Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
3521. জল ছাদের ঢাল সাধারণত কত? [BGFCL-21]
ব্যাখ্যা: সাধারণত জল ছাদের প্রতি ৫ ফুট বা ৬০ ইঞ্চিতে ১ ইঞ্চি অর্থাৎ ১ঃ ৬০ রাখা হয়।
১:৬
৬:১
১০:৬
৬:১০
কোনোটিই নয়
3522. ১ ব্যাগ সিমেন্টে কত গ্যালন পানি প্রয়োজন হয়?
ব্যাখ্যা: Water cement ration =wt. of cement/ wt. of content 0.8= wt. of water/ 112 [Maximum water-cement ratio for durable concrete =0.8] wt. of water = 0.8×112 LIB =89.6 LB =8.96 gallon [1 gallon = 10LB] = 9 gallon (Ans.)
প্রায় ৭ গ্যালন
প্রায় ৮ গ্যালন
প্রায় ৯ গ্যালন
প্রায় ১০ গ্যালন
কোনোটিই নয়
3523. রিটেইনিং ওয়ালের উচ্চতা ৬ মিটারের বেশি হলে কোন প্রকারের রিটেইনিং ওয়াল হিসেবে ডিজাইন করা হয়?
Cantilever retaining wall
Gravity retaining wall
Counter fort retaining wall
কোনোটিই নয়
3524. ছাদের সঙ্গে প্যারাপেটের সংযোগস্থলে Lime Concrete দ্বারা যে Round off করা হয়, তার নাম- [R&H-01, BB-21]
ব্যাখ্যা: প্যারাপেট ওয়াল এবং ছাদের সংযোগস্থলে লাইম কংক্রিট দ্বারা গোলাকৃতি করে দেয়াকে ঘুণ্ডি বলে। আর্দ্রতা প্রতিরোধে বা দেয়ালে যেন পানি না আসে সেজন্য ঘুণ্ডি দেওয়া হয়।
Parapet Junction
Terracota
Ghoondi
Impercobtor
3525. ভূমিতল হতে প্লিস্থ তলের উচ্চতা কত? [BGFCL-21]
৪০-৪৫ সেমি
৫০-৬০ সেমি
৪৫-৫০ সেমি
৪৫-৬০ সেমি
কোনোটিই নয়
3526. নকশায় দাগ নম্বর বসানোর কাজ আরম্ভ করতে হয়- [BBA-23]
উত্তর-পূর্ব কোণ থেকে
উত্তর-পশ্চিম কোণ থেকে
দক্ষিণ-পূর্ব কোণ থেকে
দক্ষিণ-পশ্চিম কোণ থেকে
3527. ১৫ মিমি পুরু একটি আরসিসি স্নাবের ক্ষেত্রফল ১০০ বর্গমিটার, রডের পরিমাণ ১.৫% অনুপাত ১:২:৪। উক্ত স্নাব তৈরি করতে কত পরিমাণ বালি প্রয়োজন হয়েছিল? [BGFCL-21]
ব্যাখ্যা: আয়তন, V = Axh=100x(15/1000)=1.5 ঘনমিটার .: শুষ্ক আয়তন, V= 1.5×1.5= 2.25 ঘনমিটার অনুপাতের যোগফল= 1+2+4=7 .: বালির পরিমাণ, = (2.25×2)/7=0.642 ঘনমিটার
০.৬৬ ঘনমিটার
০.৬৬ ঘনসেন্টিমিটার
০.৩৬ ঘনমিটার
০.৩৬ ঘনসেন্টিমিটার
কোনোটিই নয়
3528. বর্তমানে কোনটির সাপেক্ষে বাংলাদেশের জিটিএস স্থাপন সুমীজী চকাণা করা হয়েছে?[BBA-23]
করাচি
কক্সবাজার গড় সমুদ্র সমতল
ভারত মহাসাগর
আরব সাগর
3529. টো স্ল্যাবের বর্ধিতাংশ থেকে বেইস স্ল্যাবের প্রন্থের-
১/৪ থেকে ১/৫ অংশ
১/৪ থেকে ১/৩ অংশ
১/৩ থেকে ১/৫ অংশ
১/১০ থেকে ১/১৫ অংশ
3530. এক সিএফটি খোয়া তৈরিতে কয়টি ইটের প্রয়োজন? (SGCL-23)
৪টি
৬টি
১০টি
৮টি
3531. বাস্তুসংস্থাপনের নিমিত্তে যে পদ্ধতিতে মাঠে সরজমিনে সমকোণ স্থাপন করা যায়- [BBA-23]
স্পিরিট লেভেল
লেভেল
কম্পাস
3-4-5 পদ্ধতি
3532. বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য রিটেইনিং ওয়ালের যে ফোকর রাখা হয় তা-
ব্যাখ্যা: রিটেইনিং ওয়ালের পার্শ্বস্ব ব্যাকফিলের পানি নিষ্কাশনের সুবিধার জন্য ওয়ালের অনুভূমিক ও উল্লম্বিক দিকে 2m পর পর ড্রেনেজ হোল বা Weep hole নির্মাণ করা হয়।
Back fill
Non-subcharge
Weep hole
কোনোটিই নয়
3533. কোন ফর্মুলাটি ব্যবহার করলে শ্রমিকরা আর্থিকভাবে লাভবান হবে? [BGFCL-21]
ব্যাখ্যা: অন্যান্য ফর্মুলার তুলনায় গড় প্রস্থচ্ছেদ ফর্মুলাটির ক্ষেত্রফল বেশি পাওয়া যায়। সুতরাং শ্রমিকরা এই ফর্মুলাটি ব্যবহার করে কাজের হিসাব করলে কাজের পরিমাপ প্রকৃত ক্ষেত্রফলের চেয়ে বেশি পাওয়া যাবে। সুতরাং শ্রমিকরা বেশি লাভবান হবে।
মধ্য প্রস্থচ্ছেদ ফর্মুলা
লম্বচ্ছেদ ফর্মুলা
গড় প্রস্থচ্ছেদ ফর্মুলা
প্রিজময়েডাল ফর্মুলা
কোনোটিই নয়
3534. ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের বেইস-এর পুরুত্ব দেওয়ালের উচ্চতার কত অংশ হয়?
ব্যাখ্যা: রিটেইনিং ওয়ালের বিভিন্ন অংশের আনুমানিক পরিমাপ: (i) ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের খাড়া স্লাব / স্টেমের উপরের পুরুত্ব 20 cm - 30cm এবং পাদদেশের পুরুত্ব উচ্চতার 1/5 থেকে 1/10 অংশ রাখা হয়। (ii) বেইস স্লাবের পুরুত্ব দেওয়ালের উচ্চতা1/15 থেকে 1/10 অংশের মধ্যে রাখা হয়। (iii) টো স্লাবের বর্ধিতাংশ বেইস স্লাবের প্রস্থের 1/4 হতে 1/3 অংশ পর্যন্ত রাখা হয়।
১/১৫ থেকে ১/১০ অংশ
১/১০ থেকে ১/৫ অংশ
১/৭ থেকে ১/১৫ অংশ
১/৫ থেকে ১/৮ অংশ
3535. অগভীর নলকূপের গভীরতা কত মিটারের অধিক নয়? [BB-21]
ব্যাখ্যা: আমাদের দেশে 60m পর্যন্ত গভীরতায় যে নলকূপ বসানো হয়, তাকে অগভীর নলকূপ বলে। গভীরতা 60m-এর অধিক হলে, তাকে গভীর নলকূপ বলে।
৬০ মিটার
১২০ মিটার
৭০ মিটার
৮০ মিটার
3536. রেলপথের ক্ষেত্রে কেন্দ্রাতিগ অনুপাতের মান- [BBA-23]
1/2
1/4
1/8
1/10
3537. পানি সরবরাহ ও পয়ঃপ্রণালির লাইন স্থাপনের জন্য করা হয়- [BBA-23]
পানি সরবরাহ ও পয়ঃপ্রণালির লাইন স্থাপনের জন্য স্থাপন করা হয়- প্রকৌশল জরিপ।
শিকল জরিপ
প্রকৌশল জরিপ
থিওডোলাইট জরিপ
ভূতাত্ত্বিক জরিপ
3538. ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের খাড়া স্ল্যাবকে কী বলে?
ব্যাখ্যা: ক্যান্টিলিভার রিটেইনিং ওয়োলের খাড়া স্লাবকে স্টেম এবং পাদদেশের অনুভূমিক অংশকে বেস স্লাব বলে।
Base
Gravity wall
Counter fort
Steam
3539. মাটির কাজের পরিমাণ নির্ণয়ে নিচের কোন সূত্রটি তুলনামূলকভাবে নির্ভরযোগ্য? [BBA-19; BSCIC-19, BB-21]
ব্যাখ্যা: প্রিজময়েডাল সূত্রের সাহায্যে অপেক্ষাকৃত সূক্ষ্ম মাটির কাজের আয়তন নির্ণয় করা হয়। কারণ প্রিজময়েডাল সূত্রের সাহায্যে আয়তন নির্ণয়ের জন্য বেশি সংখ্যক সেকশন বিবেচনা করা হয়।
গড় প্রস্থচ্ছেদ সূত্র
মধ্য প্রস্থচ্ছেদ সূত্র
প্রিজময়েডাল সূত্র
কোনোটিই নয়
সবগুলোই
3540. ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের পাদদেশের ন্যাবকে বলা হয়-
Steam slab
Base slab
Back fill slab
কোনোটিই নয়