184. Bangabandhu Satellite-এ সর্বমোট Transponder- এর সংখ্যা-
৫৭তম দেশ হিসেবে বাংলাদেশ স্যাটেলাইটের যাত্রা শুরু করে। এতে মোট ট্রান্সপন্ডার ৪০টি। এটি যুক্তরাষ্ট্রের কেজ কেনেডি থেকে ১২ মে ২০১৮ সালে উৎক্ষেপণ করা হয়। এটি ফ্রান্সে তৈরি।
185. রঙিন Colour TV রিসিভারে Varactor Diode ব্যবহার করা হয়-
টিউনিং ডায়োডের অপর নাম ভ্যারাক্টর ডায়োড। ভ্যারাক্টর ডায়োডে প্রয়োগকৃত রিভার্স বায়াস দ্বারা পরিবর্তনশীল ক্যাপাসিট্যান্সের মান নিয়ন্ত্রণ করে এর সাহায্যে Tuning করা হয়ে থাকে।
186. একটি Amplifier বর্তনীতে coupling capacitor ব্যবহার করা হয়-
একটি ক্যাপাসিটর ব্যবহার করে অ্যামপ্লিফায়ারের এসি সিগন্যালকে যেতে দেয় এবং ডিসি সিগন্যালকে ব্লক করার ব্যবস্থা করা হয়। তাই একে DC ব্লকিং ক্যাপাসিটর বা কাপলিং ক্যাপাসিটর বলে।
রেডিও এবং টেলিভিশনে সিগন্যালের জন্য উত্তরমালা Resonant সার্কিট ব্যবহার করা হয়। রেডিও এবং টেলিভিশনে মূলত রেডিও ফ্রিকুয়েন্সি ব্যবহার হয় বলে RF Amplifier-এর জন্যই Resonant সার্কিট ব্যবহার করা হয়।
কোনো অ্যান্টেনার ক্ষেত্রে যে দিকে গেইন সর্বোচ্চ হয়ে থাকে, তাকে অ্যান্টেনার ডাইরেক্ট গেইন বা ডাইরেক্টিভিটি বলে। একে অ্যান্টেনার সর্বোচ্চ পাওয়ার গেইনও বলা হয়ে থাকে।
CATV বা Community Antenna TV মূলত Cable TV নামেও পরিচিত। মূলত Co-axial cable-এর মাধ্যমে লোকাল কমিউনিটিতে টেলিভিশন সিগন্যাল ব্যবহার করার জন্য CATV ব্যবহার করা হয়।