823. The mother would not eat until she had feed all her children.
Until-এর পরের clause এ had + verb এর P.P থাকার কথা থাকলেও verb এর present form ব্যবহার করা হয়েছে। সুতরাং feed এর স্থলে feed-এর P.P. fed বসালে বাক্যটি সঠিক হবে।
For three hours (তিন ঘণ্টা ধরে) দ্বারা period of time বুঝায়। Period of time যুক্ত বাক্য present perfect continuous tense হয়। অতএব (ঘ) অপশনের বাক্যটি সঠিক।
Suicide, crime এবং offence শব্দগুলোর পূর্বে verb হিসেবে commit (সম্পাদন করা) বসে। অতএব, commit verb-এর ব্যবহার অনুযায়ী The woman committed suicide বাক্যটি সঠিক।
828. Which of the following is the correct sentence?
What he has said is right (সে যা বলেছে তা সঠিক)। কোনো বাক্য যদি what clause দিয়ে শুরু হয়, তাহলে দুটি clause-ই একটি করে verb থাকবে। আর যেহেতু বাক্যটি প্রশ্নবোধক না সেহেতু auxiliary verbটি subject-এর পূর্বে যাবে না।
বাক্যে অতীত নির্দেশক শব্দ (yesterday) থাকলে বাক্যটি past indefinite tense এ হয়। সুতরাং সঠিক উত্তর (গ)। আর subject-এর পর yesterday থাকাতে option (ক) ভুল।
প্রদত্ত চারটি sentence-এর মধ্যে (ক) There is no place it the bench-এর জায়গায় হবে There is no room in the bench. (খ) I got two broad-এর জায়গায় হবে। got two pieces of bread এবং (ঘ) I went to home-এর জায়গায় হবে। went home. কেননা home-এর আগে to মূলত preposition হয় না। কিন্তু (গ) It is a nice poem- অর্থাৎ এটি একটি সুন্দর কবিতা, বাক্যটি সঠিক।
Boast of something অর্থ কোনো কিছু নিয়ে গর্ব করা। এখানে boast of verb হিসেবে ব্যবহৃত হবে। He boasts of his wealth- সে তার সম্পদ নিয়ে দন্ত করে। অন্য বাক্যগুলোতে preposition এবং word প্রয়োগে ভুল রয়েছে।
Advice হলো uncountable noun / Advice কে countable noun এ পরিণত করতে a piece of..., two pieces of.... ব্যবহার করতে হয়। Advice এর পূর্বে an, one, a single ব্যবহার সঠিক নয়।
837. The teacher told the students that they could do good in the examination only by working hard.
Do verb-এর পরে adjective না বসে adverb বসে। যেমন, do quickly, do hurriedly ইত্যাদি। Good যেহেতু adjective সেহেতু good-এর স্থলে well ব্যবহৃত হলে বাক্যটি সঠিক হবে।
One third of + countable noun থাকলে verbটি plural হবে। One thirds of এবং one third of-এর পর countable noun-এর singular form এবং এর পর singular verb ব্যবহার করা ভুল। সুতরাং সঠিক উত্তর (খ)।
839. The jam was so severe that I had no option rather than to walk home.
Rather-এর স্থলে বাক্যে other ব্যবহৃত হবে। Other than অর্থ ছাড়া বা ব্যতীত। Other than যোগে বাক্যটির বাংলা অর্থ যানজট এত তীব্র ছিল যে আমার হেঁটে বাড়ি যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না।