ব্যাখ্যা: End bearing piles মাটির নিচে শক্ত পাথর স্তরে বা শক্ত মাটি স্তরে পাইল টো দ্বারা লোড বহন করে এবং End bearing pile-এ স্ক্রিন ফ্রিকশন বিবেচনা করা হয় না।
4445. একটি One-way slab-এর Long এবং Short span- এর অনুপাত কত হয়?
ব্যাখ্যা: যে স্ল্যাবের শুধু দৈর্ঘ্য বরাবর বিম সাপোর্ট থাকে এবং এর স্ল্যাবের দৈর্ঘ্য (L.) ও প্রস্থ (B)-এর অনুপাত যদি 2-এর সমান বা বেশি হয়, তবে তাকে ওয়ানওয়ে স্ল্যাব বলে
ব্যাখ্যা: ক্যান্টিলিভার এবং ঝুলন্ত বিমে রিইনফোর্সমেন্ট কর্তন করা হয়। কারণ সাপোর্টে বেন্ডিং মোমেন্টের মান সর্বাধিক এবং মুক্তপ্রান্তে শূন্য। এজন্য সাপোর্টে সর্বাধিক রিইনফোর্সমেন্ট প্রদান করা হয়। আর মুক্তপ্রান্তের দিকে বেন্ডিং মোমেন্টের মান ক্রমান্বয়ে কমতে থাকে। তাই মুক্তপ্রান্তের দিকে রিইনফোর্সমেন্টের মান কমিয়ে দেয়া হয়। একেই রিইনফোর্সমেন্ট কর্তন করা বুঝায়।