No sooner had + sub + verb-এর p.p.... + than + sub + verb-এর past form হলো সঠিক sequence। সুতরাং সঠিক বাক্য হলো No sooner had I reached the station than the train left !
No sooner had reached the station than the train left.
No sooner had I reached the station than the train left.
No sooner I reached the station than the train left.
No sooner had I reached the station when the train left
While দ্বারা দুটি Clause যুক্ত থাকলে প্রথম clauseটি past indefmitete হলে পরের clause টি past continuous tense-এ হবে। সুতরাং সঠিক বাক্য: The light went out while we were having our supper /
The light went out while we eat our supper
The light went out while we were having our supper.
1st conditional এ if clauseটি present indefinite tense-এ হলে result, clauseটি future indefinite tense হয়। সুতরাং সঠিক বাক্য: If you run in the rain, you will catch cold
একই জাতীয় সকলকে বোঝাতে singular common noun-এর পূর্বে a বা an বসে। সুতরাং সঠিক বাক্য an idle man can not prosper in life যার অর্থ অলস ব্যক্তি জীবনে উন্নতি করতে পারে না।
Beat (মারা)-এর past form এবং past participle হলো bent এবং beaten আর black and blue অর্থ প্রচণ্ড। সুতরাং সঠিক বাক্য The teacher beat the student black and blue যার অর্থ শিক্ষক ছাত্রটিকে প্রচণ্ড মারলেন।
সভাটি ছিল একটা বিপর্যয়। আর বিপর্যয় যেহেতু সেহেতু কারোই থাকার কথা না। সুতরাং শূন্যস্থানে was nobody বসবে। Wasn't nobody বসবে না, কারণ Double negative ব্যবহৃত হয় না, was anybody হবে না কারণে anybodye negative বাক্যে ব্যবহৃত হয় আর was somebody positive ধারণা দেয়।
বাক্যে Last night থাকাতে বাক্যটি past indefinite tense এ হবে। Past indefinite tense-এর wh question যুক্ত interrogative বাক্যের structure: Wh question + did + sub + verb-এর base form + extension + question mark। সুতরাং শূন্যস্থানের জন্য যথাযথ expression হলো did you do।
অনির্দিষ্ট সময় থেকে চলতে থাকলে সময়ের পূর্বে for আর বাক্যটি present perfect continuous tense-এ হয়। সুতরাং সঠিক বাক্য She has been sleeping for six hours/
ভুল তথ্য সমৃদ্ধ বাক্যটি হলো English language has 5 consonants। কেননা আমরা জানি যে ইংরেজি ভাষায় ২১টি consonant এবং ৫টি vowel আছে। আর ইংরেজি ভাষা আন্তর্জাতিকভাবে গৃহীত ভাষা এবং এ ভাষার letter সংখ্যা ২৬টি।
সঠিক বাক্য He has scarcely any money. (বলতে গেলে তার কানো টাকাই নেই)। প্রথম বাক্যে to read than to write- এর স্থলে reading to writing, দ্বিতীয় বাক্যে comparatively বাদে যাবে আর তৃতীয় বাক্যে fluent এর স্থলে fluently হলে বাক্যগুলো সঠিক হবে।
একটি clause-এর সাথে আরেকটি question সংযুক্ত থাকলে সে question কে embedded question বলে। Embedded question-এর structure হলো question word + sub + verb। সুতরাং একমাত্র সঠিক বাক্য: Tell me what your name is /
Know-এর পর noun বা noun phrase না এসে যদি verb আসে তাহলে know + how to + verb-এর base form নিয়মটি follow করতে হবে আর কোনো যন্ত্রের মাধ্যমে হলে With preposition টি ব্যবহৃত হয়। সুতরাং সঠিক হলো He does not know how to write with a pen
Present perfect tense-এর structure হলো sub + have/has + verb-এর p.p। সুতরাং সঠিক বাক্য হলো Everybody has gone there। Everybody-এর পর verb-এর singular form বসে।
Feel somebody's pulse অর্থ হাতের কবজির ধমনিতে হাত রেখে নাড়িস্পন্দনের হার গণনা করা। অন্য Verbগুলো pulse-এর সাথে যথাযথ নয়। সুতরাং সঠিক বাক্য I felt his pulse!
বাক্যগুলোতে scenery শব্দটি থাকায় বোঝা যাচ্ছে, চট্টগ্রামের scenery-এর সাথে ঢাকার scenery-এর তুলনা বোঝাচ্ছে। সুতরাং সঠিক বাক্যটি হলো The scenery of Chittagong is better than that of Dhaku!
The sceneries of Chittagong are better than Dhaka.
The sceneries of Chittagong are better than that of Dhaka
The scenery of Chittagong is better than that of Dhaka.