2246. মাল্টি প্রসেস/মাল্টি পজিশনিং ওয়েন্ডিং পদ্ধতি কোনটি?
সিম ওয়েল্ডিং (Seam welding) : সিম ওয়েল্ডিং এক ধরনের রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। ইলেকট্রিক কারেন্ট এবং চাপের সাহায্যে দুটি অনুরূপ অথবা পৃথক পৃথক মালামাল জোড়া দেওয়ার পদ্ধতিই হলো সিম ওয়েল্ডিং।
সোল্ডারিং: দুই বা ততোধিক ধাতুকে জোড়া দেওয়ার সময় তাদের না গলিয়ে জোড়া স্থানে 840°F (450℃) তাপমাত্রার চেয়ে কম গলনাঙ্কের ফিলার ধাতু বা সোল্ডার নামক ধাতু গলিয়ে জোড়া দেওয়ার পদ্ধতিকে সোল্ডারিং বলে। গোল্ড, সিলভার, কপার, ব্রাশ এবং লোহা ইত্যাদি বেস মেটালকে সোল্ডারিং করা যায়। সাধারণত সোল্ডার সিসার (Lead) তৈরি হয়ে থাকে। সোল্ডারিং প্রক্রিয়ায় ফ্লাক্স (Flux) ব্যবহারের প্রয়োজন পড়ে না।