1103. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবহনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে ব্যবহার করা হয় সোডিয়াম। জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম। সোডিয়াম ধাতু একটি ক্ষার। এটির তাপ পরিবাহকতা ও তাপ স্থানান্তর ক্ষমতা বেশি।
1107. নিউক্লিয়ারের কন্ডেন্সার রিয়্যাক্টরের তুলনায় কত শতাংশ তাপমাত্রা শোষণ করে?
ব্যাখ্যা : কন্ডেন্সার একটি প্রয়োজনীয় যন্ত্রাংশ, যার মাধ্যমেশীতলীকরণ পানির সংস্পর্শে টারবাইন অথবা ফিড ওয়াটার হিটার হতে বিতাড়িত বাষ্পকে পানিতে পরিণত করে এবং এ পানিকে ফিডওয়াটার হিসেবে পুনরায় বয়লারে সরবরাহ করা হয়।
1111. বাষ্পবিদ্যুৎ কেন্দ্রে 'প্রাইম মুভার' হিসেবে ব্যবহৃত হয়-
ব্যাখ্যা: স্টিম পাওয়ার প্লান্টে স্টিম টারবাইনকে প্রাইম মুভার হিসেবে ব্যবহার করা হয়। স্টিম টারবাইন এমন একটি যন্ত্র, যা বয়লারে উৎপন্ন বাষ্পের ধাক্কায় চালিত হয়ে যান্ত্রিক গতিশক্তি লাভ করে এবং এর সাথে সংযুক্ত জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎশক্তি উৎপন্ন করে।
1116. বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
ব্যাখ্যা: Rooppur পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নের রূপপুর গ্রামে স্থাপন করা হয়। ২০১৩ সালে এর কাজ উদ্বোধন করে। প্রধানমন্ত্রী। এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪০০MW