Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
121. জড়তার ভ্রামক কত প্রকার-
ব্যাখ্যা: জড়তার ভ্রামক (Moment of inertia) মূলত ২প্রকার- i. Mass moment of inertia ii. Area moment of inertia
২প্রকার
৩প্রকার
৪প্রকার
৫প্রকার
122. নদী বা হ্রদের মধ্যস্থিত নির্মাণ এলাকা শুদ্ধ রাখার জন্য ব্যবহৃত অস্থায়ী কাঠামোকে বলে-
কফার ড্যাম
কেইসন
ওয়েল ভিত্তি
পাইল
123. Oil Paint-এর কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান?
Thinner, pigment এবং vehicle এর সবগুলিই Oil Paint- এর উপাদান। উত্তর সহ কয়েকটি অনুরূপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Oil paint এ কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান- Thinner, Vehicle, Pigment. 2. Oil paint-এর ক্ষেত্রে সাধারণত Solvent হিসাবে ব্যবহার করা হয়- Turpentine (PSC বাংলাদেশ কোস্ট গার্ড ২০.১০.২০২০) 3. রঙের উপাদান কোনটি - Base, Vehicle, Drier, Thinner, Pigments.
Thinner
Vehicle
Pigment
সবগুলি
124. সমতলমিতি কত প্রকার-
ব্যাখ্যা: সমতলমিতি বা লেভেলিং মূলত ৯ প্রকার। সঠিক উত্তর: খ. ৯ প্রকার
১০ প্রকার
৯ প্রকার
৮ প্রকার
৭ প্রকার
125. সমুদ্র উপকূলীয় কাঠামো নির্মাণে যে পাইল বেশি ব্যবহৃত হয়-
স্কু পাইল
সিলিন্ডার পাইল
স্টিল পাইপ পাইল
ডিস্ক পাইল
126. কোনো প্রজেক্টের এক নজরে ধারণা নেয়ার জন্য যে প্লান করা হয়, তাকে কী বলো
একটি প্রজেক্টের মাঠ পর্যায়ের পূর্ণ ধারণা পাওয়ার জন্য সাইট প্ল্যান করা হয়ে থাকে।
ইনডেক্স প্ল্যান
সাইট প্ল্যান
লে-আউট প্ল্যান
ডিভাইজড প্ল্যান
কোনোটিই নয়
128. ৬৩% লাইম মিশ্রিত থাকে কোন সিমেন্টে?
ব্যাখ্যা: পোর্টল্যান্ড সিমেন্টটে ৬৩ থেকে ৬৫% লাইম মিশ্রিত থাকে। সঠিক উত্তর: খ. পোর্টল্যান্ড সিমেন্ট
ক্লে সিমেন্ট
পোর্টল্যান্ড সিমেন্ট
অ্যালুমিনাস সিমেন্ট
কনভার্টেড সিমেন্ট
129. নিচের কোনটি স্প্রেড ফুটিং এর উদাহরণ-
ব্যাখ্যা: কাঠামোর বেইজকে ধাপে ধাপে চওড়া কওে কাঠামোর লোডকে অনেকখানি এলাকাজুড়ে ছড়িয়ে দেবার জন্য যে ভিত্তি ব্যবহার করা হয়, তাই স্প্রেড ফুটিং সঠিক উত্তর: ঘ
অফসেট ফুটিং
ওয়াল ফুটিং
আরসি ফুটিং
স্প্রেড ফুটিং
130. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
তথ্য: নাটোর শহর হতে ৩ কিলোমিটান উত্তরে এক মনোরম পরিবেশে ইতিহাস বিখ্যাত দিঘাপতিয়া রাজবাড়ী তথা উত্তরা গণভবন অবস্থিত। নাটোরের রাণী ভবানী তাঁর নায়েব দয়ারামের উপর সন্তুষ্ট হয়ে তাকে দিঘাপতিয়া পরগণা উপহার দেন।
ক. রাজশাহী
নওগাঁ
বগুড়া
নাটর
131. Structure-এর যে অংশটি এর ওজনকে মাটিতে Transfer করে তাকে বলে?
Foundation বা ভিত্তিই সকল ওজনকে মাটিতে Transfer করে। উত্তর সহ কয়েকটি অনুরূপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Structure এর যে অংশটি ওজনকে মাটিতে Transfer করে তাকে বলে - Foundation. 2. ভিত্তি সাধারণত কয় প্রকার - ২ প্রকার 3. গভীর ভিত্তি কোনটি - পাইল, কফারড্যাম, কেইশন ওয়েল। 4. অগভীর ভিত্তি কোনটি - ফুটিং।। 5. দুই বা ততোধিক স্বতন্ত্র কলাম footing গুলোকে বিম দ্বারা সংযুক্ত করে যে ফুটিং নির্মাণ করা হয় তাকে বলে- Strap/Cantilever footing. 6. বহিঃস্থ কলামের লোডকে অন্তঃস্থ কলামের মাধ্যমে সমন্বয় করা হয় কোন - footing Strap footing. 7. দুটি কলামকে support প্রদান করে কোন footing - Combined footing. ৪. যখন দুটি কলাম খুব কাছাকাছি হয় এবং তাদের footing overlap করে তখন কোন footing নির্মাণ করা হয়- combined footing. 9. Footing সীমানা দ্বারা বাঁধাপ্রাপ্ত হলে কোন footing নির্মাণ করা হয় - Combined footing.
Super-structure
Foundation
Frame of Structure
Plinth
132. নিচের কোনটি Coarse aggregate-de Test?
Coarse aggregate-এর ক্ষেত্রে AIV Aggregate Impact Value), ACV (Aggregate Crushing Value), LAA (Los Angeles Abrasion) এই সবগুলোই পরীক্ষা করা হয়। 1. নিচের কোনটি Coarse Aggregate এর test - ACV, AIV, LAA. 2. Aggregate এর কাঠিন্যতা মান জানার জন্য যে test করা হয় - Abrasion test. 3. Aggregate এর কাঠিন্যতা ও ঘাত সহনীয়তা জানার জন্য কোন test করা হয় - Los Angeles abrasion test, attrition test. 4. Aggregate এর ঘাত সহনীয়তা জানার জন্য কোন test করা হয় - Impact test.
ACV
LAA
AIV
All of them
133. ক্লে সিমেন্ট ব্যবহার করা হয়-
ব্যাখ্যা: বিভিন্ন প্রকার সিমেন্টের ব্যবহার: ১. ক্যার সিমেন্ট: মোজাইক বা সৌন্দর্য বৃদ্ধির কাজে ২. হাই আরলি স্ট্রেংথ পোর্টল্যান্ড সিমেন্ট: দ্রুত কঠিন ভবন অর্জনের জন্য ৩. অ্যালুমিনাস সিমেন্ট: ২৪ ঘন্টায় ৭৫% শক্তি অর্জনের জন্য। ৪. ক্লে সিমেন্ট: সামুদ্রিক নির্মাণ কাজে ৫. এয়ার এনট্রেইনিং সিমেন্ট: বরফ আচ্ছাদিত স্থানে। ৬. পাজোলান সিমেন্ট: অগ্নী নির্বাপক কাজে। উত্তর: ক.
সামুদ্রিক নির্মাণ কাজে
বাঁধ নির্মাণে
সেতু নির্মাণে
কনভার্টেড এভিলেশন
134. Which of the following cements is suitable for use in massive concrete structures such as large dama? নিচের কোন সিমেন্ট বৃহৎ কাঠামোতে যেমন ড্যাম নির্মানে ব্যবহারের জন্য উপযুক্ত।
লো হিট পোর্টল্যান্ড সিমেন্ট বিশেষভাবে বাধের (dams) কংক্রিট তৈরির জন্য উপযোগী এবং অন্যান্য বৃহৎ কাঠামো সেতুর এবাটমেন্ট, বৃহৎ দেয়াল, পায়ার এবং স্নাব ইত্যাদি।
Ordinary Portland cement.
Low heat cement.
Rapid hardening cement.
Sulphate resisting cement
135. ল্যামিনিঙ্কেট ক্রান্তি বাঁক ব্যবহৃত হয়-
ব্যাখ্যা: অনেক সময় ফ্লাই ওভারের সংযোগ সড়ক অনেকটা বৃত্তাকার পথে ঘুরিয়ে এনে ফ্লাই ওভারের সংযোগ দেওয়া হয় একেি ল্যামিনিস্কেট ক্রান্তি বাঁক বলে। উত্তর: সড়ক পথে
রেলপথ
বাধে
সেতুতে
সড়ক পথে
136. নিচের কোনটিকে পাতন করে তলানি হিসাবে পিচ পাওয়া যায়-
ব্যাখ্যা: পিচ (Pitch): Bituminous গুন সম্পন্ন ও কালো বর্ণের সান্দ্র পদার্থ। টার ও জৈব পদার্থের পাতন প্রক্রিয়ায় পিচ পাওয়া যায়। উত্তর: ক.
টার
বিটুমিন
অ্যাস্ফাল্ট
ইমালশন
138. Bitumen is generally obtained from (বিটুমেন সাধারণত থেকে পাওয়া যায়)
টার বা আলকাতরা ন্যাচারাল প্রোডাক্ট অপরদিকে বটুমিন প্রেট্রোলিয়াম জাত প্রোডাক্ট।
Organic material
Synthetic material
Petroleum product
Coal
139. ভবনের দেয়ালে শব্দ শোষক হিসেবে নিচের কোনটি ব্যবষ্যর করা হয়।
উড পার্টিক্যাল বোর্ড
আন্তর করা ইটের নেয়াল
নিশ্চিদ্র দেয়াল।
দেয়াল
140. ভার্সাই নগরী কোথায় অবস্থিত?
তথ্য: ভার্সাই ফ্রান্সের একটি নগরী।
ফ্রান্স
জার্মানি
ইংল্যান্ড
আমেরিকা