Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
61. Which of the following is spelt incorrectly?
উপরের Answer অপশনগুলোর সঠিক spelling ৩টি। কিন্তু প্রশ্নে বলা হয়েছে কোন spelling-টি ভুল আর তার কোনটির অর্থ নেই। এই দৃষ্টিকোণে (গ) bourgeois শব্দটির অর্থ নেই। তাই (গ) উত্তরটি সঠিক।
aggravation
air freshner
bourgeois
maintenance
62. The teacher infused a new spirit- the studnts.
The teacher infused a new spirit the students. বাক্যটির শূন্যস্থানে into বসবে। বাহির হতে কোনোকিছু ভিতরে আসা বুঝালে into ব্যবহৃত হয়। অর্থাৎ, শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে নতুন শক্তির মাত্রা সংশ্রব করেন। 'a new spirit into' means to cause to be permeated with something (such as a principle or quality that alters usually for the better).
in
to
at
into
64. He got too tired - over work.
Because of দ্বারা কারণ বুঝায়। He got too tired because of over work. বাক্যটির অর্থ হলো-অতিরিক্ত পরিশ্রমের কারণে/ফলে সে খুবই ক্লান্ত হয়ে পড়লো।
because of
on
because off
for
65. মার্বেল কোন দেশে পর্যাপ্ত পাওয়া যায়?
মার্বেল সাধারণত হালকা রঙের একটি শিলা। যখন এই পাথর বিশুদ্ধ থাকে তখন সাদা রঙের হয়। বিভিন্ন খনিজ উপাদানের মিশ্রণের ফলে এর রং নীল, ধূসর, গোলাপি, হলুদ, সবুজ বা কালো রঙের হতে পারে। সারা বিশ্বে মার্বেল পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি পাওয়া যায় ইতালি, স্পেন, ভারত ও চীনে।
বাংলাদেশ
গ্রীস
ইংল্যান্ড
ইতালি
66. Identify the correct singular form:
Agenda এর plural form হবে agendum. Modern grammarian-রা এটার Plural করেন agendas লিখে। Lice শব্দটি singular noun হবে louse, alumnus-এর singular noun হবে alumna এবং antennae-এর singular form হবে antenna.
lice
agenda
alumnus
antennae
67. রক্ত তঞ্চনে (Blood Coagulation) সাহায্য ৬৬ করে কোন খনিজ মৌল?
ক্যালসিয়াম
ম্যাগনেশিয়াম
সালফার
ফসফরাস
68. সাধারণ Aluminium জানালার কাঁচের মাপ বা Thickness কত?
বসতবাড়িতে ব্যবহৃত অ্যালুমিনিয়াম জানালার গ্লাসের পুরুত্ব ৫-১০ মিমি হয়ে থাকে। তবে সাধারণত ৫ মিমি অথবা ৬ মিমি পুরুত্বের গ্লাস ব্যবহার করা হয়।
3 mm
4 mm
5 mm
8 mm
69. কাজী নজরুল ইসলাম 'বিদ্রোহী' কবিতাটি কত সালে লিখেছিলেন?
বিদ্রোহী' কবিতা ১৯২২ সালের ৬ জানুয়ারি 'বিজলী' পত্রিকায় প্রকাশিত হয়। কবি কাজী নজরুল ইসলাম কবিতাটি লিখেছেন ১৯২১ সালে। কবিতার মোট লাইন সংখ্যা ১৩৯টি।
১৯২১
১৯২০
১৯২২
১৯১৯
70. Please, do not laugh those beggars.
কাউকে অবজ্ঞা করা, ছোট ভাবা অর্থে laugh at phrase-টি ব্যবহৃত হয়।
for
against
at
from
71. 'Hagia Sophia' এর স্থাপত্য শৈলী হচ্ছে-
হায়া সোফিয়া' পৃথিবীর এক অনন্য স্থাপত্য কর্মটি দাঁড়িয়ে আছে তুরস্কের ইস্তাম্বুল শহরে। বসফরাস প্রণালি দ্বারা বিভাজিত ইস্তাম্বুল শহরটি যুক্ত করেছে এশিয়া ও ইউরোপ দুটি মহাদেশকে। এই ইস্তাম্বুল শহরেরই ইউরোপ অংশে অবস্থান করছে প্রাচীন বাইজেন্টাইন শাসনামলের এ অনন্য স্থাপনাটি।
রোমান স্থাপত্য
ভারতীয় স্থাপত্য
বাইজেন্টাইন স্থাপত্য
বেঙ্গল স্থাপত্য
72. BNBC অনুযায়ী সুউচ্চ ভবন বা Highrise building ন্যূনতম কত তলা হতে হবে?
BNBC-2006 অনুযায়ী Highrise Building ন্যূনতম ৬ তলা। BNBC-2020" ১০ তলা।
৬ তলা
৯ তলা
১০ তলা
২০ তলা
73. Please, stop - so many mistakes.
উপরের বাক্যটির শূন্যস্থানে সঠিক উত্তর হবে- making. কারণ, Imperative sentence-এর মূল verb-এর পরের word-টি present participle আকারে হবে।
to make
make
making
makes
74. Choose the correct sentence:
Cows are sold dear
He gave me many good advices
They want your reply
I live here for five days
75. বিনত বিবির মসজিদ কোন স্থাপত্য শৈলীর অন্তর্গত?
ঢাকা নারিন্দা পুলের উত্তর দিকে অবস্থিত এই মসজিদটির গায়ে উৎকীর্ণ শিলালিপি অনুসারে ৮৬১ হিজরি সালে অর্থাৎ ১৪৫৭ খ্রিষ্টাব্দে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের শাসনামলে তার কন্যা মুসাম্মাত বখত বিনত বিবি এটি নির্মাণ করেন।
বৌদ্ধ
মোঘল
সুলতানী
ভিক্টোরিয়ান
76. 'নেই আঁকড়া' বাগধারাটির অর্থ-
দলপতি
একগুঁয়ে
কপট ব্যক্তি
সৎ মানুষ
77. রূপকল্প-২০৪১ বাস্তবায়নের সময়কাল-
রূপকল্প ২০৪১ বা বাংলাদেশ ভিশন ২০৪১ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত এবং জাতীয় অর্থনৈতিক কাউন্সিল কর্তৃক প্রণীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আর্থসামাজিক অবস্থানকে আরও দৃঢ় করে গড়ে তোলার জাতীয় কৌশলগত পরিকল্পনা।
২০১০-২০৪১
২০২০-২০৪১
২০২২-২০৪১
২০২১-২০৪১
78. 'বাগধারা' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি; যথা- ১। ধ্বনিতত্ত্ব, ২। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, ৩। বাক্যতত্ত্ব, ৪। অর্থতত্ত্ব। বাগধারা আলোচিত হয়েছে বাক্যতত্ত্ব অংশে।
ভাষাতত্ত্বে
ধ্বনিতত্ত্বে
বাক্যতত্ত্বে
রূপতত্ত্বে
79. কোনটি বিদেশী শব্দ নয়?
আদালত আরবি শব্দ, চিনি চীনা শব্দ ও পাউরুটি পর্তুগিজ শব্দ। সূর্য তৎসম বা সংস্কৃত শব্দ।
আদালত
চিনি
পাউরুটি
সূর্য
80. Our teacher teaches Mathematics - English.
উপরের Answer অপশনগুলোর মধ্যে (খ) besides সঠিক উত্তর। কারণ, কারোর কোনো বিষয়ে কিছু দোষ, গুণ থাকার পাশাপাশি যদি আরও অতিরিক্ত দক্ষতা বুঝায়। তবে পূর্বের বিষয়ের পর besides বসে এবং পরের Noun-টি বসে।
across
besides
beside
both