Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
461. Shrinkage index কী?
মৃত্তিকার তারল্য সীমা এবং সংকোচন সীমার পার্থক্যকে সংকোচন সূচক বলে। অথ্যাৎ SI-LL-SL Shrinkage index = Liquid limit-Shrinkage unit . উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Shrinkage index Liquid Limit Shrinkage Limit. 2 Liquid limit plastic limit এর মধ্যে পার্থক্যকে কী বলে- plasticity index. MOF 07.06.2022) 3. কোনো পদার্থের প্রবাহিত হওয়ার ধর্মকে কী বলে- কনসিসটেন্সি। ২. প্রাকৃতিক পানির পরিমাণ liquid limit এর সমান হলে- consistency index হবে zero. ৪. কোনো মাটির নম্যতা সূচক ও ফ্রো-ইনডেক্স এর অনুপাতকে কী বলে - টাফনেস ইনডেক্সা। 6. টাফনেস ইনডেক্স এর মান বেশি হলে উক্ত মাটি নমুনার শিয়ার শক্তি - বাড়ে।
Liquid limit-Shrinkage limit
Liquid limit+Palastic limit
Plastic limit-Liquid limit
Shrinkage limit-Liquid limit
462. Critical Path-
Critical Path maethod হলো এক ধরনের নেটওয়ার্ক টেকনিক, যা প্রকল্পের বিভিন্ন কাজগুলো বিশ্লেষন পূর্বক এক একটি গ্রুপে বিভক্ত করা হয়। এ জন্য Critical path-এ সব কিছু সময় দীর্ঘ হয়। ✓ Critical Path- সবসময় দীর্ঘ হয়।
সবসময় দীর্ঘ হবে
সবসময় ছোট হবে
কখনও কখনও দীর্ঘ হতে পারে
কখনও কখনও ছোট হতে পারে
463. Procurement control এর প্রক্রিয়া কীসের অন্তর্ভুক্ত-
Procurement control এর প্রক্রিয়া কীসের অন্তর্ভুক্ত - Monitoring & Control.
প্লানিং
ক্লোজিং
মনিটরিং কন্ট্রোল
অপারেশন
464. নিচের কোনটি Cohesion-less soil?
Cohesion-less soil বলতে যে মাটির মধ্যে আঠালো ভাব নেই যেমন বালি। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. কোনটি Cohesion less soil- sand. 2. নিচের কোনটি cohesive soil - clay. 3. নিচের কোনটি a little cohesive soil - silt. 4. কোনটির plasticity index বেশি - clay.
Sand
Silt
Clay
Clay and silt
465. Water content teste –
Water Content Test সাধারণত মাটির ও বিটুমিনের জন করা হয়ে থাকে। উত্তর সহ কয়েকটি অনুরূপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Water content test is used for soil,bitumen 2. Soil sample এর পানির ওজনের সাথে কঠিন অংশের ওজনের অনুপাতকে কী বলে- water content. 3. নিচের কোনটি শতকরা হারে প্রকাশ করা হয় - water content. এ কেনটির সাহায্যে water content নির্ণয় করা হয় - dry oven tystem.
সিমেন্টের
বিটুমিনের
বালির
কোনোটিই নয়
466. The angle of internal friction of round grained loose sand is around -
The angle of internal friction of round grained sand is usually 25 to 30° The angle of internal friction of clay is usually 5 to 20 and the of internal friction of soil 30° to 42 উত্তর সহ কয়েকটি অনুরূপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. The angle of internal friction of round grained loose sand is around - 25 to 30°, 2. কোন আকৃতির soil এর angle of internal friction এর মান বেশি - angular.
5° to 25°
25° to 35°
30° to 35°
32° to 37
467. Soil এর bearing capacity কার উপর নির্ভর করে ?
Bearing capacity is যে সকল বিষয়ের উপর নির্ভর করে তা হলো- (i)Particle size (ii) Partice shape (iii) Type of foundation. উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Soil এর bearing capacity কার উপরে নির্ভর করে- Particle size, Particle shape, Internal friction. 2. End Bearing pilo এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক - End Bearing> skin Frise) (MOF 07.06.2022) 3. শিয়ারে ফেইল করার পূর্ব মূহুর্তে মাটি প্রতি একক বর্গক্ষেত্রে যে পরিমাণ লোড বহন করে, তাকে কী বলে - চরম ভারবহন ক্ষমতা। 4. সাব-সয়েলের ব্যর্থতা ব্যতিরেকে মাটি প্রতি একক বর্গক্ষেত্রে যে পরিমাণ লোড বহন করে, তাকে কী বলে - ভারবহন ক্ষমতা। 5. বাংলাদেশের মাটির গড় ভারবহন ক্ষমতা কত - 10 ton/m^2.
Particle size
Particle shape
Internal friction
উপরোক্ত সব
469. কংক্রিট test এ 100 mm cube এর compressive strength 150 mm cube এর চেয়ে সর্বদা-
কংক্রিটের টেস্টে ১০০ মিমি কিউবের চাপশক্তি হবে ৯১ কেজি/বর্গ সেমি (৭দিন) এবং ১৫০ মিমি কিউবের চাপশক্তি ১৩০ কেজি / বর্গ সেমি (৭দিনে)। উত্তর সহ কয়েকটি অনুরূপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. কংক্রিট test এ 100 mm cube এর compressive strength 150 mm cube এর চেয়ে সর্বদা কম হবে। 2. Concrete এর cube test এ ব্যবহৃত রডের ব্যাস কত- 16 mm 3. Concrete এর cube test এ ব্যবহৃত রডের দৈর্ঘ্য কত- 90 cm. 4. Concrete এর cube test এ ব্যবহৃত cube এর size 15cm 15cm 15 cm.
কম হবে
বেশি হবে
সমান হবে
কোনোটিই নয়
470. The uniformity co-efficient of soil is defined as the ratio of-
D60 , D10 এর অনুপাতকে মাটির সাম্যতার গুণাঙ্ক বা সমতার সহগ (Cu) বলা হয়। উত্তর সহ কয়েকটি অনুরূপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. The uniformity coefficient of soil is defined as the ratio of - D60 to D10. 2. Uniform graded soil এর Cu-1. 3. Well graded soil এর Cu -1 to 3. 4. Gravel এর Cu ->4, 5. Sand এর Cu =>6
D30 to Die10
D50 to D10
D50 to D10
D90 to D10
471. কোন ধরনের soil angle of internal friction সবচেয়ে বেশি হবে ?
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. কোন ধরনের soil angle of internal friction সবচেয়ে বেশি হবে - Angular grained dense sand. 2. The angle of internal friction is least - clay 3. The angle of internal friction of clay is - 5° to 20%.
Angular grained loose sand
Angular grained dense sand
Clay
Round grained dense sand
472. RCC beam বা slab এর জন্য সর্বোচ্চ slump কত গ্রহণযোগ্য
RCC beam বা slab Slump রেঞ্জ ৫ সেমি থেকে ১০ সেমি। উপ্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ন প্রশ্ন। 1. RCC beam বা slab এর জন্য সর্বোচ্চ slump কত গ্রহণযোগ্য 10 cm. 2. RCC column এর জন্য সর্বোচ্চ slump কত গ্রহণযোগ্য- 15 cm. 3. RCC footing এর জন্য সর্বোচ্চ slump কত গ্রহণযোগ্য- 7.5 cm. 4. Slump test এ ব্যবহৃত রডের ব্যাস কত 16 mm. 5. Slump test এ ব্যবহৃত রডের দৈর্ঘ্য কত 60 cm.
১০ সেমি
১৫ সেমি
২০ সেমি
২৫ সেমি
473. WBS এর ক্ষেত্রে কোনটি পরিলক্ষিত হয়?
WBS এর ক্ষেত্রে কোনটি পরিলক্ষিত হয়- ব্যবস্থাপনা চক্রের ধাপ।
ব্যাবস্থাপনা চক্রের ধাপ
প্রজেক্টের সুযোগ
প্রজেক্টের সময়
প্রজেক্টের মূল্য নির্ণয়
474. Over dry করার জন্য মাটি কত তাপমাত্রায় শুকানো হয়?
মাটিকে পরীক্ষাগারে পরীখষা করার জন্য অধিক শুষ্ক করার ক্ষেত্রে 105°C থেকে 100° পর্যন্ত তাপমাত্রা প্রয়োজন। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Oven dry করার জন্য মাটি কত তাপমাত্রায় শুকানো হয়- 105°C to 110°C. 2. Oven dry করার জন্য মাটি কত সময় ধরে শুকানো হয়- 24 hours. 3. Oven dry system এ মাটির কী নির্ণয় করা হয়- water content. 4. মাটির আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা হয় কীসের মাধ্যমে Pycnometer.
105°C-110°C
100°C-105°C
60°C-700C
90°C-100°C
475. The degree of saturation for saturated soil is -
ভেজা মাটির degree of saturation সময়, Sr =1 হয় উত্তর সহ কয়েকটি অনুরূপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. The degree of saturation for saturated soil is - 1.00. 2. Dry soll de degree of saturation - zera. 3. Degree of saturation, Sr-Vv/Vw. 4. কোনটি শতকরা হারে প্রকাশ করা হয় - degree of saturation,
0.25
0.50
0.75
1.00
476. Triazial apparatus কোন test এর জন্য ব্যবহৃত হয়?
Triaxial Testing of Soils explains how to carry out triaxial tests to demonstrate the effects of soil behaviour on engineering designs. An authoritative and comprehensive manual, it reflects current best practice and instrumentation. References are made throughout to easily accessible articles in the literature and the book's focus is on how to obtain high quality experimental results.
Unconssolidated undrain
Consolidated undrain
Drained
সবগুলো
477. কংক্রিটের কার্যোপযোগীতা সরাসরি সমানুপাতিক হবে-
কংক্রিটের কার্যোপযোগিতা নির্ণয় করা হয় পানি সিমেন্ট অনুপাতের মাধ্যমে। পানি সিমেন্টের অনুপাত বেশি হলে কার্যোপযোগিতা কম হয় এবং অনুপাত কম হলে কংক্রিটের শক্তি বেশি হয়। উত্তর সহ কয়েকটি অনুরুপ ভেরুত্বপূর্ন প্রশ্ন 1. কংক্রিটের কার্যোপযোগীতা সরাসরি সমানুপাতিক পানি- সিমেন্ট অনুপাত 2. বালির আয়তন বৃদ্ধির ধর্মকে কী বলে আয়তন স্ফীতি। 3. বালির সর্বোচ্চ আয়তন স্ফীতি ঘটে শতকরা কত ভাগ পানি থাকলে ৪%. 4. মোটা বালির আয়তন স্ফীতি কত % 20% 5. সূক্ষ্ম দানার বালির আয়তন স্ফীতি সর্বোচ্চ কত %-35%
সিমেন্ট-খোয়ার অনুপাত
সিমেন্ট পানির অনুপাত
খোয়ার গ্রেডিং এর উপর
সবগুলো
478. The specific gravity of sandy soil is around -
মাটির আপেক্ষিক গুরুত্বের মান 2.65 থেকে 2.80 হয়ে থাকে উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. The specific gravity of sandy soil is around -2.65. 2. Gravel এর specific gravity - 2.65. 3. Water এর unit weight-1 gm/cc62.5 lb/cft. 4. Silt এর specific gravity - 2.70.
1.55
2.15
2.35
2.65
479. maximaum size of the particles of the clay is About -
কণার আকার <0.002mm হলে কাঁদামাটি হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়। উত্তর সহ কয়েকটি অনুরূপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. The maximum size of the particles of clay is - 0.002 mm. 2. Silt এর maximum size - 0.06 mm. 3. Silt এর minimum size - 0.002 mm. 4. Sand এর maximum size - 4.75 mm. 5. Sand এর minimum size - 0.075 mm.
0.1 mm
0.02 mm
0.002 mm
0.0002 mm
480. Concrete এর workability নির্ণয় করা পরীক্ষার নাম-
Slump test বা নতি পরিক্ষা যারা কংক্রিটের কার্যোপযোগিতা নির্ণয় করা হয়। Slump test এর নতি তা জানা যায়। আর নতির মান দেখে কংক্রিটের কার্যোপযোগিতা মাত্রা নির্ণয় করা যায়। উপ্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Concrete এর workability নির্ণয় করা পরীক্ষার নাম- Slump test. 2. How many types of tests are there to find workability - 5. 3. Workable concret এর পানি ও সিমেন্টের ন্যূনতম অনুপাত-0.4 4. Which test used for low workable concretes compacting factor test. 5. Which test Used for high workable concretes flow table test.
Ductility test .
Water absorption
Slump test
Water permeability