Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
141. Ordinary Portland Cement-এর Final Setting time সর্বোচ্চ কত?
final setting time বলতে জমাট বাধার জন্য। সর্বোচ্চ সময় বুঝায়। Final setting time হতে ১০ ঘন্টা সময় লাগে উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূন প্রশ্ন 1. Ordinary Portland Cement এর Final Setting Time Maximum -10 hours. 2. Rapid Hardening Cement এর Initial Setting Time minimum - 30 minutes. 3. Ordinary Portland Cement এর Initial Setting Time minimum কত minutes হয়- 30 minutes. 4. Initial setting time নির্ণয়ের জন্য নির্ধারিত সুচের ব্যাস কত - 10 mm. 5. Final setting time নির্ণয়ের জন্য নির্ধারিত সুচের ব্যাস কত - 5 mm. 6. Rapid Hardening cement এর Initial setting time কত - 5 minutes.
২ ঘণ্টা
৪ ঘণ্টা
৬ ঘণ্টা
১০ ঘণ্টা
142. কোন আকৃতির Aggregate কংক্রিট এর জন্য উত্তম ?
কোণাকৃতি অ্যাগ্রিগেটের মধ্যে প্রায় ৪০-৪১% ভয়েড থাকে। এতে পানির পরিমাণ বেশি লাগে, নির্দিষ্ট ওয়াটার-সিমেন্ট রেশিওতে কার্যোপযোগিতা সবচেয়ে কম হয়, উত্তম বন্ধন সৃষ্টি হয় এবং উচ্চ শক্তিসম্পন্ন কংক্রিট পাওয়া যায়। উত্তর সহ কয়েকটি প্রশ্ন 1. কোন আকৃতির Aggregate কংক্রিটের জন্য উত্তম- কোণাকৃতি। 2. কোণাকৃতি আকারের Aggregate এর মধ্যে void থাকে -40%. 1 Concrete & Aggregate এর ভূমিকা কি- Filler 4. কোন Aggregate এ workability সবচেয়ে কম - Angular, 5. কোন Aggregate এ শক্তিশালী বন্ধন তৈরি হয় - Angular
গোলাকৃতি
কোণাকৃতি
পাতলাকৃতি
লম্বাকৃতি
143. The most common admixture which is used to accelerate the initial set of concrete is (কংক্রিটের প্রাথমিক সেটকে ত্বরান্বিত করতে সাধারণত যে মিশ্রণটি ব্যবহার করা হয়)
CaC12 (Calcium choloride) সঠিক উত্তর কিন্তু বলে পরিমাণ ব্যবহৃত সিমেটের ২% এর বেশি হওয়া উচিত নয় অন্যথায় এটি ত্বরণ প্রক্রিয়া বন্ধ করে দেবে।
Gypsum
Calcium choloride
Calcium carbonate
None of the above
144. একটি সিড়ির Flight-এ সর্বোচ্চ কতটি ধাপ রাখা প্রয়োজন?
আদর্শ সিঁড়ির ধাপ-১৫টি হয়। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. একটি সিড়ির Flight এ সর্বোচ্চ কতটি ধাপ রাখা হয়- 15 2. Stair এর Headroom minimum - 2.1 m. 3. Residential building এ Stair এর minimum width - 90 cm. 4. An ideal rise in a stair is - 150 mm EED (Estimator) 03.02.2022 5. পাহাড়ি এলাকায় কোন ধরনের stair নির্মাণ করা হয়- Straight flight stair. 6. Residential building এ কোন stair এর প্রচলন বেশি- Dog legged stair. 7. যখন একই staircase এ stair & lift স্থাপনের প্রয়োজন হয়, তখন কোন stair নির্মাণ করা হয় - Open Newel Stair. ৪. মসজিদের মিনারে ওঠার জন্য কোন stair ব্যবহার করা হয় - Circular Stair. 9. Stair slab এর ঢাল সাধারণত কত - 25° to 40°.
১০
১৫
১২
কোনোটিই নয়
145. গিয়ার তৈরিতে সাধারণত ব্যবহৃত হয় –
গিয়ার তৈরিতে সাধারণত কাস্ট আয়রন (Cast iron), স্টিল (Steel), ব্রাস (Brass), ব্রোঞ্জ (Bronze) ও প্লাস্টিক (Plastic) ব্যবহার করা হয়। সেই হিসাবে (ক) ও (খ) দুটিই উত্তর হবে।
Cast iron
Steel
Copper
Wrought iron
146. কংক্রিটের Strength জানার জন্য সাধারণত Concrete-এর Cylinder-এর কতদিনের test করা হয়?
কংক্রিটের Strength সাধারণত ৭ দিন, ১৪ দিন, ২১ দিন, এবং ২৮ দিন কিউরিং করার পর পরীক্ষা করা হয়ে থাকে, তবে সর্বোচ্চ Strength পাওয়ার জন্য ২৮ দিন কিউরিং করতে হবে। উত্তর সহ কয়েকটি অনুরণ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. ইটের গাঁথুনি শেষ হবার কতদিন পর প্লাস্টার করা উচিত- ২৮ দিন। 2. ব্রিক ওয়াল কতদিন কিউরিং করা হয় - ৭ দিন। 3. বহিঃপৃষ্ঠে প্লাস্টারের পুরুত্ব কত - 12 mm. 4. অন্তঃপৃষ্ঠে প্লাস্টারের পুরুত্ব কত - 19 mm. 5. ইটের গাঁথুনি কাজে শুকনো মসলার পরিমাণ কত- 35%, 6. 5° ওয়ালে সিমেন্ট বালির মিশ্রণের অনুপাত কত- 1:4.
15 দিন
20 দিন
28 দিন
35 দিন
147. The best spacing of timber piles from centre Book is (কেন্দ্র থেকে কেন্দ্রে কাঠের পাইলের সর্বোত্তম ব্যবধান)
পাইলের কেন্দ্র থেকে ৬০ সেন্টিমিটারের কম বভধান করা উচিত নয়। পাইলগুলিকে অনেক কাছাকাছি ড্রাইভ করলে, ঘর্ষণ প্রতিরোধ ক্সমতা নষ্ট হয়ে যায়। কাঠের পাইলের জন্য সর্বোত্তম ব্যবধান হলো ৯০ সেন্টিমিটার c/c
600mm
700mm
800mm
900mm
148. কংক্রিট কোন ধরনের লোড নেয়ার ক্ষেত্রে দুর্বল?
(কংক্রিট শুধু চাপা বল (Comperssion) নিতে পারে। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. কংক্রিট কোন ধরনের লোড নেয়ার ক্ষেত্রে দুর্বল - টেনশন। 2. কংক্রিট কোন ধরনের লোড নেয়ার ক্ষেত্রে সবল- চাপ। 3. উচ্চ শক্তি সম্পন্ন কংক্রিট এবং স্টীল ব্যবহার করে যে বিশেষ ধরনের কংক্রিট তৈরি করা হয়, তাকে বলে প্রি- স্ট্রেসড্। 4. কোন ধরনের কংক্রিট টেনশনে সবল আরসিসি, প্রি- স্ট্রেসড় কংক্রিট। 5. কংক্রিটকে ছাঁচে ঢেলে ইচ্ছামত আকারে নির্মাণের জন্য প্রয়োজনীয় ঘনত্বকে বলে কংক্রিটের- Consistency. 6. অধিক চাপবাহী কাঠামো নির্মাণে কোন কংক্রিট সহায়ক - Plain Concrete.
Compression
Tension
Bending
কোনোটি নয়
149. Sensitivity of a soil can be defined as-
Percentage of volume change of soil under saturated condition
Ratio of compressive strength of unconfined undisturbed soil to that of soil in a remoulded state
Ratio of volume of voids to volume of solids
None of the above
150. ১ম শ্রেণির ইটের জন্য কোনটি সর্বোত্তম?
ইটের সঠিক আকার, কালার ও শক্তি ঠিক রাখার জন্য প্রথম শ্রেণীর ইট তৈরিতে Black cotton clay ব্যবহার করা হয়। উত্তর সহ কয়েকটি অনুরূল চেরুত্বপূর্ন প্রশ্ন 1. ১ম শ্রেণির ইটের জন্য কোনটি সর্বোত্তম - Weathered clay 2. ইট তৈরির জন্য মাটিতে Clay ও Sand এর অনুপাত নির্ণয়ের জন্য কোন test করা হয় - Consistency test. 3. ইটের মাটির জন্য পানি-মাটি অনুপাত নির্ণয়ের জন্য কোন test করা হয় - Moulding test. 4. ইটে ফাটল, বক্রতা ও সংকোচন রোধ করে কোনটি- সিলিকা। 5. ইটকে শক্তি ও উচ্চ তাপ প্রতিরোধ ক্ষমতা দান করে কোনটি - সিলিকা। 6. ইটে সিলিকার পরিমাণ কত - 55%. 7. ইটে অ্যালুমিনার পরিমাণ কত - 30%. ৪. ইটে আয়রন অক্সাইডের পরিমাণ কত- ৪%. 9. ইটে ম্যাগনেসিয়ার পরিমাণ কত- 5%. 10. ইটে চুনের পরিমাণ কত- 1%. 11. ইটে জৈব পদার্থের পরিমাণ কত- 1%. 12. ইটের কাদাকে নমনীয়তা দান করে কোনটি - অ্যালিমিনা। 13. ইটের গায়ে লোনা ধরার কারণ কি- সোডিয়াম এর লবণসমূহ। 14. ইটের রং কোন উপাদানের উপর নির্ভর করে - আয়রন অক্সাইড। 15. ইটকে পানি অভেদ্য ও দীর্ঘস্থায়ী করে কোনটি - আয়রন অক্সাইড।
Unweathered clay
Weathered clay
Silted soil
Black cotton clay.
151. কোনটি Mechanical property?
কাঠিন্য (Hardness): কোনো ধাতুর উপর অপর কোনো ধাতু দ্বারা আঁচড় কাটতে কিংবা চাপ দিয়ে গর্ত করতে চাইলে গায়ে আঁচড়। লাগা কিংবা গর্ত হওয়ার বিরুদ্ধে পূর্বোক্ত ধাতু যে বাধা প্রদান করে, তাকে এর কাঠিন্য (Hardness)।
Density
Thermal conductivity
Hardness
Porosity
152. Cast iron তৈরিতে ব্যবহৃত ফার্নেস হলো-
Blast furnace
Cupola furnace
Open hearth furnace
Bessemer converter
153. প্রথম শ্রেণির ইটের নূন্যতম ক্রাশিং স্ট্রেংথ সাধারণত কত MN/m² হয়ে থাকো -
7.5
10.5
12.5
14.0
154. RCC ঢালাইয়ে ব্যবহৃত Coarse aggregate-এর size সাধারণত কত?
RCC তে 20 mm down stone ব্যবহৃত হয়। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. RCC ঢালাইয়ে ব্যবহৃত Coarse aggregate এর size সাধারণত - 20 mm down grade. 2. কোন আকৃতির Aggregate কংক্রিটের জন্য উত্তম- কোণাকৃতি। 3. কোণাকৃতি আকারের Aggregate এর মধ্যে void থাকে- 40%. 4. Course Aggregate এর Size range-4.75 mm to - 75 mm. 5. Concrete Aggregate কত % আয়তন দখল করে -75%. 6. Concrete এ Aggregate এর ভূমিকা কি- Filler. 7. কোন Aggregate এ workability সবচেয়ে কম- Angular. ৪. কোন Aggregate এ শক্তিশালী বন্ধন তৈরি হয়- Angular.
10 mm down grade
16 mm down grade
20 mm down grade
25 mm down grade
155. Le-chatelier apparatus used to perform-
সিমেন্টের সাউন্ডনেস টেস্ট করার জন্য ব্যবহৃত যন্ত্রের নাম Le-chatelier apparatus. উত্তর সহ কয়েকটি অনুরুপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Le-Chatelier's apparatus is used for testing - Soundness of cement 2. Loss Angeles Testing machine is used to conduct - abrasion test. 3. নিচের কোনটি Coarse Aggregate এর test - ACV, AIV, LAA. 4. Aggregate এর কাঠিন্যতা মান জানার জন্য যে test করা হয় - Abrasion test. 5. Aggregate এর কাঠিন্যতা ও ঘাত সহনীয়তা জানার জন্য কোন test করা হয় - Los Angeles abrasion test, attrition test. 6. Aggregate এর ঘাত সহনীয়তা জানার জন্য কোন test করা হয় - Impact test.
Fineness test
Soundness test
Consistency test
Compressive strength test
157. Concrete-এর workability পরীক্ষা করার জন্য কোন test করা হয়?
কংক্রিট এর মিশ্রণ একরকম হওয়া উচিত, যাতে সহজে নরাচরা ও ঢালায় করা যায়। এই গুণাগুনকে কংক্রিটের কার্যউপযোগিতা বলে। এটি পানি সিমেন্টের অনুপাতের উপর নির্ভর করে। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Concrete এর workability পরীক্ষা করার জন্য কোন test করা হয় - Slum Test. 2. Slump test এ ব্যবহৃত চোঙের size top- 10 cm, bottom 20 cm, Height 30cm. 3. Slump test এ ব্যবহৃত rod এর dia - 5/8". (BWDB 12-12-2020) 4. Slump test এ ব্যবহৃত rod এর length - 60 cm. 5. Slump test এ rod দ্বারা Concrete কে কতবার খোঁচাতে হয়- 25 বার। 6. Slump test এ চোঙটি কয় স্তরে পূর্ণ করা হয় - ৩ স্তরে।
Penetration
Gradation
Slump Test
Sleve analysis
159. Durable concrete-এর জন্য Water-Cement ratio সর্বোচ্চ-
Durable concrete-এর জন্য Maximum water cement ratio 0.45 থেকে 0.60 পর্যন্ত ধরা হয়ে থাকে।
0.2
0.4
0.6
0.8
160. Rapid hardening Cement initial setting time সর্বনিম্ন কত ?
Rapid hardening Cement initial setting time সর্বনিম্ন 30 মিনিট। উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Rapid Hardening Cement এর Initial Setting Time minimum - 30 minutes. 2. Ordinary Portland Cement এর Initial Setting Time minimum কত minutes হয়- 30 minutes. 3. Ordinary Portland Cement এর Final Setting Time minimum কত minutes হয়- 10 hours. 4. Initial setting time নির্ণয়ের জন্য নির্ধারিত সুচের ব্যাস কত - 10 mm. 5. Final setting time নির্ণয়ের জন্য নির্ধারিত সুচের ব্যাস কত - 5 mm. 6. Rapid Hardening cement এর Initial setting time কত - 5 minutes.
৩০ মিনিট
১ ঘণ্টা
৪ ঘণ্টা
৮ ঘণ্টা