951. 'বেঙ্গল ফ্যান' ভূমিরূপটি কোথায় অবস্থিত?
বঙ্গোপসাগরের তলদেশের খাদ সোয়াচ অব নো গ্রাউন্ড জোয়ারভাটা, পললের গতিবিধি ও অবক্ষেপণ, পানির গতি-প্রকৃতি প্রভৃতির উপর প্রভাব বিস্তার করে। গঙ্গা-ব্রহ্মপুত্র নদীবাহিত পলি সোয়াচ অব নো গ্রাউন্ডের মধ্য দিয়ে টারবিডিটি স্রোতের মাধ্যমে প্রায় ৩,০০০ কিমি দক্ষিণে নিয়ে আসে। এ পলি মিশ্রিত স্রোত বঙ্গোপসাগরের তলদেশে অগভীর খাদের সৃষ্টি করে শিরা-উপশিরার মতো বেষ্টনী তৈরি করেছে, যা বেঙ্গল ফ্যান বা গাঙ্গেয় ফ্যান নামে পরিচিত।