Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
3481. ভূ-আলোকচিত্র জরিপের ধাপ কয়টি?
-আলোকচিত্র জরিপে সরজমিনে তিনটি কার্যাদি সম্পন্ন হয়- ১। পর্যবেক্ষণ জরিপ, ২। ত্রিভুজায়ন, ৩। ক্যামেরার কাজ।
১টি
২টি
৩টি
৪টি
কোনোটিই নয়
3482. বদ্ধ ঘেরের ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতি- [DMLC-21]
2টি
3টি
4টি
5টি
3483. ১০০ বর্গফুট HBB-এর জন্য ইটের প্রয়োজন- [MOCA-19]
ব্যাখ্যা:100×5=500
৬০০টি
৪৫০টি
৫০০টি
৫৫০টি
3484. আমাদের দেশে অগভীর নলকূপকে নিচের কোন পদ্ধতিতে খনন করে স্থাপন করা হয়?
ব্যাখ্যা: আমাদের দেশে অগভীর নলকূপ বসানোর জনপ্রিয় পদ্ধতি হলো- ঢেঁকি পদ্ধতি- গভীর নলকূপ স্থাপনের জনপ্রিয় পদ্ধতি হলো: (i) পানি জেট পদ্ধতি (Water jet method): (ii) আবর্তন খনন পদ্ধতি (Rotary drilling method)
আবর্তন খনন পদ্ধতি
পানিজেট পদ্ধতি
ঢেঁকি পদ্ধতি
কোনোটিই নয়
3485. ৬’-০" লম্বা CI Sheet-এর 1 - bundle এর জন্য - [MOCA-19]
ব্যাখ্যা 1boundle = 72ft =72/6= 12 nos
১২টি CI Sheet প্রয়োজন
১০টি CI Sheet প্রয়োজন
৭টি CI Sheet প্রয়োজন
৮টি CI Sheet প্রয়োজন
3486. 1kg/m³ RCC-এর ওজন সাধারণত ধরা হয়- [MOE-05, DM-19]
ব্যাখ্যা: এক ঘনমিটার Plain concrete-এর ওজন 2300kg. Cement concrete-এর ওজন 2240 kg এবং Lime concrete-এর ওজন 1920kg।
১০০ কেজি
২৪০০ কেজি
১২০০ কেজি
৩০০ কেজি
3487. সারাবছর যে পুকুরে পানি থাকে তাকে বলা হয়-
ব্যাখ্যা: সারা বছর যে পুকুরে পানি থাকে, তাকে পিরিনিয়াল পুকুর বলে। এ সকল পুকুর থেকে সারা বছর পানির সেচও দেওয়া যায়।
Perennial
Seasonal
Overflooded
Flooded
3488. গভীর নলকূপ স্থাপনে নিচের কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
অবর্তন খনন পদ্ধতি
ঢেঁকি পদ্ধতি
পানিজেট পদ্ধতি
কও গ উভয় পদ্ধতি
3489. পুকুরে মাটি কাটার প্রিজময়েডাল সূত্র হলো-
ব্যাখ্যা: পুকুরের মাটি কাটার প্রিজময়ডাল সূত্র। যেখানে, K= পুকুরের গভীরতা A₁ = পুকুরের উপরিভাগের ক্ষেত্রফল A2= পুকুরের নিচের ভাগের ক্ষেত্রফল Am = (গড় দৈর্ঘ্য x গড় প্রন্থ)
k/3 (A1+A2+4Am)
k/6 (A1+A2+2Am)
k/5 (A1 + A2+4Am)
k/6 (A1+A2+4Am)
3490. মাঠের সীমানা ও জমির আয়তন নির্ধারণের জন্য কোন ধরনের সার্ভেয়িং মেথড ব্যবহৃত হয়?[BGFCL-21]
যে জরিপের সাহায্যে এককে বারে রুট লেভেলে কোন এলাকার মৌজা/গ্রাম জমিগুলো দাগে দাগে মেপে নকশা প্রণয়ন, মালিকানা ও স্বত্ব নিরূপণ জমির প্রকার নির্ধারণ, খাজনা ধার্যকরণ ইত্যাদি করা হয়, তাকে কিস্তোয়ার বা ক্যাডাস্ট্রাল সার্ভে বলে।
রুরাল
আরবান
ক্যাডাস্ট্রাল
আইসোলেটেড
কোনোটিই নয়
3491. Whitewashing-এ যে lime ব্যবহার করা হয় তা কোন ধরনের?
Lean lime
Quick lime
Hydraulic lime
Fat lime
3492. ৬০০ মিমি ডায়া ও ৩০ মি. দীর্ঘ একটি কাস্ট-ইন-সিছু পাইল ১৪ ১.৫ ৪৩ অনুপাত ঢালাই করতে সিমেন্ট প্রয়োজন- [MOCA-19]
Note: Tot, V= π/4*(0.6)62*30= 8.478 m63 Dry, V= 8.478*1.5= 12.717 m^3 So, Cement= (12.717*1.30)/5.5=75 bag
৬৬ ব্যাগ
৬০ ব্যাগ
৫০ ব্যাগ
৭৫ ব্যাগ
3493. ইঞ্জিনিয়ারিং শিকলের দৈর্ঘ্য কত? [DMLC-21]
ইঞ্জিনিয়ারিং শিকল বা প্রকৌশল শিকলের দৈর্ঘ্য 100ft যা সমান 100 ভাগে বিভক্ত। অর্থাৎ প্রতি লিংকের দৈর্ঘ্য 1ft। প্রশ্নে প্রতি লিংক শব্দটি নেই। গান্টার শিকলের প্রতি লিংকের দৈর্ঘ্য 0.66 ft মিটার শিকলের প্রতি লিংকের দৈর্ঘ্য 0.20 m, 0.30 m
0.66 ft
ft 1
20cm
25cm
3494. ১ ব্যাগ সিমেন্টের ওজন কত পাউন্ড?
ব্যাখ্যা: 1 bag cement = 50 kg = (50x2.204)IB = 110.2 IB = 112 IB (Ans.)
১১২ পাউন্ড
১২৫ পাউন্ড
১১৫ পাউন্ড
১২০ পাউন্ড
3495. W/C-এর অনুপাত ০.৪৫, ১ ব্যাগ সিমেন্টে পানির প্রয়োজন? [MOCA-19]
ব্যাখ্যা। অনুপাত= পানি (W)/সিমেন্ট বা, ০.৪৫=W/50= ২২.৫ লিটার
২০.০ লিটার
৩০.০ লিটার
২২.৫ লিটার
কোনোটিই নয়
3496. ১ হেক্টর সমান কত একর?
ব্যাখ্যাঃ 1হেক্টর = 10,000 m² = 2.47 একর।
২.৫
২.৪৭
২.৪
২.৪৫
3497. ইট বিছানো সড়কে সাধারণত ইট সাজানো পদ্ধতিকে বলা হয়-
ব্যাখ্যা: হেরিং মাছের কাঁটার মতো যে বন্ড সাজানো হয়, তাবে হেরিংবোন বন্ড বলে। এতে ইটগুলো আনুভূমিকভাবে না সাজিয়ে ৪৫° কোণে সাজানো হয়।
Facing Bond
English Bond
Diagonal Bond
Herringbone Bond
3498. কোন ধরনের পুকুর মাছ চাষের জন্য সবচেয়ে উপযোগী?
Square
Circular
Hexagonal
Rectangular
3499. Substance bar কেন ব্যবহার করা হয়? [BGFCL-21]
Substance bar-এর সাহায্যে প্রধান আনুভূমিক দূরত্ব মাপা হয়। এর সাহায্যে 200m পর্যন্ত ছোট দূরত্ব মাপা হয়।
লম্ব দূরত্ব মাপতে
ডিসপ্লেসমেন্ট মাপতে
আনুভূমিক দূরত্ব মাপতে
ঢাল মাপতে
কোনোটিই নয়
3500. গোলাকার পাইপের Surface area বের করতে কোন সূত্র ব্যবহার করতে হয়?
ব্যাখ্যা: আমরা জানি π=22/7 surface of the area pipe πr^2 = 22/7 x r^2
১৫/৭৮ r^2
(২২/৭)r^2
২০/৭r^2
২৫/৭৮r^2