185. Beam ও Slab একত্রে ঢালাই করলে তাকে কী বলা হয়?
Explained :T-Beam হচ্ছে সনোলিথিক beam, যেখানে Reinforcement slab এর মধ্যে থাকে এবং বিম ও স্ল্যাব একসাথে casting করা হয়, যা একত্রে একটি T এবং L. Body হিসেবে কাজ করে। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Beam ও slab একত্রে ঢালাই করলে তাকে কী বলা হয়-T-Beam. 2.কোনটি T-beam এর অংশ -Flange, Web. 3.T-beam এর উপরের slab এর অংশকে বলে - Flange. 4.T-beam এর Slab এর নিচের অংশকে কী বলে -Web.