Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

English MCQ
3781. What is the past participle of the word 'do'?
Do (করা)-এর past form did আর past participle form হলো done। সুতরাং do-এর past participle হলো done ।
did
done
undone
undo
3782. Have you ever - to Japan?
Present perfect interrogative বাক্যের ক্ষেত্রে ever-এর পর verb-এর p.p যুক্ত Derb প্রয়োজন। সুতরাং শূন্যস্থানে been বসবে।
been
went
go
visit
3783. A chart was appended to the report. Here 'appended' means-
Hints: Append শব্দটির অর্থ লেখায় বা ছাপায় যুক্ত করা। এর synonyms associutte. connect, join, engage ইত্যাদি।
changed
removed
joined
shortened
3784. I reached the station after the train (to leave).
After conjunction দ্বারা যুক্ত দুটি clause এর একটি past indefinite আর অপরটি past perfect tense এ হয়। Past Indefinite tense যুক্ত clause টি দেয়া থাকায় অপর clause টির verb past perfect tense অনুযায়ী হবে। সুতরাং সঠিক বাক্য I reached the station after the train had left .
I reached the station after the train has left.
I reach the station after the train has been left.
I reached the station after the train left.
I reached the station after the train had left.
3785. I - here since 2012.
কোনো কাজ নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে চলতে থাকলে ঐ বাক্যটি present perfect continuous tense এ ব্যবহত হয়। উক্ত tense-এর গঠন হলো sub + have/has + been + verb + ing + since/for+ time। সুতরাং শূন্যস্থানে have been living .
have been living
lived
live
am living
3786. They - here since 1999.
Since + নির্দিষ্ট সময় যুক্ত বাক্যটি present perfect continuous tense এ হবে। Present perfect tense যুক্ত বাক্যটির structure : sub + have/has + been + verb + ing / সুতরাং সঠিক expression হলো have been living |
have live
have living
have been lived
have been living
3787. I have - my supper.
Present perfect tense গঠনের ক্ষেত্রে have verb-এর পর verb লাগবে। সুতরাং শূন্যস্থানে have verb-এর pp 'had' বসবে।
has
will have
had
having
3788. Which do you think is the nearest in meaning to 'proviso':
Hints: Proviso অনুবিধি/শর্ত। অন্য option গুলোর মধ্যে sanction- অনুমোদন; substitute- বিকল্প; stipulation-পণ, মুক্তিপণ, শর্ত; directive নির্দেশনামূলক। সুতরাং দেখা যায় অর্থের দিক থেকে 'proviso' ও 'stipulation' কাছাকাছি।
sanction
directive
substitute
stipulation
3789. Choose the correct tense-
'Lie down' অর্থ শুয়ে পড়া। শুয়ে পড়া অর্থে lie-এর past form হলো lay আর past participle হলো lain। Lie-এর present participle রূপ lying। সুতরাং প্রথম বাক্যে sub-এর পর lain-এর ব্যবহার ভুল। দ্বিতীয় বাক্যে laid-এর স্থলে lain হলে বাক্য সঠিক হতো। চতুর্থ বাক্যটিতে will lay ব্যবহার ভুল। তাই সঠিক বাক্য (গ)।
Javed was so exhausted that he lain down for a sleep.
Javed was so exhausted that he had laid down for a sleep.
Javed was so exhausted that he was lying down for a sleep.
Javed was so exhausted that he will lay down for a sleep.
3790. According to the conditions of my scholarship, after finishing my degree -.
কোনো clause-এর পূর্বে Preposition + V. ing + object থাকলে কিংবা V.ing + object যুক্ত Phrase থাকলে কমার পর মূল clause-এর Subject হিসেবে কেবল ঐ নির্দিষ্ট ব্যক্তিসত্তাকেই ব্যবহার করতে হবে। Finishing-এর পরে my থাকায় I কে Subject হিসেবে নিতে হবে। তবে of-এর পরিবর্তে by ব্যবহৃত হবে।
my education will be employed by the University
employment will be given to me by the University
the University will employ me
I will be employed of the University
3791. Which one is the correct antonym of 'frugal'?
Hints: Frugal (মিতব্যয়ী, হিসাবি)-এর সঠিক antonym হলো spendthrift (অমিতব্যয়ী, অপব্যয়ী)। তাছাড়া extraordinary শব্দের অর্থ অসাধারণ, economical অর্থ মিতব্যয়ী, হিসাবি যা frugal- এর সমার্থক আর authentic শব্দের অর্থ খাঁটি, অকৃত্রিম।
Extraordinary
spendthrift
economical
authentic
3792. Which one of the following is the -ing form of the verb 'singe'?
সাধারণ কোনো verb-এর শেষে e থাকলে ing যুক্ত করতে তুলে দিতে হয়। কিন্তু singe (হালকাভাবে পোড়ানো) verbটির সাথে ing যুক্ত করতে e letter টি অবিকৃত থাকবে। সুতরাং word টি সঠিক ing form হলো singeing |
singing
singeing
singging
singeiing
3793. She told me his name after he -.
অতীতের দুটি কাজের মধ্যে যেটি আগে হয় সেটি Past Perfect এবং পরে যেটি হয় সেটি Past Indefinite হয়।
left
had left
has left
has been leaving
3794. Choose the correct option: Even as harvesting was going on-
বাক্যে Principle clause এবং subordinate clause একই tense-এর হওয়া বাঞ্ছনীয়। এক্ষেত্রে (খ)-তে passive form হলেও verbটি ভুল, তা begun হওয়া উচিত ছিল। (গ) তে had-এর পর begun হওয়া আবশ্যক। ঘ-তে present tense ব্যবহার করা হয়েছে।
the rainy season began.
the rainy season was began.
the rainy season had began.
the rainy season begins.
3795. The path ... paved, so we were able to walk through the path.
অতীতকালের দুটি কাজের কথা নির্দেশ করা হয়েছে। নিয়মানুযায়ী পূর্বে সংঘটিত কাজটি হবে Past Perfect Tense আর পরেরটি হবে Past Indefinite Tense |
was
had been
has been
being
3796. The present verb form of the word 'sworn' is:
Sworn -এর present form হলো swear (শপথ নেয়া)।
swore
swor
swered
swear
3797. The past tense of the verb 'swing' is -.
Swing (দোলা বা দোলানো)-এর past form এবং past participle form হলো swung।
Swing
Swinged
Swung
Swunged
3798. She has been ill - Friday last.
নির্দিষ্ট সময় শুরু হয়ে এখনো চলছে এমন বোঝাতে Present perfect continuous tense বা be verb-এর ক্ষেত্রে present perfect tense এ হয় এবং নির্দিষ্ট সময়ের পূর্বে since ব্যবহৃত হয়।
from
on
in
since
3799. The new offer of job was alluring. Here 'alluring' means-
Hints: Alluring-লোভনীয়। অন্য option-গুলোর মধ্যে unexpected অপ্রত্যাশিত, tempting- প্রলুব্ধকর/লোভনীয়, disappointing- হতাশাজনক, ordinary- সাধারণ।
unexpected
disappointing
tempting
ordinary
3800. The past participle form of the verb 'Fell' is-
Fell (কেটে ফেলা) শব্দটির past participle হলো felled।
felt
fallen
felled
fled