে সর্বাধিক।
(iv) একই অনুভূমিক সরল রেখায় সকল বিন্দুতে চাপের তীব্রতা সমান।
3313. কোন ম্যানোমিটারের উভয় প্রান্ত পাইপের সাথে সংযুক্ত থাকে?
ব্যাখ্যা: ডিফারেনশিয়াল ম্যানোমিটার: এই পাইপ দ্বারা একই পাইপের দুই বিন্দুর মধ্যে অথবা দুইটি ভিন্ন পাইপের মধ্যে চাপের পার্থক্য নির্ণয় করা হয়। একটি পাইপের চাপের পরিমাণ জানা থাকলে অন্য পাইপের চাপের পরিমাণ এর সাহায্যে নির্ণয় করা যায়। ডিফারেনশিয়াল ম্যানোমিটার ভারী তরল পদার্থধারী একটি।' U আকৃতির নল দিয়ে গঠিত।
3315. অল্প চাপ সূক্ষ্মভাবে পরিমাপ করতে ব্যবহার করা হয়-
ব্যাখ্যা: সঠিক উত্তর অপশনে নেই।
সঠিক উত্তর: ইনভারটেড ডিফারেনশিয়াল ম্যানোমিটার :
উল্টাভাবে সংযুক্ত ডিফারেনশিয়াল ম্যানোমিটারকে ইনভার্টেট ডিফারেনশিয়াল ম্যানোমিটার বলে, যা কেবল কম চাপের পার্থক্য সূক্ষ্মভাবে পরিমাপে ব্যবহৃত হয়। এ ছাড়াও ডেড ওয়েট প্রেসার গেজ দিয়েও অতি সূক্ষ্ম ও সঠিকভাবে চাপ পরিমাপ করা হয়।
পিজোমিটার: এর সাহায্যে মডারেট প্রেসার / মিডিয়াম প্রেসার মাপা যায়।