939. কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
পানির তাপমাত্রা বাড়লে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়। একইভাবে লবণাক্ততা বাড়লে পানিতে দ্রবীভূত অক্সিজেন অনেক কমে যায়। আবার যে পানিতে কঠিন বন্ধু (লবণ) বেশি দ্রবীভূত থাকে সে পানিতে অক্সিজেনের পরিমাণ কম। যেমন: সমুদ্রের পানিতে কঠিন বস্তু (লবণ) দ্রবীভূত থাকে, কিন্তু নদীর পানিতে থাকে না। ফলে সমুদ্রের পানি, এবং ভূগর্ভস্থ পানির তুলনায় নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে।