Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

English MCQ
3761. 'Venerate' means-
Hints: Venerate - অর্থ শ্রদ্ধা করা, করা; abuse গালি দেয়া; respect venerate-এর অর্থ হচ্ছে respect। সম্মান করা। Option গুলোর মধ্যে defame নিন্দা সম্মান করা এবং accuse- দোষারোপ করা।
defame
respect
accuse
abuse
3762. the same meaning: Viable
possible
that can be done
capable
that will work
3763. Choose the correct synonym for- 'Extempore'
Hints: Extempore অর্থ- পূর্বপ্রস্তুতিহীন; উপস্থিত। Planned অর্থ- পরিকল্পিত; Improvise অর্থ- তাৎক্ষণিকভাবে উদ্ভাবন বা প্রস্তুত করা; Impromtu অর্থ- প্রত্যুৎপন্ন, পূর্বপ্রস্তুতিহীন এবং Immediate অর্থ- তাৎক্ষণিক।
Planned
Improvise
Impromptu
Immediate
3764. Past form of 'Wear' is -
Wear (পরিধান করা; অঙ্গে ধারণ করা)-এর past form 'wore' আর past participle form হলো worn।
Weared
Wore
Worn
Worned
3765. I waited for my friend until he -
Until যুক্ত একটি clause past indefinite tense এ থাকলে অপর clause টিও past perfect tense-এ হবে। সুতরাং শূন্যস্থানে had come হবে।
came have
came
had come
has come
3766. The verb ' succumb' means-
Hints: Achieve-এর অর্থ অর্জন করা, submit এর অর্থ দাখিল করা, win-এর অর্থ জয় করা, conquer-এর অর্থ জয় করা এবং succumb-এর অর্থ দাখিল করা।
achieve
submit
win
conquer
3767. Choose the correct synonym for- Menacing'.
Hints: Menacing অর্থ ভীতিকর। Encouraging অর্থ- উৎসাহব্যঞ্জক, Alarming অর্থ- ভীতিকর; Promising অর্থ- সম্ভাবনাময় এবং Auspicious অর্থ- শুভং অনুকূল।
Encouraging
Alarming
Promising
Auspicious
3768. He found the gold coin- the floor
একটি কাজ চলার সময় যে কাজটি চলছিল সেটি Past continuous tense বা while + verb + ing যুক্ত হয়। সুতরাং শূন্যস্থানে while cleaning বসবে। while cleaning যোগে বাক্যটির বাংলা: মেঝে পরিষ্কারের সময় সে একটি স্বর্ণমুদ্রা পেল।
as he had cleaned
while he cleans
which he is cleaning
while cleaning
3769. The nosed word mbahaka city has increased exponentially. Here the underlined word means-
Hints: Exponentially শব্দের অর্থ (গতি বা বৃদ্ধির ক্ষেত্রে) দ্রুত। Option গুলোর মধ্যে amazingly অর্থ বিশ্বয়করভাবে; steadily স্থিরভাবে; shockingly- জঘন্যভাবে, শ্রীতিজনকভাবে এবং rapidly- দ্রুতভাবে। সুতরাং exponentially শব্দের অর্থ rapidly।
rapidly
amazingly
shockingly
steadily
3770. Select the word that is the most closely opposite in meaning to the capitalized word: DELETERIOUS.
Hints: Deleterious-ক্ষতিকর। Option সমূহের মধ্যে Toxic- বিষাক্ত, spurious-কৃত্রিম, মিথ্যা, harmless অহিংস, যা ক্ষতি করে না, lethal মারাত্মক ক্ষতিকর। অতএব অর্থের দিক থেকে deleterious এবং harmless পুরোপুরি opposite বা বিপরীতার্থক।
spurious
toxic
lethal
harmless
3771. Give the antonym of the word 'transitory'.
Hints: Transitory অর্থ ক্ষণস্থায়ী। Option-গুলোর মধ্যে temporary, transparent short-lived-এর অর্থ ক্ষণস্থায়ী, স্বল্পকালীন এবং permanent অর্থ স্থায়ী। সুতরাং transitory-এর antonym হচ্ছে permanent
temporary
permanent
transparent
short-lived
3772. What would be the best antonym of "hibernate"?
Hints: Hibernate অর্থ- নিষ্ক্রিয় অবস্থায় থাকা বা অলসভাবে সময় কাটানো। Oplan গুলোর মধ্যে dormancy অর্থ সুপ্তাবস্থা, স্থগিত অবস্থা; liveliness-কর্মতৎপরতা, সক্রিয়তা, sluggishness অলসতা, জড়তা এবং democracy অর্থ-গণতন্ত্র। সুতরাং hibernate এর antonym হচ্ছে liveliness
Dormancy
liveliness
sluggishness
democracy
3773. Which of the following is a strong verb?
যেসব verb-এর অন্তর্গত vowel পরিবর্তন করে past form এবং অন্তর্গত vowel পরিবর্তন করে অথবা n, en, ne যোগ করে past participle গঠিত হয়, তাদেরকে strong verb বলে। সুতরাং option গুলোর মধ্যে strong verbটি হলো run। কারণ run থেকে run-এ রূপান্তর ঘটেছে।
Run
Walk
Make
Jog
3774. Pick the word that is synonymous with 'authoritarian'.
Hints: Authoritarian অর্থাৎ কঠোর শাসক, autocratic-এর অর্থ স্বৈরাচারী, স্বৈরশাসক, senior-এর অর্থ ঊর্ধ্বতন, elderly-এর অর্থ বয়োজ্যেষ্ঠ, potential-এর অর্থ রক্ষণশীল।
autocratic
senior
elderly
potential
3775. What would be the right antonym for 'initiative'?
Hints: Initiative অর্থ পরিকল্পনা, উদ্যোগ, প্রারম্ভ। Option গুলোর মধ্যে apathy-অর্থ অনীহা, অনাগ্রহ; indolence অলসতা; enterprise-প্রারম্ভ, উদ্যোগ এবং activity অর্থ কার্যকারিতা, সক্রিয়তা। Initiative এর antonym হিসেবে apathy ও indolence হতে পারে।
indolence
enterprise
activity
apathy
3776. The synonym for 'Obdurate'-
Hints: Deceitful-প্রবঞ্চনাপূর্ণ। Stubborn- অবাধ্য। Sly- চতুর, শঠ, হুর্ত। Swindler-প্রতারক, জোচ্চর। Obdurate- একগুঁয়ে, অবাধ্য।
Stubborn
Deceitful
Sly
Swindler
3777. Which sentence is in past indefinite tense?
Past indefinite tense-এর structure হলো sub + verb-এর past form + extension, সুতরাং past indefinite tense যুক্ত বাক্য হলো Salam had a house। কারণ have verbটির past form হলো had।
Tomal has played football.
Salam had a house.
Boys were playing.
It has rained.
3778. The word 'permissive' implies-
Hints: Permissive-এর অর্থ অনুমোদনকারী, humble অর্থ সরল, law-abiding-এর অর্থ আইন মান্যকারী, liberal এর অর্থ স্বাধীনচেতা, submissive-এর অর্থ দাখিলযোগ্য। সুতরাং Permissive-এর সমার্থক liberal।
humble
liberal
law-abiding
submissive
3779. the same meaning: Gullible
Hints: Gullible- অর্থ বিশ্বাসপ্রবণ। foolish- বোকা, Willing to believe anything or anyone- যে কোনো কিছু বা যে কাউকে বিশ্বাস করতে ইচ্ছুক, Simple- সাধারণ এবং easily deceived- অনায়াসে প্রতারিত।
foolish
simple
willing to believe anything or anyone
easily deceived
3780. Societies living in the periphery are always ignored. Here the underlined word means
Hints: Periphery অর্থ- চৌহদ্দি বা শেষ সীমানা। Option গুলোর মধ্যে offshore areas- সমুদ্রতীর হতে দূরবর্তী এলাকা; marginal arnas - প্রান্তিক/শেষ সীমা; backurrd regions- অনুন্নত এলাকা। সুতরাং অর্থগত দিক থেকে periphery শব্দের অর্থ হচ্ছে marginal areas।
Offshore areas
marginal areas
remote places
backward regions