ব্যাখ্যা: 'এ' স্ট্রোক এর জন্য অতি উচ্চ কোনো অবজেক্টের প্রয়োজন হয়, অবজেক্টে বিপরীত চার্জ সৃষ্টি করতে কিছুক্ষণ সময়ের দরকার পড়ে। এটি বৈদ্যুতিক সিস্টেমে প্রচণ্ডতম আঘাত হানার ক্ষমতা রাখে। তবে এ প্রকার স্ট্রোক সচরাচর সংঘটিত হয় না। প্রয়োজনীয় প্রটেকশনের মাধ্যমে এর দ্বারা সৃষ্ট পাংসাত্মক প্রতিক্রিয়া অনেকাংশে রোধ করা যায়।