Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
321. একটি সিনক্রোনাস মোটরে উৎপন্ন মেকানিক্যাল পাওয়ার কোনটির উপর নির্ভরশীল নয়?
প্রয়োগকৃত স্টেটর ভোল্টেজ
টর্ক অ্যাঙ্গেল
স্পিড
ফিল্ড এক্সাইটেশন
322. ভূপৃষ্ঠে Transmitter ও receiver station নিয়োগ কোন frequency band- satellite-এর সায়ে communicate করে?
Setellite এর সাথে Communication করার জন্য High Frequency (UHF) band ব্যবহার করা হয়। এর মান 300MH:-3GH:
HF band
Microwave frequency band
VHF band
UHF band
323. চলন্ত অবস্থায় একটি সিনক্রোনাস মোটর সিনক্রোনাস স্পিডে চলতে বাধ্য হয়, কারণ-
স্টেটর এবং রোটর পোলসমূহের মধ্যে ম্যাগনেটিক লকিং
এর পোল ফেসে ড্যাম্পার ওয়াইন্ডিং
স্টেটর ফ্লাক্স কর্তৃক রোটর ফিল্ডে আবিষ্ট
ই.এম.এফ, লেঞ্জেস ল'র কারণে বাধ্যবাধকতা
324. 12-পোল বিশিষ্ট একটি 3-ফেজ সিনক্রোনাস মোটর 440V, 50Hz সরবরাহে চলে। মোটরের স্পিড কত?
750 гpm
1500 rpm
500 rpm
1000 rpm
325. Cable TV-গুলো-
অনেকগুলো TV একটি ক্যাবলের সাথে সংযুক্ত থাকে, বেগার একটি কমন Receiving Antenna ব্যবহার করে কার্যচেন পরিচালনা করা হয়।
একটা common channel আছে
একটা common receiving antenna আছে
একটা common transmitting antenna আছে
antenna এবং receiver-এর মাঝে একটা সোমাগার cable আছে
326. একটি সিনক্রোনাস মোটর শুধুমাত্র একটি স্পিডেই চলে, কারণ-
ব‍্যাখ্যা: একটি সিনক্রোনাস মোটর সিনক্রোনাস স্পিড (N.=1201) P অর্থাৎ Constant স্পিডে ঘুরে কারণ এটি একটি ডাবলি ফেড মেশিন।
এটি ডাবলি ফেড মেশিন
এটি সিঙ্গলি ফেড মেশিন
এতে কোনো লস নেই
এতে ড্যাম্পার ওয়াইন্ডিং থাকে
327. Vidicon হচ্ছে-
বর্তমানে ব্যবহৃত Camera Tube-গুলো হলো- Valian plumbicon, image-orthicon
একটা camera tube
একটা picture tube
একটা electron gun
একটা video signal amplifier
328. প্রতিটি TV station-কে যে channel- assign কর হয়, তার width হচ্ছে-
TV station-এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি ব্যান্ডউইডথ অডিও সিগন্যালো জন্য 2MHz এবং ভিডিও সিগন্যালের জন্য 4MHz
৪ মেগাহার্টজ
৩.৫৮ মেগাহার্টজ
৪.৫ মেগাহার্টজ
৬ থেকে ৮ মেগাহার্টজ
329. একটি Closed circuit TV system-এ-
Closed circuit TV system-এ একটি TV Monitor-এর সাথে কতকগুলো CC ক্যামেরা সরাসরি সংযুক্ত থাকে বলে এতে কোনো অ্যান্টেনার প্রয়োজন হয় না।
কোনো অ্যান্টেনার প্রয়োজন হয় না
কোনো receiving অ্যান্টেনার প্রয়োজন হয় না
কোনো transmitting অ্যান্টেনার প্রয়োজন হয় না
উপরের কোনোটিই নয়
330. একটি সিনক্রোনাস মোটর যখন সিনক্রোনিজমের বাইরে আনা হয়, তখন স্টেটর কারেন্ট-
ব্যাখ্যা: একটি সিনক্রোনাস মোটর যখন সিনক্রোনিজমের বাইরে নিয়ে আসা হয় তখন স্টেটর কারেন্ট অত্যধিক বৃদ্ধি পায়।
শূন্য হয়
অপরিবর্তিত থাকে
অত্যধিক হ্রাস পায়
অত্যধিক বৃদ্ধি পায়
331. Color picture tube এর-
সাধারণত Colour picture tube-এ তিনটি elect থাকে। কিন্তু ট্রিনিট্রন কালার পিকচার টিউবে তিনটি গানের পরিবর্তে একটি মাত্র গান থাকে।
তিনটি electron gun আছে
একটি electron gun আছে
তিনটি phosphor dot screen: লাল, সবুজ, নীস
ক এবং খ উভয়টিই
332. একটি Satellite TV মানে হচ্ছে একটি TV receiver, যা-
Satellite TV হচ্ছে এক ধরনের অ্যান্টেনা। এটি স্যাটেলাইট হতে সরাসরি সিগন্যাল গ্রহণ করে।
Close circuit TV system-এ ব্যবহৃত হয়
TV broadcast station থেকে প্রেরিত signal গ্রহণ করে
একটি ডিশ অ্যান্টেনাবিশিষ্ট এবং একটা satellite থেকে সরাসরি signal গ্রহণ করতে পারে
উপরের কোনোটিই নয়
333. যখন একটি সিনক্রোনাস মোটর নো-লোড অবস্থায় চলে, তখন টর্ক অ্যাঙ্গেল হয় প্রায়-
90° ইলেকট্রিক্যাল
45° ইলেকট্রিক্যাল
30° ইলেকট্রিক্যাল
0° ইলেকট্রিক্যাল
334. একটি সিনক্রোনাস মোটরের সাইজ নির্ণীত হয় এর-
ব্যাখ্যা: KVA রেটিং দ্বারা সিনক্রোনাস মোটরের সাইজ নির্ণীত হয়। AVA রেটিং যত বেশি হবে সাইজ তত বড় হবে। রেটিং কম হলে সাইজ কম হবে।
kW রেটিং দ্বারা
MW রেটিং দ্বারা
kVAR রেটিং দ্বারা
KVA রেটিং দ্বারা
335. একটি সিনক্রোনাস মোটর চালু করতে নিম্নের কোন পদ্ধতিটি ব্যবহৃত হয়?
আর্মেচার সার্কিটে রেজিস্ট্যান্স স্টার্টার
DC motor
ড্যাম্পার ওয়াইন্ডিং
কোনোটিই নয়
336. একটি সিনক্রোনাস মোটরের ঘূর্ণনের দিক পরিবর্তন করতে হলে নিম্নের যে-কোনো একটি করতে হবে-
ব‍্যাখ্যা: স্টেটর লাইনের যে-কোনো দুটি আন্তঃপরিবর্তন করে একটি সিনক্রোনাস মোটরের ঘূর্ণনের দিক পরিবর্তন করা যায়।
ডি.সি. ফিল্ড এক্সাইটেশন শূন্যতে কমিয়ে আনতে হবে
সাপ্লাই ফ্রিকুয়েন্সি পরিবর্তন করতে হবে
সাপ্লাই ভোল্টেজ পরিবর্তন করতে হবে।
স্টেটর লাইনের যে-কোনো দুটি আন্তঃপরিবর্তন করতে হবে
337. একটি সিনক্রোনাস মোটরে বর্ধিত লোড চাহিদা পূরণ করা যায়-
স্পিডহ্রাস করে
স্পিড বৃদ্ধি করে
স্টেটর কারেন্ট হ্রাস করে
স্টেটর পোল এবং রোটর পোল স্থানান্তর সাপেক্ষে
338. একটি সিনক্রোনাস মোটরের স্পিড পরিবর্তন করা যেতে। পারে, নিম্নের কোনটি পরিবর্তন করে?
মেকানিক্যাল লোড
সাপ্লাই ফ্রিকুয়েন্সি
সাপ্লাই ভোল্টেজ
ফিল্ড এক্সাইটেশন
339. নিম্নোক্ত কারণে একটি TV transmitting antenna সীমিত দূরত্ব পর্যন্ত signal পাঠাতে পারে-
Electromagnetic Interference (EI)-এর অপর নাম Ra Frequency Interference (RFI)। যখন বাহ্যিক কোনো উৎস হরা রেডিও ফ্রিকুয়েন্সি স্পেকট্রাম বাধাপ্রাপ্ত হয় তখন এ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন দ্বারা বৈদ্যুতিক সার্কিটকে প্রভাবিত করে বলে সীমিত দূরত্ব পর্যন্ত signal পাঠানো সম্ভব হয়।
Electromagnetic interference
আয়োনোস্ফেয়ার থেকে reflection
ব্যবহৃত carrier wave-এর line of sik propagation বৈশিষ্ট্য
earth curvature-এর বরাবরে propagation
340. প্রদত্ত একটি লোডের জন্য একটি সিনক্রোনাস মোটরের স্বাভাবিক ফিল্ড এক্সাইটেশন এমন হয় যে, যাতে পাওয়ার ফ্যাক্টর হয়-
ব্যাখ্যা: স্বাভাবিক এক্সাইটেড সিনক্রোনাস মোটর একটি রেজিস্টরের মতো কাজ করে। * আন্ডার এক্সাইডেড সিনক্রোনাস মোটর একটি ইন্ডাক্টরের মতো কাজ করে। * ওভার এক্সাইডেড সিনক্রোনাস মোটর একটি ক্যাপাসিটরের মতো কাজ করে।
ইউনিটি
0.8 লিডিং
0.8 ল্যাগিং
0.9 লিডিং