146. কংক্রিটের Strength জানার জন্য সাধারণত Concrete-এর Cylinder-এর কতদিনের test করা হয়?
কংক্রিটের Strength সাধারণত ৭ দিন, ১৪ দিন, ২১ দিন, এবং ২৮ দিন কিউরিং করার পর পরীক্ষা করা হয়ে থাকে, তবে সর্বোচ্চ Strength পাওয়ার জন্য ২৮ দিন কিউরিং করতে হবে।
উত্তর সহ কয়েকটি অনুরণ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. ইটের গাঁথুনি শেষ হবার কতদিন পর প্লাস্টার করা উচিত- ২৮ দিন।
2. ব্রিক ওয়াল কতদিন কিউরিং করা হয় - ৭ দিন।
3. বহিঃপৃষ্ঠে প্লাস্টারের পুরুত্ব কত - 12 mm.
4. অন্তঃপৃষ্ঠে প্লাস্টারের পুরুত্ব কত - 19 mm.
5. ইটের গাঁথুনি কাজে শুকনো মসলার পরিমাণ কত- 35%,
6. 5° ওয়ালে সিমেন্ট বালির মিশ্রণের অনুপাত কত- 1:4.