51. একটি শিল্পপ্রতিষ্ঠানের ভোল্টেজ খুব উঠানামা করে। এটা নিরসনের জন্য কোন ব্যবস্থাটি গ্রহণ করা উচিত?
ব্যাখ্যা: উচ্চ বা নিম্ন ভোল্টেজ অবস্থার সংশোধন করতে ট্রান্সফর্মারে টেপিং প্রদান করা হয়। নির্ধারিত প্রাইমারি ভোল্টেজ থেকে ৫% উপরে অথবা নিচে টেপিং (Taping) সেট করা হয়। অর্থাৎ শিল্পকারখানায় ভোল্টেজ উঠানামা করলে পাওয়ার ফ্যাক্টর কারেকশন করে সমাধান না হলে ট্রান্সফর্মারের টেপিং বদলাতে হবে।
53. কোন ওয়্যারিং বাংলাদেশে সাধারণত ব্যবহৃত হয় না-
ব্যাখ্যা: বাংলাদেশে আগে ক্লিট ওয়্যারিং এবং কেসিং ওয়্যারিং-এর প্রচলন ছিল। তবে বর্তমানে প্রধান তিন ধরনের ওয়্যারিং ব্যবহার হয় (1) ব্যাটেন ওয়্যারিং, (ii) কভুইট ওয়্যারিং ও (iii) চ্যানেল ওয়্যারিং।