4643. Which word can be used both as verb and noun?
Hints: প্রদত্ত চারটি options এর মধ্যে (ক) Waste শব্দটিই verb এবং noun হিসেবে ব্যবহৃত
হয়। অন্য তিনটির মধ্যে (খ) Ear শুধু noun, (গ) Pretend শুধু verb এবং (ঘ) Famous হলো
adjective। অতএব, (ক) Waste শব্দটিই সঠিক উত্তর। 'Waste' অর্থ অপচয় করা অথবা 'বর্জ্য'।
Hints: Adverb এর কাজ হচ্ছে verbকে modify করা। verb সম্পন্ন হওয়ার সময়, স্থান,mধরন ইত্যাদি নির্দেশ করে adverb Somebody, someone দ্বারা কোনো অজ্ঞাত ব্যক্তিকে বোঝায়। Something দ্বারা অজ্ঞাত বন্ধুকে বোঝায়। Sometime দ্বারা verb-এর সম্পাদনের সময় বোঝায় অর্থাৎ terbকে modify করে। যেমন- He sometimes comes here
4646. Although sunlight appears white,--- is actually a combination of all the colors of the spectrum.
Hints: Although দ্বারা দুটি clause যুক্ত হলে দুটি অংশে পৃথক verb প্রয়োজন হবে, কিন্তু অতিরিক্ত conjunction প্রয়োজন হবে না। সুতরাং শূন্যস্থানে it ব্যবহৃত হবে কারণ sunlight এর pronoun হিসেবে it ব্যবহৃত হয়।
4648. He fathered the plan. Here the word 'father' is-
Hints: Father শব্দটি verb এবং noun উভয় অর্থেই ব্যবহৃত হতে পারে। প্রদত্ত বাক্যে father verb হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং Verb হিসেবে father-এর অর্থ কোনো ধারণা বা পরিকল্পনার উদ্ভাবক হওয়া।
Hints: "Homely adjective-এর উদাহরণ। উল্লেখ্য, noun-এর সাথে ly যুক্ত হলে সেটা adjective হয় আর adjective-এর সাথে ly যুক্ত করলে সেটা adverb হয়। এখানে home শব্দটি noun, এর সাথে l যুক্ত হয়েছে। তাই এটি adjective।
4653. In the sentence "He is taller than I" the underlined word is a/an-
Hints: প্রদত্ত Quotation এ 'than' adjective নয় কেননা adjective noun বা pronoun- কে modify করে, 'thuan' কোনো কিছুর নাম নয় তাই তা noun নয়, তা preposition ও নয় কারণ preposition pronoun-এর objective form-এর পূর্বে বসে। এখানে 'than' conjunction-এর কাজ করেছে কারণ 'tiuin' দুই বাক্যাংশকে সংযুক্ত করেছে। উল্লেখ্য, প্রদত্ত অংশে than 'T' এর পরে a. উহা রয়েছে।
4654. This is the go of the world. Here 'go' is a/an
Hints: প্রদত্ত বাক্যে 'go' শব্দটি 'noun' এর উদাহরণ। এখানে 'the go, phrase এর অর্থ হচ্ছে প্রচলিত নিয়ম। তাই This is the go of the world এই বাক্যের পুরো অর্থ এটিই পৃথিবীর প্রচলিত নিয়ম।