3742. Rina proceeded as though she (know) everything.
As though-এর পূর্বের clauseটি past indefinite tense এ থাকায় এর পরবর্তী clauseটি past perfect tense এ হবে। সুতরাং past perfect tense-এর structure অনুযায়ী সঠিক expression হবে had known।
Hints: Lack of interest দ্বারা বোঝায় কোনো কিছুতে উৎসাহ বোধের অভাব। Indifferent,শব্দের অর্থ উদাসীনতা, callous শব্দের অর্থ কঠিন, নির্মম, উদাসীন, Neutral শব্দের অর্থ- নিরপেক্ষ, Disinterested শব্দের অর্থ নিরপেক্ষ।
Hints: Cohesive দৃঢ়ভাবে একত্রে লেগে রাখা, Bend without too much difficulty together- একত্রে লেগে থাকা, Break easily (দৃঢ়ভাবে লেগে থাকে) তা অবশ্যই stick together খুব বেশি কাঠিন্য ছাড়াই বাঁকা হয়, Stick সহজেই ভেঙে যায়। যে জিনিস Cohesive (একত্রে লেগে থাকে)।
3747. Complete the sentence: Rahim has been working-.
নির্দিষ্ট সময়ের পূর্বে since আর ব্যাপক সময়ের পূর্বে for বসে। Morning যেহেতু নির্দিষ্ট সময় সুতরাং এর পূর্বে since বসবে। Since morning বসিয়ে প্রদত্ত বাক্যের অর্থ সকাল থেকে রহিম কাজ করছে।
3754. Considering how long she yearned to see Italy, her first reaction was curiously tepid.
How long যুক্ত বাক্যটি past perfect বা present perfect tense হয়। দুটি clause-এর একটি clause past tense-এ থাকায় অপর clauseটি past perfect tense-এ হবে। সুতরাং she এবং yearned-এর মাঝে past perfect tense-এর structure অনুযায়ী had বসবে।
Provided-এর পূর্বে future indefinite tense হওয়ায় provided-এর পরবর্তী clauseটি present indefinite tense এ হবে। সুতরাং শূন্যস্থানের জন্য সঠিক expression হলো circumstances favour us.