3625. Soil-এর Permeability 0.8 mm/sec হলে Soil-টি কী ধরনের হতে পারে? [MOLE-19]
                
                                    ব্যাখ্যা: মৃত্তিকার ধারাবাহিক ভয়েডের মাধ্যমে এর ভিতর দিয়ে পানি বা অন্য কোনো তরল পদার্থকে প্রবাহিত হতে দেওয়ার গুণকে মৃত্তিকার ভেদ্যতা (Permeability) বলা হয়। ভেদ্যতা শ্রেণিসমূহ যথা- বালি (0.17-1.67), বেলে-দোআঁশ (0.08-0.5), দোআঁশ (0.055-0.14), কাদামাটি (0.017-0.1), পলিমাটি (0.002-0.033) এবং কাদা (0.0007-0.0067) একক হবে mm/sec |