3614. আদর্শ প্রক্টর পরীক্ষায় হাতুড়ির ওজন কত? [R&H-06, MODMR-06, MOLE-19]
ব্যাখ্যা: মাটির পরিমিত জলীয়াংশ এবং সর্বোচ্চ শুষ্ক ঘনত্ব নিরূপণ করার জন্য আদর্শ প্রোক্টর পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় মাটিকে Compact করার জন্য ২.৫ কেজি ওজনের হাতুড়ি দিয়ে ৩০.৫ সেমি উপর হতে ২৫ বার ফেলতে হয়।