3562. 'ক' বিন্দু উপাত্ত তলের ২.৫০ মিটার নিচে অবস্থিত। 'খ' বিন্দু উপাত্ত তলের ৩.৫০ মিটার উপরে অবস্থিত। 'খ' বিন্দু থেকে 'ক' বিন্দুর আপেক্ষিক এলিভেশন কত? [PPA-23]
3566. দিল্লি ও চট্টগ্রামের দ্রাঘিমা যথাক্রমে 80°00 E ও 90°30 E। চট্টগ্রামে যখন মধ্যাহ্ন, তখন দিল্লির সময় কত? [PPA-23]
১০ দ্রাঘিমা পার্থক্যে সময়ের পার্থক্য = ৪ মি.
দ্রাঘিমা পার্থক্য = 90°30′-80 °00′= 10°30′= 10.5°
.. সময়ের পার্থক্য = ৪ × ১০.৫ = ৪২ মি.
দিল্লির সময় = ১২ ঘণ্টা ০০ মি. ৪২মি. = ১১ঘ. ১৮ মি.
3567. সমুদ্র সমতল হতে ৫৫০ মি. উচ্চতায় একটি ভূমির উপর বেসলাইনের দৈর্ঘ্য মাপা হলো ৭২০ মিটার। যদি পৃথিবীর গড় ব্যাসার্ধ ৬৩৭২ কিমি হয় তবে সমুদ্র সমতলে বেসলাইনের দৈর্ঘ্য কত হবে? [PPA-23]
3573. নিচের কোনটি Dry unit weight of gravity(a)-এর সঠিক সমীকরণ? [BBA-20]
ব্যাখ্যা: নমুনা মৃত্তিকার একক আয়তনের শুদ্ধ কঠিনাংশের ওজনকে মৃত্তিকার শুষ্ক একক (yd) বলা হয়। অর্থাৎ, শুদ্ধ একক (yd) কঠিন অংশের ওজন এবং মৃত্তিকা নমুনার মোট আয়তনের অনুপাতে প্রকাশ করা হয়।