4963. We were at a disadvantage--- that we did not have a very good knowledge of the language the others were using.
Hints: In that অর্থ for the reason that (কারণে)। শূন্যস্থানে in বসিয়ে বাক্যটির অর্থ: অন্যরা যেভাবে ভাষা জ্ঞান ব্যবহার করছিল সেরূপ আমাদের ভাষা জ্ঞান না থাকার কারণে আমরা প্রতিকূল পরিস্থিতির মধ্যে ছিলাম।
4967. 11. The retired professor decided---put---a job as an advisor of the Central Bank.
Hints: Put in for a job অর্থ চাকরির জন্য দরখাস্ত করা আর decide to + verb এর present form বসে। বাক্যে to, in, for যোগে বাক্যটির অর্থ: অবসর প্রাপ্ত অধ্যাপক কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা পদে চাকরির জন্য দরখাস্ত করার সিদ্ধান্ত নিল।
Hints: Agree with somebody on something অর্থ কোনো কিছুতে কারো সাথে একমত হওয়া। সুতরাং শূন্যস্থানে agreed with বসবে। Agreed with বসিয়ে বাক্যটির বাংলা: এ বিষয়ে আমি তার সাথে একমত হয়েছি।
4973. It is not always easy to sympathise---an unfortunate man.
Hints: Sympathise with somebody অর্থ কারো প্রতি সহানুভূতিশীল হওয়া বা সমবেদনা প্রকাশ করা। With যোগে বাক্যের অর্থ: অভাগা ব্যক্তিকে সমবেদনা প্রদান করা সবসময় সহজ নয়।
Hints: Kill by somebody অর্থ কারো কর্তৃক হত্যা করা আর kill with something অর্থ কোনো কিছু দিয়ে হত্যা করা। সুতরাং শূন্যস্থানে by, with বসিয়ে বাক্যটির বাংলা: ডাকাত কর্তৃক তাকে কুঠার দিয়ে হত্যা করা হলো।
Hints: Difficulty in + verb + ing হলো সঠিক ধারা। সুতরাং প্রদত্ত verb-এর সঠিক
form in finding / In finding যোগে বাক্যটির বাংলা: তাদের বাড়ি খুঁজে পেতে আমার কোনো সমস্যা হয়নি কিন্তু তারা বলত যে লোকজনের প্রায়ই সমস্যায় পড়ে।
4976. It is dangerous to intrude----the ememy's camp.
Hints: Intrude on/into something অর্থ- কোনো কিছুতে জোর করে প্রবেশ করা বা অনধিকার প্রবেশ। তবে into-এর পরিবর্তে on অধিক ব্যবহৃত হয়। On যোগে বাক্যটির বাংলা: শত্রুর ক্যাম্পে অনধিকার প্রবেশ বিপদজনক।
Hints: Care about somebody/something অর্থাৎ কাউকে বা কোনো কিছু নিয়ে মাথাব্যথা/পরোয়া/ভয় থাকা। Preposition, about বসিয়ে বাক্যটির বাংলা তোমার মতামতকে আমি পরোয়া করি না।
4980. He has no good cause---complaint. Darkness was the cause--- his losing his way.
Hints: Cause for something অর্থ কোনো কিছুর যুক্তি। সুতরাং for.... of বসবে আর বাক্যটির বাংলা: অভিযোগের কোনো সুযোগই ছিলো না। অন্ধকার ছিলো তার পথ হারানোর কারণ।