68. এসি পরিমাপে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ব্যবহারের উদ্দেশ্য-
ব্যাখ্যা: সাধারণত এসি সিস্টেমে বিভিন্ন মান যেমন- ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার এনার্জি, ফ্রিকুয়েন্সি পরিমাপ করতে ইনস্ট্রমেন্ট ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। মূলত রিলের সাথে ইনস্ট্রমেন্ট ট্রান্সফর্মার ব্যবহার করে পাওয়ার সিস্টেমকে রক্ষা করার জন্য এই ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। তবে নিম্ন রেঞ্জবিশিষ্ট ইনস্ট্রুমেন্টের রেঞ্জ বৃদ্ধি করে ইনস্ট্রমেন্টগুলোর সক্ষমতা বৃদ্ধি করার জন্যও এই ট্রান্সফর্মার ব্যবহার করা হয়।