801. On the other hand if you want to attend a computer seminar, lie in the sun on the first day of summer or visit Aunt Grace on Columbus day, you can easily take the day off. Which correction should be made to the sentence?
গুরুত্বপূর্ণ দিবসের নাম capital letter এ হয়ে থাকে। সুতরাং Columbus day এর স্থলে Columbus Day হলে বাক্যটি সঠিক হবে।
803. The variety of working in a different place every day or week stimulate many workers. Which is the best way to write the underlined portion of this sentence?
বাক্যে sub হলো the variety of working যা singular। এখানে singular subject অনুসরণ করে verb এর সাথে যুক্ত হবে। সুতরাং সঠিক উত্তর stimulates।
804. Your advice is no different from the other friends.
তোমার উপদেশের সাথে অন্যান্য বন্ধুদের উপদেশের তুলনা বোঝাচ্ছে। সুতরাং no different from that of the হলো underline কৃত অংশের সঠিক expression। আর বাক্যের অর্থ: তোমার উপদেশ অন্যান্য বন্ধুদের উপদেশ থেকে আলাদা নয়।
805. It was she not me who put forth the attractive proposition.
Be verb-এর পর pronoun এর subjective form বসে আর not দ্বারা যুক্ত দুটি pronoun থাকলেও দুটি pronoun-এর subjective form বসবে। সুতরাং underline কৃত অংশের জন্য সঠিক she, not I।
Appear, seem, remain, look, sound verbগুলোর পরে adjective বসে adverb নয়। আর ঠিক উল্টোটা হলো speak-এর ক্ষেত্রে adverb বসে adjective নয়। সুতরাং সঠিক বাক্য- He looked angry but did not speak angrily !
808. Some temporary agencies offer health insurance and other benefits to their workers, but others don't. Which correction should be made to the sentence?
প্রদত্ত বাক্যে কোথাও কোনো ভুল নেই সুতরাং improvement এর প্রয়োজন নেই। বাক্যটির বাংলা: কিছু অস্থায়ী সংস্থা তাদের কর্মকর্তাদের স্বাস্থ্য বীমা এবং অন্যান্য সুবিধা দেয় কিন্তু অন্যারা দেয় না।
'To have a bone to pick with somebody' phrase টির বাংলা হলো (কারো সঙ্গে) তর্ক বা নালিশ করার মতো (কারো কাছে) কোনো ব্যাপার থাকা। সুতরাং সঠিক বাক্য। I have a bone to pick with you.
811. She was hardly-hit by the recent recession. Which word(s) make this sentence incorrect?
ভুল expresion টি হলো hardly-hit কারণ be hard hit অর্থ (আর্থিক ক্ষতি, প্রিয়জনের মৃত্যু Anst ইত্যাদির কারণে) অত্যন্ত কষ্টে পড়া। Hard শব্দটি adjective এবং adverb হিসেবে ব্যবহৃত হতে পারে।
812. 'Temporary work may not be appropriate for people which crave security. Which correction should be made to the sentence
Which এর পূর্বে ব্যক্তিবাচক object আছে। কিন্তু ব্যক্তিবাচক object কে which replace করতে পারে না, who পারে। সুতরাং which এর জায়গায় who বসালে বাক্যটি সঠিক হবে।
814. . 'If you are looking for a job or plan to reenter the working world, you might find the job hunt a difficult task.' If you rewrite the sentence beginning with 'Looking for a job or' the next word should be-
Be looking to do something' অর্থ কোনো কিছুর পরিকল্পনা করা (to be planning to do something)। সুতরাং looking for a job-এর পর plan-এর স্থানে looking বসবে।
Perfect, supreme, unique প্রভৃতি শব্দগুলো নিজেরাই superlative অর্থ প্রদান করে এদের পূর্বে most বা অন্য কোনো qualifier বসে না। সুতরাং সঠিক বাক্য Perhaps, this is a unique solution to your problem |
Perhaps, this is the most unique solution to your problem.
Perhaps, this is a unique solution to your problem.
Perhaps, this offers the most unique solution to your problem.
Perhaps, this offers the most unique solutions to your problem.
817. Wondering in the slums brought her in against the realities of poverty.
Bring somebody up' অর্থ কাউকে লালনপালন করা, কীভাবে আচরণ করতে হবে তার শিক্ষা দেয়া। Brought her up বসিয়ে বাক্যের বাংলা: বস্তিতে কাজ করা দারিদ্রদ্র্য বাস্তবতার বিরুদ্ধে কীভাবে চলতে হবে তা শিখিয়েছে।
818. Select the correct linking word: He should have spent all the weekend preparing for his test; he in fact just lay in bed watching videos.
Nevertheless অর্থ তা সত্ত্বেও আর বাক্যে nevertheless বসবে কেননা যেটা করা উচিত, সেটা না করে অন্য কিছু করলে দুটি sentence-এর মাঝে nevertheless বসে। Nevertheless বসিয়ে বাক্যটির বাংলা: পরীক্ষার জন্য পুরো সপ্তাহজুড়ে তার প্রস্তুতি নেয়া উচিত ছিল; তা সত্ত্বেও সে শুয়ে ভিডিও দেখছিল।
Luggage (মালপত্র) শব্দটি non-count noun। সুতরাং এর কোনো plural form নেই এবং এরপর singular verb বসে। সুতরাং সঠিক বাক্যটি হলো The traveler's luggage was ransacked but no contraband was found। বাক্যটির বাংলা ভ্রমণকারীর মালপত্র তন্নতন্ন করে খোঁজা হলো কিন্তু বেআইনী কোনো কিছুই পাওয়া গেল না।
The traveler's luggages were ransacked but no contraband item was found.
The traveler's luggages were ransacked but no contraband was found
The traveler's luggage was ransacked but no contraband was found.
The traveler's luggages were ransacked but nothing contraband was found.