Option-গুলোর মধ্যে সঠিক বাক্য হলো The spirit of God is immanent in the Universe (ঈশ্বরের আত্মা মহাবিশ্বে সর্বব্যাপী)। অন্যদিকে imminent অর্থ আসন্ন আর eminent অর্থ প্রখ্যাত।
বাক্যে all day today থাকাতে বোঝা যাচ্ছে যে বাক্যটি present perfect continuous tense হবে। সুতরাং সঠিক বাক্য It has been raining all day today যার অর্থ আজ সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। . One and a half hour is a long time. One and a half hours is a long time.
'Automobile production' singular sub, সুতরাং এর verb singular হবে। আর adverb + adjective + adverb হলো সঠিক sequence। সুতরাং সঠিক বাক্যাংশ হলো has been rather erratic recently
786. . Many of the international problems we are facing now-
Many of the international problems হলো plural subject। সুতরাং এর পর plural verb বসবে। সুতরাং সঠিক বাক্যাংশ হলো are the result of misunderstanding। তখন বাক্যটির অর্থ হবে: এখন আমাদের মুখোমুখি হওয়া অনেক আন্তর্জাতিক সমস্যা হলো ভুল বোঝাবুঝির ফল।
linguistic incompetency
are because of not understanding themselves
are the result of misunderstanding
lack of the intelligent capabilities of misunderstanding
ব্যক্তিবাচক noun-এর relative pronoun হিসেবে who ব্যবহৃত হয়। Who-এর পর সরাসরি verb আসে আর whom-এর পরে আসে noun বা pronoun। সুতরাং সঠিক বাক্যটি হলো The man who said that was a fool!
সঠিক বাক্য হলো The girl entered হাসতে কক্ষে প্রবেশ করলো। The girl entered the room laughing. The girl laughingly entered the room. the room laughing যার অর্থ মেয়েটি হাসতে
That-এর পূর্বে said থাকাতে that এর পর past tense যুক্ত clause বসবে। Option (b) past tense যুক্ত clause হলেও তা verbose যা সঠিক নয়। সুতরাং শূন্যস্থানের জন্য সঠিক clause the students could hand in their reports on Monday
the students can turn over the reports on Monday
the reports on Monday could be received from the students by him
the students could hand in their reports on Monday
Preposition, between-এর পর pronoun-এর objective form বসে। আর that- এর পূর্বে যেহেতু verb-এর present form ব্যবহৃত হয়েছে সুতরাং that-এর পর future tense বসবে। সুতরাং সঠিক বাক্য Between you and me, I doubt that he will come !
Pulse সাধারণত অনুভব করতে হয়। Pulse শব্দটির সাথে find (খোঁজা, দেখতে পাওয়া) examine (পরীক্ষা করা) এবং see (দেখা) মানানসই না। সুতরাং সঠিক বাক্য হলো I felt his pulse।
Anyone-এর possessive adjective হলো her/his। কিন্তু বাক্যটি দ্বারা পুরুষ বা নারী বোঝা না গেলে their ব্যবহার করতে হবে আর their-এর পর name না বসে names বসবে। সুতরাং সঠিক বাক্য if anyone calls, take their names
796. She wanted to serve some coffee to her guests however
Non-count noun-এর পূর্বে determiner হিসেবে non-count determiner প্রয়োজন আর past indefinite tense এর negative form হলো did not + verb এর present form। সুতরাং however এর পরে সঠিক clause হলো she did not have much sugar
Option-গুলোর মাঝে সঠিক বাক্য হলো The roads of Dhaka are wider than those of Khulna কারণ ঢাকার রাস্তাগুলোর সাথে খুলনার রাস্তাগুলোর তুলনা বোঝাচ্ছে। আর roads হলো plural sub। সুতরাং verb টি plural হয়েছে।
The roads of Dhaka is wider than of Khulna.
The roads of Dhaka are wider than those of Khulna.
Option-গুলোর মাঝে ভুল বাক্যটি হলো He prefers tea than coffee। কারণ prefer-এর পর দুটি noun-এর মাঝে than না বসে to বসে। বাক্যটির সঠিক রূপ He prefers tea to coffee
That kind of excuse হলো সঠিক শব্দসমষ্টি যার অর্থ-এ ধরনের অজুহাত। That kind of + singular noun আর those kinds of plural noun হলো সঠিক phrase সুতরাং একমাত্র সঠিক বাক্য: I have never heard that kind of excuse.