Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2721. একটি ডিসি পাওয়ার সাপ্লাই তৈরি করতে ন্যূনতম পক্ষে যা প্রয়োজন, তা হলো-
ব‍্যাখ্যা: একটি ডিসি পাওয়ার সাপ্লাই গঠনে প্রয়োজন- একটি ট্রান্সফর্মার, রেরিফায়ার এবং একটি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর।
একটি রেকটিফায়ার
একটি ট্রান্সফর্মার, একটি রেকটিফায়ার
একটি ট্রান্সফর্মার, একটি রেকটিফায়ার, একটি ক্যাপাসিটর
একটি ট্রান্সফর্মার, একটি রেকটিফায়ার, একটি ক্যাপাসিটর ও একটি লোড
2723. The ac system is preferred to de system because-
Current can be categorized into two types- 1. Alternating current (AC), in which flowing current changes its direction. 2. Direct current (DC), in which the current flows in one directions.
ac voltages can be easilty changed in magnitude
de motors do not have fine speed control
high voltage ac transmission is less efficient
de voltage cannot be used for domestic appliances
2724. একটি p-টাইপ সেমিকন্ডাক্টরে ফ্রি ইলেকট্রনস-
ব্যাখ্যা: । টাইপ সেমিকন্ডাক্টরের মেজোরিটি ক্যারিয়ার হোল একা মাইনোরিটি ক্যারিয়ার ইলেকট্রন।
মোজরিটি ক্যারিয়ার গঠন করে
মাইনোরিটি ক্যারিয়ার গঠন করে
কন্ডাকশনে অংশগ্রহণ করে না
হোলের সংখ্যা সমান হয়
2725. ধাতব পদার্থের সাথে তুলনা করলে প্লাস্টিকের মডুলাস এবং ইলাস্টিসিটি সাধারণত-
কম
বৃহত্তর
প্রায় সমান
সমান
2726. যখন চৌম্বক সম্পৃক্ততার কাছাকাছি পৌছে, তখন লোহার রিলেটিভ পারমিয়্যাবিলিটি-
হ্রাস পায়
বৃদ্ধি পায়
বৃদ্ধি পেয়ে দ্রুত পতন হয়
একই থাকে
2727. As the temperature of a metallic resistor is increased, the product of its resistivity and conductivity-
As the temperature of a metallic resistor is increased, the product of its resistivity and conductivity remain constant. This is because they are inversely proportional.
increases
decreases
remains constant
may increase or decrease
2728. একটি ডায়োডের সাংকেতিক চিত্রে দেখানো তীর চিহ্নটি কী নির্দেশ করে?
গ্রাউন্ড
অ্যানোড কারেন্ট প্রবাহের দিক
বিদ্যুৎ (current) প্রবাহের দিক
ইলেক্ট্রন প্রবাহের দিক
2729. প্লাস্টিকের ডিগ্রেডেশন ত্বরান্বিত হয়-
আল্ট্রা-ভায়োলেট রেডিয়েশন দ্বারা
টেম্পারেচার দ্বারা
ময়েশচার দ্বারা
উপরের সব ক'টি দ্বারা
2730. The electric potential V as a function of distance x in meters) is given by V= (5×2+ 10x-9) volt. The value of electric field at x = 1 m would be
নোটঃ Given, V= 5x2+10x-9 Electric field E dy/dx= -(10+10) E = - (10×1+10)= -20 V/m
12V/m
20V/m
-6V/m
24 V/m
2731. পদার্থে স্থানচ্যুত হলো-
পয়েন্ট ডিফেক্ট
লাইন ডিফেক্ট
প্ল্যানার ডিফেক্ট
ফ্রেংকেল ডিফেক্ট
2732. নিম্নের কোনটি তাপ এবং বিদ্যুতের সুপরিবাহী?
পলিমার
সিরামিক্স
মেটালস
পলিথিন
2733. অধিকাংশ সাধারণ ধাতুর ক্রিস্টাল স্ট্রাকচার হলো-
হেক্সাগোনাল
কিউবিক
অর্থোরহোমবিক
গ্রেইন সাইজ
2734. রিইনফোর্সড কংক্রিটে স্টিল রড নিম্নের কোনটির শক্তি বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়?
কমপ্রেসিভ
শিয়ার
স্ট্রেস
টেনসাইল
2735. তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সাথে সাথে সকল সাধারণ ধাতব পদার্থের রেজিস্টিভিটি-
শূন্যের দিকে ঝুঁকে
একটি স্থির মানের দিকে ঝুঁকে
প্রথমে হ্রাস পায় এবং পরে বৃদ্ধি পায়
প্রথমে বৃদ্ধি পায় এবং পরে হ্রাস পায়
2736. একটি লাইট ডিমার বর্তনীতে নিচের কোন ডিভাইসটিন ব্যবহার করা যাবে?
ব্যাখ্যা: ট্রায়াক হলো দুইটি SCR- এর সমতুল্য। ট্রায়াকের বিভিন্ন ব্যবহার রয়েছে। যেমন- লাইট ডিমার, ফ্যান রেগুলেটর, মোটরের গতি নিয়ন্ত্রণে।
একটি SCR
একটি FET
একটি TRIAC
কোনোটিই নয়
2737. একটি পলিমারের ক্রিস্টালাইনিটির পরিমাণ। হ্রাস পায়-
পানির শোষণ দ্বারা
প্লাস্টিক ডিফরমেশন দ্বারা
তরল অবস্থা হতে লো-কুলিং রেট দ্বারা
তরল অবস্থা হতে হাই-কুলিং রেট দ্বারা
2738. একটি রিভার্স বায়াসড আইডিয়াল ডায়োডের রেজিস্ট্যান্স হয়-
ব্যাখ্যা: ফরওয়ার্ড বায়াসে আইডিয়াল ডায়োডের বেজিস্ট্যান্স শূন্য। রিভার্স ডায়াসে আইডিয়াল ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। ওপেন সার্কিটের মতো কাজ করে। অর্থাৎ আইডিয়াল ডায়োডের রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে।
শূন্য
লো
নেগেটিভ
ইনফিনিটি
2739. Galvanized steel is generally used as
Galvanizing or galvanization is a manufacturing process where a coating of zinc is applied to steel or iron to offer protection and prevent rusting.
stray wire
earth wire
stuctural components
all of these above
2740. সর্বোত্তম চৌম্বক পদার্থ-
অ্যালনিকো
পারম্যালয়
যু-মেটাল
অ্যালকোম্যাক্স