Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
62. ১০০৮ সংখ্যাটির কয়টি ভাজক আছে?
1008 = 2 * 2 * 2 * 2 * 3 * 3 * 7 = 24 x 32 x 71 সুতরাং, নির্ণেয় ভাজক সংখ্যাঃ = ৫ x ৩ x ২ = ৩০ টি
ক. ২৬ খ. গ. ঘ.
২৫
৩০
২৮
63. ফরাসি বিপ্লব কোন সালে সংঘটিত হয়?
তথ্য: ফরাসি বিপ্লব সংঘটিত হয় ১৭৮৯ সালে। এ বিপ্লবের স্থায়িত্ব ছিল ১৭৮৯ - ১৭৯৯ সাল পর্যন্ত। এ বিপ্লবের মূলনীতি ছিল স্বাধীনতা , সাম্য ও ভ্রাতৃত্ব।
১৭৭৮
১৭৫০
১৭৮৯
১৭৭০
64. 'আগুন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
তথ্য: আগুন শব্দের সমার্থক শব্দ অনল, অগ্নি, পাবক, বক্কি, হুতাশন, দহন, বৈশ্বানর, সর্বভুক, সর্বশুচি। এছাড়া আলোক, কিরণ ও জ্যোতি আলো শব্দের প্রতিশব্দ।
ভাতি
অনল
অংশু
জ্যোতি
65. কোনো ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১:২:৩ ত্রিভুজটির বৃহত্তম বাহু ও ক্ষুদ্রতম বাহুর অনুপাত কত?
তথ্য: ধরি, ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে x,2x,3x => x + 2x + 3x = 180° => 6x=180° অতত্রব, x = 30 deg আমরা জানি, a / (sin 30 ^ 0) = b / (cos 60 ^ 0) = c / (sin 90 ^ 0) => a / (1/2) = b / (v * 3/2) = c / 1 => (a / b) / c = ((1/2) / v * 3 / 2) / 1 = 1 / v * 3 / 2 বৃহত্তম বাহ্ ও ক্ষুদ্রতম বাহুর অনুপাত=২:১
৩:২
৪:৩
৩:১
২:১
66. 'যে ভিক্ষা চায় তাকে দান কর' একটি কোন বাক্যের উদাহরণ?
যৌগিক বাক্য
খন্ড বাক্য
সরল বাক্য
জটিল বাক্য
67. . A speech delivered without preparation is called -
Verbose
maiden
straight forward
extempore
68. 'ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা' গানটির রচয়িতা কে?
তথ্য: দ্বিজেন্দ্রলাল রায় (১৯ জুলাই ১৮৬৩ - ১৭ মে ১৯১৩) ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা। তিনি ডি. এল রায় নামেও পরিচিত ছিলেন। তার বিখ্যাত গান 'ধনধান্য পুষ্পভরা, "বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ " ইত্যাদি আজও সমান জনপ্রিয়।
দ্বিজেন্দ্রলাল রায়
অতুল মুখোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
69. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
তথ্য: বাংলাদেশের গড় বৃষ্টিপাত ২০৩ সেমি বা ২০৩০ মিমি। এখানে সঠিক উত্তর নেই।
২৩০০ মিমি
২৪০০ মিমি
১৭০০ মিমি
২১০০ মিমি
70. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস' শ্যমল ছায়া'র রচয়িতা কে?
তথ্য: নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস' শ্যমল ছায়া'। তার রচিত আরো কয়েকটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস - জোছনা ও জননীর গল্প, অনীল বাগচীর একদিন আগুনের পরশমণি, সৌরভ।
হুমায়ূন আহমেদ
সেলিনা হোসেন
আনোয়ার পাশা
আবু ইসহাক
71. ভারত ও বাংলাদেশের মধ্যে কতটি অভিন্ন নদী আছে?
তথ্য: যৌথ নদী কমিশনের তথ্যমতে ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী-সংখ্যা ৫৪টি এবং বাংলাপিডিয়ার তথ্য মতে ৫৫টি। এখানে এখানে সঠিক উত্তর নেই।
৭২ টি
৫৩ টি
৫০ টি
৬৪ টি
73. 'India Wins Freedom'- গ্রন্থটির লেখক কে?
তথ্য: ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নিরপেক্ষ দলিল 'India Wins Freedom' গ্রন্থটির লেখক মৌলানা আবুল কালাম আজাদ
জওহরলাল নেহেরু
মাওলানা মুহাম্মদ আরী
সৈয়দ আমীর আলী
মৌলানা আবুল কালাম আজাদ
74. ঐতিহাসিক' ছয়দফা' আনুষ্ঠানিকভাবে কোথায় ঘোষণা করা হয়?
তথ্য: ১৯৬৬ সালে ৫ ও ৬ ফেব্রুয়ারি পাস্তিানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্বশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে "৬ দফা দাবি" পেশ করেন।
লাহোর
রাওয়ালপিন্ডি
ঢাকা
করাচি
75. মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে?
তথ্য: মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়। মুসলিম সাহিত্য সমাজের কর্ণধার ছিলেন কাজী মোতাহার হোসেন, কাজী আবদুল ওদুদ এবং আবুল হুসেন। মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিলো বার্ষিক প্রকাশিত শিখা পত্রিকা।
১৯১৯
১৯৪৭
১৯২৬
১৯৩৫
76. কোনটি বাঙালির মুক্তি চেতনায় উজ্জীবনমূলক নাটক?
নূরলদীনের সারাজীবন
রক্তাক্ত প্রান্তর
শর্মিষ্ঠা
একেই কি বলে সভ্যতা
77. কোনটি শুদ্ধ?
দারিদ্র্য
দারীদ্র্য
দারিদ্রতা
দারিদ্র্যতা
78. What is the meaning of the word 'viva voce'?
Examination
A spoken examination
Face to face
interview
79. অলক শব্দের অর্থ কী?
তথ্য: অলক কপালের উপরের ও পাশের ছোট চুল, চূর্ণকুন্তল, কোঁকড়ানো চুলের গোছা।
দুল
ফুল
কুল
চুল
80. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬, ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
২৪,৩৬ এবং ৪৮ এর ল.সা.গু= 2x2x2x3x 3 x 2 = 144 2x3x3x2=1 সুতরাং, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ১৪৪-৩=১৪১
১৪১
৮৯
২৪৮
১৭০