Hints: চারটি options-এর মধ্যে (ক) without অর্থ 'ছাড়া' (খ) but অর্থ ব্যতীত, (গ) that অর্থ যে এবং (ঘ) beside অর্থ পাশে। শূন্যস্থানে but হবে। এখানে but অর্থ except। এটি এখানে preposition হিসেবে ব্যবহৃত হয়েছে।
Hints: Call for- দাবি করা, call at- কোথাও সামান্য সময়ের জন্য থামা, call in- ডেকে আনা, call by- যাওয়ার পথে কারো সাথে দেখা করা। ডাক্তার ডেকে আনা বোঝাতে বাক্যের শূন্যস্থানে in হবে।
Hints: এটি Present perfect continuous tense-এর উদাহরণ। কোনো কাজ পূর্বে একটি নির্দিষ্ট সময়ে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলাকে Present perfect continuous tense বলে। যেহেতু এখানে definite period of time বুঝানো হয়েছে তাই since ব্যবহৃত হবে।