Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
25581. নেগেটিভ প্রেসার বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা-
ব্যাখ্যা: নেগেটিভ প্রেসার: তরলের গেজ চাপ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে কম হলে ঐ চাপকে ভ্যাকুয়াম চাপ বা নেগেটিভ প্রেসার বলে। সুতরাং সংজ্ঞা হতেই পাই নেগেটিভ প্রেসার বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা কম।
কম
বেশি
সমান
শূন্য
25582. তরল পদার্থের তলদেশের চাপের তীব্রতা-
ব্যাখ্যা: আমরা জানি, তরল পদার্থের চাপের তীব্রতা এর গভীরতার সমানুপাতিক। অর্থাৎ, এর গভীরতা যত বৃদ্ধি পাবে চাপের তীব্রতাও তত বৃদ্ধি পাবে। তাই তরল পদার্থের তলদেশে চাপের তীব্রতা সর্বাধিক এবং উপরিতলে উচ্চতা হওয়ায় সেখানে চাপের তীব্রতাও শূন্য।
সমান
কম
শূন্য
বেশি
25583. জল সরবরাহ ও অন্যান্য কাজে নিয়োজিত-
ব্যাখ্যা: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের আওতাধীন একটি দপ্তর, যা বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা তদারকি করে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর
ইমারত দপ্তর
কোনোটিই নয়
25584. ম চাপ বলা হয় আদর্শ বায়ুর চাপ ও গেজ চাপের-
ব্যাখ্যা: পরম চাপঃ • পরম চাপ = বায়ুচাপ + গেজ চাপ • পরম চাপ = বায়ুচাপ - ভ্যাকুয়াম চাপ
গুণফলকে
যোগফলকে
বিয়োগফলকে
ভাগফলকে
25585. সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ-
ব্যাখ্যা: সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের গড় চাপ প্রতি বর্গ সেমি- তে 1.033kg. যা পানির 10.336m ও পারদের 76cm উচ্চতার সমান।
10.33 kg/cm²
1.033 kg/cm²
1.03 kg/cm²
10.3 kg/cm²
25586. প্লাস্টারিং একক হিসাব করা হয়-
ব্যাখ্যা: প্লাস্টারিং / আন্তরের কাজের পরিমাণ এবং দরের একক বর্গমিটারে করা হয়।
ঘনমিটারে
রানিং মিটার
বর্গমিটারে
কোনোটিই নয়
25587. তরল পদার্থের অনুভূমিক একই সরল রেখায় সব বিন্দুতে চাপের তীব্রতা-
বেশি
কম
সমান
শূন্য
25588. সড়ক, সেতু, কালভার্ট ও সংশ্লিষ্ট কাজের দায়িত্বে নিয়োজিত-
ইমারত দপ্তর
জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তর
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
সড়ক ও জনপদ দপ্তর
25589. মুক্ততলে তরল পদার্থের চাপের তীব্রতা-
ব্যাখ্যা : চাপের তীব্রতা: তরলের অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত চাপকে চাপের তীব্রতা বলে। মূলত চাপ এবং চাপের তীব্রতা একই। চাপের তীব্রতা=মোট চাপ (P) /ক্ষেত্রফল (A) চাপের তীব্রতার ধর্ম: (i) তরলের সকল বিন্দুতে ১৮ চাপের তীব্রতা সমান। (ii) চাপের তীব্রতা তরলের উচ্চতা বা গভীরতার সমানুপাতিক। অর্থাৎ, গভীরতা বাড়ার সাথে সাথে চাপের তীব্রতাও বাড়বে। (iii) যে-কোনো তরল পদার্থের উপরিতলে চাপের তীব্রতা শূন্য এবং তলদেশে সর্বাধিক। (iv) একই অনুভূমিক সরল রেখায় সকল বিন্দুতে চাপের তীব্রতা সমান।
বেশি
কম
শূন্য
সমান
25590. গণপূর্ত কাজের যাবতীয় লেনদেন কোষাগার, অর্থ ও হিসাবপ্রণালি সম্পর্কিত বিধি ও নির্দেশসমূহ যে বইয়ে লেখা থাকে, তাকে বলা হয়-
গণপূর্ত হিসাব বই
হিসাব সংহিতা
উপরে উল্লিখিত দুটি
কোনোটিই নয়
25591. তরল পদার্থের উপরিতলের চাপের তীব্রতা-
শূন্য
বেশি
কম
সমান
25592. দীর্ঘ জ্যা থেকে অফসেট নিয়ে বাঁক সংস্থাপন করা হয়-[BBA-19]
ব্যাখ্যা: দীর্ঘ জ্যা-এর মধ্যবিন্দু হতে উভয় পার্শ্বে সমদূরত্বে অফসেট নিয়ে বাঁক সংস্থাপন করা হয়ে থাকে। এটি সাধারণত রোড কার্ডের জন্য করা হয়।
প্রধান রেলপথে
শাখা রেলপথে
রোড কার্ডে
গুরুত্বপূর্ণ সড়কে
25593. বায়বীয় প্রবাহীর চাপ পরিমাপের জন্য ব্যবহৃত হয়-
ব্যাখ্যা: (ক) ম্যানোমিটার: তরলের চাপ পরিমাপে এটি ব্যবহৃত হয়। এটি পিজোমিটারের উন্নত রূপ। (খ) ব্যারোমিটার: বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করার যন্ত্রকে ব্যারোমিটার বলে। (গ) অ্যাভোমিটার: এক ধরনের বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র, যার সাহায্যে এসি ও ডিসি কারেন্ট, এসি ও ডিসি ভোল্টেজ, রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। (ঘ) পিজোমিটার: এটি এক ধরনের প্রেসার গেজ বা চাপমান যন্ত্র, যা তরল পদার্থপূর্ণ পাইপ বা পাত্রের চাপ মাপার জন্য ব্যবহার করা হয়। পিজোমিটার-এর সাহায্যে নেগেটিভ প্রেসার মাপা অসুবিধাজনক ও গ্যাসের চাপ নির্ণয় করা যায় না।
ম্যানোমিটার
অ্যাভোমিটার
ব্যারোমিটার
পিজোমিটার
25594. প্রতি একক ক্ষেত্রের ওপর যে বল ক্রিয়া করে, তাকে বলে-
ব্যাখ্যা: চাপ: কোনো পদার্থের প্রতি একক ক্ষেত্রে প্রযুক্ত বলকে চাপ বলে। চাপ, P = প্রযুক্ত বল (F)/ক্ষেত্রফল (A)
চাপ
তীব্রচাপ
তাপ
নিম্নচাপ
25595. ইনটেনসিটি অব প্রেসারের সূত্র-
ব্যাখ্যা: চাপের তীব্রতা: তরলের অভ্যন্তরে একক ক্ষেত্রের উপর যে চাপ প্রযুক্ত হয়, তাকে চাপের তীব্রতা বলে। ধরি, H = তরলের গভীরতা। ω= তরলের আপেক্ষিক ওজন। .. পাত্রের তরলের আয়তন = AXH এবং পাত্রে তরলের ওজন= AxHxω .: চাপের তীব্রতা = তরলের ওজন/ পাত্রের তলদেশের ক্ষেত্রফল ρ=(ωAH)/A= ωH
P = WH
P=WH’
ρ=ωH
P=mh
25596. সাধারণভাবে গণপূর্ত দপ্তর বলতে বুঝায়-
ব্যাখ্যা : গণপূর্ত অধিদপ্তর একটি সরকারি বিভাগ, যা সরকারি সংস্থা ও সংস্থার ভবন কাঠামো নির্মাণের জন্য দায়বদ্ধ। এটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কাজ করে থাকে।
ইমারত দপ্তর
সড়ক দপ্তর
উভয়টি
কোনোটিই নয়
25597. দালানে চুনকামের কাজ আস্তরের কাজের-
ব্যাখ্যা: চুনকামের সকল মাপ বর্গমিটারে হয় এবং এর দরের একক ও বর্গমিটার। চুনকামের কাজের পরিমাণ প্লাস্টারের কাজের সমান হবে।
বেশি
কম
সমান
কোনোটিই নয়
25598. বাতাস একটি সংকোচনশীল পদার্থ; সেজন্য বিভিন্ন উচ্চতায় এর-
চাপ ভিন্ন
ঘনত্ব ভিন্ন
আয়তন ভিন্ন
কোনোটিই নয়
25599. চাপ তরল সংলগ্ন পাত্রের ওপর কীভাবে ক্রিয়া করে?
আড়াআড়ি
লম্বভাবে
সমান্তরাল
সব কয়টি
25600. H গভীরতায় তরল পদার্থের চাপ-
ব্যাখ্যা: আমরা জানি, তরলের চাপ= তরলের আপেক্ষিক ওজন x তরলের গভীরতা P=ωH H= P /ω
W/P
PW
ρ/ω
P/R