2824. একটি বিশেষ ধরনের diode, যা অল্প ভোল্টেজেই আলোকিত হয়, যা ইন্ডিকেটর নম্বর বা অক্ষর প্রদর্শনে ব্যবহৃত হয়, তা হলো-
ব্যাখ্যা: Light Emitting Diode (LED) হলো একটি সেমিকন্ডাক্টর। আলোর উৎস, যখন এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন আলো নির্গমন করে। এটি বিভিন্ন রঙের হয়ে থাকে। এতে খুব। কম তড়িৎপ্রবাহ প্রয়োজন হয়। সাধারণত ১০-২০ মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ও ৩ ভোল্ট একটি LED জ্বালানোর জন্য ব্যবহার করা হয়। রাস্তায় যে-সব বড় স্ক্রিনের টিভি দেখা যায় তাও অসংখ্য LED-এর সমন্বয়ে করা হয়।