527. Angle of internal friction 30° হলে coefficient of active earth pressure ?
Active earth pressure = 1-sin30°/1-sin30° = 1/2
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Angle of internal friction 30° হলে coefficient of active earth pressure = 1/3.
2. যে অনুভূমিক চাপের প্রভাবে ঠেস কাঠামোর ভরাটকৃত সামগ্রীর সংনমন ঘটে, তাকে কী বলে - পরোক্ষ চাপ।
3. স্বাভাবিকভাবে স্তুপকৃত মাটির পার্শ্বতল অনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলে - স্থিরতা কোণ।
4. যে অনুভূমিক চাপের প্রভাবে ঠেস কাঠামোর ভরাটকৃত সামগ্রীর বিস্তৃতি ঘটে, তাকে কী বলে - প্রত্যক্ষ চাপ।