322. 'Babul got his transcripts (send) to the university'.
Hints: Get-এর পর complement সাধারণত ব্যক্তিবাচক হলে এরপর verb-এর infinitive from বসে আর বস্তুবাচক complement হলে verb-এর p.p ব্যবহৃত হয়। প্রদত্ত বাক্যে যেহেতু transcripts বস্তুবাচক, সুতরাং এরপর verb-এর p.p sent বসবে।
Hints: It is time-এর পর pronoun-এর subjective form আসলে সেই subjective form-এর পর verb-এর past form ব্যবহৃত হয়। সুতরাং শূন্যস্থানে realize-এর past form realized বসবে।
Hints: I wish, I fancy-এর পর subject আসলে এরপর verb-এর past form ব্যবহৃত হয় আর modal auxiliary verb-এরও past form ব্যবহৃত হয়। সুতরাং সঠিক expression হলো could solve