370. I wish I-- the answer. The correct verb in the blank is:
Hints: Present perfect tense এর গঠন অনুসারে luas এর পরে মূল verb এর past form বসে। তবে verb-টি be verb হলে subject নির্বিশেষে were বসে। অপশনগুলোর মধ্যে একমাত্র knew আছে past form-এ।
371. I, who --your friend, will help you in all possible ways.
Hints: Who-এর পূর্বে। থাকায়। কে follow করে who-এর পর am বসবে। Am বসিয়ে প্রদত্ত বাক্যের অর্থ: আমি, যে তোমার বন্ধু, তোমাকে সম্ভাব্য সকল ভাবে সাহায্য করব।
Hints: Yet negative বাক্যে ব্যবহৃত হয়। Present perfect tense এর সঠিক structure হলো sub + have/has + not + verb-এর p.p। সুতরাং শূন্যস্থানে hasn't decided বসবে।
Hints: কোনো কাজ শেষ হয়েছে কিন্তু এখনো এর ফল শেষ হয়নি এমনটি বোঝাতে verb- এর present perfect tense হয়। Have finished যোগে প্রদত্ত বাক্যের অর্থ-যে উপন্যাস তুমি পড়ে শেষ করেছ সেটি আমার পরিচিত।