Hints: Noun-এর পূর্বে adjective প্রয়োজন। সুতরাং boil-এর Past participle form boiled শূন্যস্থানে বসবে। কেননা verb-এর past participle form একই সাথে xerb এবং adjective-এর কাজ সম্পন্ন করে।
4671. Mr. Rohan is very friendly. Here 'friendly' is-
Hints: Noun-এর সাথে ly যুক্ত হয়ে adjective গঠিত হয় adverb নয়। প্রদত্ত বাক্যে friendly শব্দটি noun friend শব্দ থেকে এসেছে। সুতরাং friendly শব্দটি adjective.
Hints: সাধারণত adjective-এর শেষে ly যুক্ত হয়ে adverb গঠিত হয়। সুতরাং adverb টি হলো slowly . Slow এবং weak হলো adjective আর weakness (দুর্বলতা) হলো noun
Hints: Clever (চালাক) শব্দটি adjective। কারণ word টি দ্বারা ব্যক্তির গুণ নির্দেশ করে। অন্যদিকে adjective-এর শেষে l যুক্ত থাকায় briefly শব্দটি adverb আর বাকি word দুটি noun
4675. Fraility the name is women. Here 'Fraility' is-
[Note: Fraility বলে কোনো word পাওয়া যায় না। তবে শব্দটি Fraility না হয়ে Frailty
(ভঙ্গুরতা, নশ্বরতা) হলে এটি হতো noun। 'Frailty, thy name is woman' বাক্যটি
Shakespeare-এর বিখ্যাত Tragedy 'Hamlet' থেকে নেয়া।
4678. 'A rolling stone gathers no moss.' Here 'rolling' is-
Hints: Verb-এর present form-এর সাথে ing যুক্ত হয়ে একই সাথে verb এবং adjective-এর কাজ করলে তাকে participle বলে। বাক্যের rolling শব্দটি একই সাথে verb এবং adjective উভয়ের কাজ সম্পাদন করায় word টি present participle
Hints: যে Noun দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ অবস্থা বা কার্যের নামকে প্রকাশ করে তাকে Abstract Noun বলে। Option-এ এমন word টি হলো Intelligence (বুদ্ধিমত্তা)।
4680. The ultimate test of a good education is supposed to be that it teaches to think.
Hints: শিক্ষার আসল লক্ষ্য হলো সবাইকে ভাবতে বা চিন্তা করতে শেখানো তাই সঠিক বাক্য হবে: The ultimate test of a good education is supposed to be that it teaches all to think. (উত্তম শিক্ষার আসল অভীক্ষা হওয়া উচিত সবাইকে চিন্তা করতে শেখানো।)