244. কোন ধরনের aggregate ব্যবহার করলে workabillity ভালো পাওয়া যায়?
Workability (কার্যোপযোগিতা)-এর অর্থ সিমেন্ট paste- এর সাথে ভালোভাবে মিশ্রণ তৈরি করা এটি rounded shape aggregate ভালো করে, কারণ এটি engular এবং elongated-এর তুলনায় কম পরিমাণে ঘর্ষণ বাধা উৎপন্ন করে।
উত্তর সহ কয়েকটি অনুরুদ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. কোন ধরনের aggregate ব্যবহার করলে Workability ভালো পাওয়া যায় rounded.
2. পরোক্ষভাবে concrete এর workability নির্ণয় করা হয় কোনটির সাহায্যে -slump test.
3. কোন ধরনের aggregate ব্যবহার করলে workability কম পাওয়া যায় - angular.
4. কোন ধরনের aggregate ব্যবহার করলে strength বেশি পাওয়া যায় - angular.
257. Concrete placing এবং compacting এর সময় উপরিভাগে পানি উঠে গেলে তাকে কী বলে?
কংক্রিটের উপাদানসমূহ পৃথক হয়ে যাওয়াকে segregation বা বিযুক্তিকরণ বলে। দীর্ঘস্থায়ী লোডের ফলে স্ট্রকচারের যে বিচ্যুতি হয় তাকে creeping বলে।
উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Concrete placing & compacting এর সময় উপরিভাগে। পানি উঠে গেলে তাকে কী বলে- bleeding.
2. Concrete এ cement mortar থেকে aggregate আলাদা হলে তাকে কী বলে -segregation.
3. Concrete এ cement mortar থেকে পানিসহ cement চুয়ে পড়লে তাকে কী বলে -laitance.
4. Segregation এড়ানোর জন্য সর্বোচ্চ কত উচ্চতা থেকে concrete ফেলা হয় - 1.5 m.